এশিয়ান গেমস ২০১৮
২০১৮ সালের এশিয়ান গেমস হল ১৮ তম এশিয়ান গেমস | এই বছর এটি অনুষ্ঠিত হচ্ছে ইন্দোনেশিয়াতে | প্রতিযোগিতার মূল আয়োজক ছিল হ্যানয় ভিয়েতনাম, কিন্ত তাদের আর্থিক সংকটের কারণে তারা নাম প্রত্যাহার করে নেয়। প্রথমবারের জন্য এবারের এশিয়ান গামেসটি ২ টি শহর জুড়ে হচ্ছে – ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং পালেমবাং | এই কারণে এবছরের এশিয়ান গেমেসটি জাকার্তা-পালেমবাং ২০১৮ নামেও পরিচিত |এশিয়ান গেমেসটি এশিয়াড নামেও পরিচিত | এই গেমেসটিতে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশগুলি অংশগ্রহণ করে থাকে | প্রথম এশিয়ান গেমেসটি অনুষ্ঠিত হয় ১৯৫১ সালে ভারতের নিউ দিল্লিতে (ভারত দ্বিতীয় বার এশিয়ান গেমস হোষ্ট করে ১৯৮২ সালে )| প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়ে এই গেমেসটিতে ১৯৭৪ সালের পর থেকে ইজরায়েল অংশগ্রহণ করেনি |
এশিয়ান গেমসের ভেনু | ||
২০১৪ | ২০১৮ | ২০২২ |
ইঞ্চেন, দক্ষিণ কোরিয়া | জাকার্তা এবং পালেমবাং, ইন্দোনেশিয়া | হাঙজু, চীন |
২০১৮ সালের এশিয়ান গেমসের ম্যাসকট হল – ভিন ভিন ( স্বর্গের পাখি ), আতং (একটি হরিণ ) এবং কাকা (জাভান গণ্ডার ) |
গেমেসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন – ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোদো |
২০১৮ সালে ভারত থেকে যোগদান করে – মোট ৫৭২ জন খেলোয়াড় ৩৬ টি ইভেন্টে |
ভারতের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহন করেছিলেন – নিরাজ চোপড়া ( হরিয়ানার জ্যাভেলিন থ্রোয়ার ) এবং সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বহন করেন – রানী রামপাল ( ভারতের মহিলা হকি দলের অধিনায়ক )
ভারত ২০১০ সালে গুয়াংজৌ ( চীন ) এশিয়ান গেমসে ৬৫ টি পদক জিতেছিল | ২০১৮ সালের এশিয়ান গেমসে ৬৯ টি মেডেলসহ ( স্বর্ণ – ১৫টি , রৌপ্য – ২৪টি, ব্রোঞ্জ – ৩০টি ) পূর্বের রেকর্ড ভেঙে এটি ছিল ভারতের এখনো পর্যন্ত এশিয়ান গেমস সেরা প্রদর্শন | যদিও পদক তালিকায় ভারতের স্থান হল অষ্টম |
এশিয়ান গেমস ২০১৮ এর সেরা ১০ টি দেশ
স্থান | দেশ | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট পদক |
---|---|---|---|---|---|
১ | চীন | ১৩২ | ৯২ | ৬৫ | ২৮৯ |
২ | জাপান | ৭৫ | ৫৬ | ৭৪ | ২০৫ |
৩ | দক্ষিণ কোরিয়া | ৪৯ | ৫৮ | ৭০ | ১৭৭ |
৪ | ইন্দোনেশিয়া | ৩১ | ২৪ | ৪৩ | ৯৮ |
৫ | উজবেকিস্তান | ২১ | ২৪ | ২৫ | ৭০ |
৬ | ইরান | ২০ | ২০ | ২২ | ৬২ |
৭ | চীন তাইপেই ( তাইওয়ান ) | ১৭ | ১৯ | ৩১ | ৬৭ |
৮ | ভারত | ১৫ | ২৪ | ৩০ | ৬৯ |
৯ | কাজাখস্তান | ১৫ | ১৭ | ৪৪ | ৭৬ |
১০ | উত্তর কোরিয়া | ১২ | ১২ | ১৩ | ৩৭ |
২০১৮ সালের এশিয়ান গেমসে ভারতের স্বর্ণপদক তালিকা
# | নাম | পদক | ইভেন্ট |
---|---|---|---|
১ | বজরং পুনিয়া | স্বর্ণ | কুস্তি – পুরুষদের ৬৫কেজি ফ্রিস্টাইল |
২ | ভিনেশ ফোগাট | স্বর্ণ | কুস্তি – মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল |
৩ | সৌরভ চৌধুরি | স্বর্ণ | শ্যুটিং – পুরুষদের ১০মিটার এয়ার পিস্তল |
৪ | রাহী স্বর্নোবত | স্বর্ণ | শ্যুটিং – মহিলাদের ২৫মিটার এয়ার পিস্তল |
৫ | সাওয়ার্ন সিং দাত্তু ভোকনলাল ওম প্রকাশ সুখমিত সিং | স্বর্ণ | রোয়িং – পুরুষদের কোয়াড্রাপল স্কাল |
৬ | রোহন বোপান্না দ্বিবীজ শরণ | স্বর্ণ | টেনিস – পুরুষদের ডাবলস |
৭ | তেজিন্দারপাল সিং তুর | স্বর্ণ | অ্যাথলেটিক্স – পুরুষদের শট পুট |
৮ | নিরাজ চোপড়া | স্বর্ণ | অ্যাথলেটিক্স – পুরুষদের জ্যাভলিন থ্রো |
৯ | মনজিত সিং | স্বর্ণ | অ্যাথলেটিক্স – পুরুষদের ৮০০মিটার |
১০ | অর্পিন্দার সিং | স্বর্ণ | অ্যাথলেটিক্স – পুরুষদের ট্রিপল জাম্প |
১১ | স্বপ্না বর্মণ | স্বর্ণ | অ্যাথলেটিক্স – মহিলাদের হেপ্টাথলন |
১২ | জিনসন জনসন | স্বর্ণ | অ্যাথলেটিক্স – পুরুষদের ১৫০০মিটার |
১৩ | এম আর পুবাম্মা সরিতাবেন গায়কোয়াড় হিমা দাস বিষ্ময়া | স্বর্ণ | অ্যাথলেটিক্স – মহিলাদের ৪ x ৪০০ মিটার রিলে |
১৪ | অমিত ফাঙ্গাল | স্বর্ণ | বক্সিং – লাইট ফ্লাইওয়েট ৪৯ কেজি বিভাগ |
১৫ | প্রনব বর্মন ও শিবনাথ সরকার | স্বর্ণ | ব্রিজ – ম্যানস পেয়ার বিভাগ |
২০১৮ সালের এশিয়ান গেমসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
১. ২০১৮ সালের এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রথম মেডেল জেতেন ➟ রবি কুমার ও অপূর্বী চান্ডেলা ( ব্রোঞ্জ, শ্যুটিং – মিশ্র ১০মিটার এয়ার রাইফেল টিম )
২. ২০১৮ সালের এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রথম স্বর্ণ পদক জেতেন ➟ বজরং পুনিয়া ( স্বর্ণ, পুরুষদের ৬৫কেজি ফ্রিস্টাইল )
৩. ২০১৮ সালের এশিয়ান গেমসে ভারতের হয়ে কুস্তিতে প্রথম পদক জেতেন ➟ ভিনেশ ফোগাট ( স্বর্ণ, মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল)
৪. ভারতের কবাডি দল প্রথমবারের জন্য এশিয়ান গেমসের ফাইনালে যেতে পারেনি ➟ ২০১৮ সালের এশিয়ান গেমসে
৫. ১৮ তম এশিয়ান গেমসে প্রথম রোয়িং ইভেন্টে পদক জেতেন ➟ দুশ্যন্ত চৌহান ( ব্রোঞ্জ, পুরুষদের লাইটওয়েট একক স্কাল)
৬. ২০১৮ সালের এশিয়ান গেমসে স্কোয়াশ খেলায় ব্রোঞ্জ জেতা দীপিকা পাল্লিকাল ➟ ক্রিকেটার দীনেশ কার্তিকের পত্নী
৭. এবারের এশিয়ান গেমস সাইন নেহওয়াল জিতলেন ➟ ব্রোঞ্জ পদক
৮. ২০১৮ সালের কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমস দুটিতেই স্বর্ণপদক জিতেছে ➟ নিরাজ চোপড়া
৯. ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি প্রথম ফাইনালে এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছেছেন ➟ পি. ভি. সিন্ধু ( রুপা জিতেছেন )
১০. ভারতীয় মহিলা কবাডি দল ২০১৮ সালের এশিয়ান গেমসে কোন দেশের কাছে ফাইনালে হেরে গেল ➟ ইরান
১১. প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর যিনি এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতেছেন ➟ ভিনেশ ফোগাট ( স্বর্ণ, মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল)
১২. এশিয়ান গেমসে ব্রিজ খেলার পুরুষবিভাগে ভারতের প্রথম স্বর্ণ পদক এনে যে ভারতীয় ব্রিজ খেলোয়াড় জুটি ইতিহাস গড়লেন ➟ প্রনব বর্ধন এবং শিবনাথ সরকার
১৩. ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে প্রথম কোন ভারতীয় শ্যুটার স্বর্ণপদক পেলেন ? ➟ সৌরভ চৌধুরী
১৪. ২০১৮ সালের এশিয়ান গেমসে কনিষ্ঠতম পদক জয়ী ➟ শার্দুল বিহান ( ব্রোঞ্জ জিতেছেন )
১৫. ২০১৮ এশিয়ান গেমসে শুটিং বিভাগে এককভাবে প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় যিনি সোনা জিতলেন ➟ রাহী স্বর্নোবত
১৬. ২০১৮ সালের ১৮ তম এশিয়ান গেমসে কোন ভারতীয় মহিলা টেনিস তারকা মহিলাদের একক বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ? ➟ অঙ্কিতা রায়না
১৭. টেবিল টেনিস প্রথম বারের জন্য ভারত পদক পেয়েছে ➟ ২০১৮ সালের এশিয়ান গেমস ( ২ টো ব্রোঞ্জ )
১৮. এশিয়ান গেমসে প্রথম বারের জন্য কোন ভারতীয় খেলোয়াড় হেপ্টাথলনে সোনা জিতে ইতিহাস তৈরী গড়লেন ? ➟ স্বপ্না বর্মণ ( পশ্চিমবঙ্গের )
To check our latest Posts - Click Here