QuizQuiz

বাংলা কুইজ – সেট ৭৯

Bengali Quiz – Set 79

১. কোন যানটি যখন আবিষ্কার করা হয়েছিল তখন তাকে “Hobby Horse ” অর্থাৎ শখের ঘোড়া বলা হত ?

উত্তর :
বাইসাইকেল

২. ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় কে যিনি তার প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচে ৬ মেরে ইনিংস শুরু করেছিলেন এবং প্রথম সেঞ্চুরি ৬ মেরে করেছিলেন ?

উত্তর :
ঋষভ পন্থ

৩. ফরাসি বিপ্লবের শিশু কাকে বলা হয় ?

উত্তর :
নেপোলিয়নকে

৪. রক্তের শহর ( City of blood ) কোন শহরকে বলা হয় ?

উত্তর :
তেজপুর, আসাম

৫. কোন ভারতীয় সিনেমাটিতে সবথেকে বেশি সংখ্যক গান রয়েছে ?

উত্তর :
ইন্দ্রসভা




৬. গুগল এর লোগোতে “G” অক্ষরটির বর্ণ কি ?

উত্তর :
নীল

৭. প্রথম কোন অর্গানাইজেশন নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল ?

উত্তর :
Institut de droit international (Institute of International Law)

৮. ভারতের প্রথম প্রেসিডেন্টের শপথ গ্রহণের সময় কোন দেশের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন ?

উত্তর :
ইন্দোনেশিয়া

৯. কোন ভারতীয় সব থেকে বেশিবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ?

উত্তর :
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন

১০. সত্যজিৎ রায় পরিচালিত প্রথম কোন সিনেমাটি অস্কারের জন্য মনোনীত হয়েছিল ?

উত্তর :
অপুর সংসার


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button