Bangla Quiz – Set 78
১. কোন মরুভুমির নামের অর্থ “তুমি ভেতরে আসতে পারবে কিন্তু বাইরে যেতে পারবে না ” ?
উত্তর :
আটাকামা
২. “প্রধানমন্ত্রীর শহর” ভারতের কোন শহরকে বলা হয় ?
উত্তর :
এলাহাবাদ
৩. ভারতের কোন হিল স্টেশনের নাম হিন্দু দেবী কালী মায়ের ওপরে রাখা হয়েছে ?
উত্তর :
সিমলা
৪. গান্ধীজি কতবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ?
উত্তর :
৫ বার
৫. ভারত এখনো পর্যন্ত কতবার হকি বিশ্বকাপ জিতেছে ?
উত্তর :
১ বার ( ১৯৭৫ সালে )
৬. অত্যন্ত দুর্গম হওয়ার কারণে কোন পর্বতশৃঙ্গকে “স্যাভেজ মাউন্টেন” বলা হয় ?
উত্তর :
K2
৭. ১৯১৬ সালে বাল গঙ্গাধর তিলকের বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ এলে তাঁর হয়ে ওকালতি কে করেন ?
উত্তর :
মহম্মদ আলি জিন্নাহ
8. “নীল নদীর দান” – কোন দেশকে বলা হয় ?
উত্তর :
ইজিপ্ট
৯. ভারতের দীর্ঘতম নদী কোনটি যেটি সমুদ্রে মেশে না ?
উত্তর :
যমুনা
১০. জার্মানিতে কোন বিখ্যাত ভারতীয়ের নামে একটি রাস্তা রয়েছে ?
উত্তর :
রবীন্দ্রনাথ ঠাকুর
To check our latest Posts - Click Here