NotesGeneral Knowledge Notes in Bengali
জৈব অ্যাসিড ও তাদের উৎস – কোথায় কোন অ্যাসিড থাকে – PDF
Different Organic Acids and their Sources
জৈব অ্যাসিড ও তাদের উৎস – কোথায় কোন অ্যাসিড থাকে
যে কোনো পরীক্ষার জন্য একটু গুরুত্বপূর্ণ টপিক হলো কিছু জৈব অ্যাসিড ও তাদের উৎস | কোন ফলে কোন অ্যাসিড থাকে বা কোন জৈব অ্যাসিড কোথায় পাওয়া যায় – এই টপিকগুলি থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রশ্ন এসেই থাকে। নিচে ছকের সাহায্যে এরকম কিছু অ্যাসিড ও তাদের উৎস সম্পর্কে কিছু তথ্য দেওয়া রইলো |
কোন জৈব অ্যাসিড কোথায় পাওয়া যায় তালিকা
জৈব অ্যাসিড | উৎস |
---|---|
ম্যালিক | কাঁচা আপেলের ত্বক, চেরিফল, পাকা কলা |
ল্যাকটিক | দই, শশা, আফিং |
টারটারিক | পাকা তেঁতুল, শুকনো খেজুর, আঙ্গুর |
গ্লাইকোলিক | কাঁচা আঙ্গুর, বিট |
স্যালিসাইলিক | উদ্ভিদজাত সুগন্ধি তেল, উইলো গাছের চাল |
সাইট্রিক | পাতি লেবু, কাগজী লেবু, আনারস, আঙ্গুর |
n-বিউটারিক | দই, পচা মাখন |
ফরমিক | লাল পিঁপড়ে, মৌমাছি, বোলতার হুল |
এসিটিক | বিভিন্ন ফলের রস, ত্বক মদ, প্রাণীদেহের ঘাম, জয়পাল গাছের তেল |
বেনজয়িক | গাম বেঞ্জয়েন, ঘোড়া ও ষাঁড়ের মূত্র |
গ্যালিক | চায়ের পাতা, ওক গাছের ছাল |
অক্সালিক | ইউক্যালিপ্টাস গাছের ছাল, হরিতকী |
জৈব অ্যাসিড সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
টারটারিক এসিড কোথায় পাওয়া যায় ?
টারটারিক অ্যাসিড প্রধানত শুকনো তেঁতুলে পাওয়া যায়। এছাড়াও শুকনো খেজুর ও আঙ্গুরেও এই অ্যাসিড পাওয়া যায়।
মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে?
মৌমাছির বিষে সাধারণত থাকে মিথানয়িক এসিড বা ফর্মিক এসিড (HCOOH)
পিপড়ার হুলে কোন এসিড থাকে ? / পিঁপড়ার কামড়ে কোন এসিড থাকে?
ফরমিক অ্যাসিড
লেবুতে কোন অ্যাসিড থাকে ?
সাইট্রিক অ্যাসিড
আরও দেখে নাও :
- বিভিন্ন ধরণের করোনা ভ্যাকসিন – Types of Corona Vaccines
- বিভিন্ন প্রকার ভ্যাকসিন এবং তার আবিস্কারক – PDF
- বিজ্ঞানের বিভিন্ন শাখার নামের তালিকা – PDF
- বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি PDF
- বিভিন্ন ধরণের ভীতি বা ফোবিয়া | Common Phobia List
- ৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )
Download Section
- File Name : জৈব অ্যাসিড ও উৎস তালিকা – কোথায় কোন অ্যাসিড থাকে – বাংলা কুইজ
- File Size: 2 MB
- No. of Pages: 03
- Format: PDF
- Language: Bengali
- Subject: Biology, Life Science
To check our latest Posts - Click Here