General Knowledge Notes in BengaliHistory Notes
বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি – স্লোগান
List of Historical Quotes and Slogan of Indian Famous People in Bengali
বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের কিছু ঐতিহাসিক উক্তি – স্লোগান
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের কিছু ঐতিহাসিক উক্তি – স্লোগান ।
বিশিষ্ট কয়েকজন ব্যক্তির ঐতিহাসিক উক্তি
বিখ্যাত উক্তি | ব্যক্তি |
---|---|
ইনকিলাব জিন্দাবাদ | ভগৎ সিং* |
দিল্লি চলো/ জয়হিন্দ | নেতাজি সুভাষ চন্দ্র বসু |
করেঙ্গে ইয়া মরেঙ্গে | মহাত্মা গান্ধী |
পূর্ণ স্বরাজ | জওহরলাল নেহেরু |
আরাম হারাম হ্যায় | জওহরলাল নেহেরু |
জয় ভগৎ | বিনোদা ভাবে |
মারো ফিরিঙ্গ কো | মঙ্গল পান্ডে |
সাম্রাজ্যবাদকা নাশ হো | ভগৎ সিং |
স্বরাজ আমার জন্মগত অধিকার | বাল গঙ্গাধর তিলক |
সরফরোসি কি তামান্না আব হামারে দিলমে হ্যায় | রামপ্রসাদ বিসমিল |
সারে জাহাঁসে আচ্ছা | মোঃ ইকবাল |
বন্দেমাতরম | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান | অটল বিহারী বাজপেয়ী |
জন গণ মন অধিনায়ক জয় হে | রবীন্দ্রনাথ ঠাকুর |
তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব | নেতাজি সুভাষ চন্দ্র বসু |
জয় জওয়ান জয় কিষান | লাল বাহাদুর শাস্ত্রী |
মেরে ভারত মহান হ্যায় | রাজীব গান্ধী |
গরীবি হটাও | ইন্দিরা গান্ধী |
সব লাল হো জায়গা | রণজিৎ সিং |
* “ইনকিলাব জিন্দাবাদ ” উক্তিটির স্রষ্টা হাসরাত মোহানি। তবে এটিকে বিখ্যাত করেছিলেন ভগৎ সিং।
আরো দেখে নাও :
- বিখ্যাত মনীষীদের সমাধিস্থল
- ঐতিহাসিক সমাজ-সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা
- প্রশ্নোত্তরে ইতিহাস
- শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা ( PDF )
Download Section
- File Name : বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি – স্লোগান – বাংলা কুইজ
- File Size : 1.5 MB
- No. of Pages : 02
- Format : PDF
- Language : Bengali
- Subject : History
To check our latest Posts - Click Here