রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ১৪
Polity MCQ – Set 14
৫৫১. লোকসভার কার্যকালের মেয়াদ ( ৫ বছর ) শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন –
(A) প্রধানমন্ত্রী
(B) রাষ্ট্রপতি
(C) প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি
(D) লোকসভার স্পিকারের সুপারিশে রাষ্ট্রপতি
৫৫২. রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন ?
(A) ১০
(B) ১২
(C) ১৫
(D) ২০
৫৫৩. ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি দুজনেই যদি অনুপস্থিত থাকেন বা অসুস্থ হন, তাহলে কে কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন ?
(A) লোকসভার অধ্যক্ষ
(B) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
(C) UPSC চেয়ারম্যান
(D) প্রধানমন্ত্রী
৫৫৪. কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন –
(A) প্রধানমন্ত্রী
(B) রাষ্ট্রপতি
(C) প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি
(D) প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী লোকসভার অধ্যক্ষ
৫৫৫. উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো বিবাদ দেখা দিলে বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত অধিকার থাকে –
(A) লোকসভার স্পিকারের
(B) রাষ্ট্রপতির
(C) মুখ্য নির্বাচন কমিশনারের
(D) সুপ্রিম কোর্টের
৫৫৬. [WBCS Preli 02] ভারতের প্রধানমন্ত্রী –
(A) লোকসভা দ্বারা নির্বাচিত হন
(B) সংসদের দুটি কক্ষের যুগ্ম অধিবেশনে উভয়কক্ষের দ্বারা নির্বাচিত হন
(C) রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন
(D) লোকসভা দ্বারা নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন
৫৫৭. [WBCS Preli 09] কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলি পাশ করা হয়েছিল ?
(A) ভি পি সিং
(B) রাজীব গান্ধী
(C) অটল বিহারি বাজপেয়ী
(D) নরসিমা রাও
৫৫৮. [WBCS Preli 6] কে সর্বপ্রথম ভারতের উপ-প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন ?
(A) এল. কে. আদবানি
(B) মোরারজি দেশাই
(C) চরণ সিং
(D) সর্দার বল্লভভাই প্যাটেল
৫৫৯. নিম্নলিখিত প্রধানমন্ত্রীদের মধ্যে কে প্রধানমন্ত্রী থাকাকালীন কোনোদিন সংসদে যাননি ?
(A) অটল বিহারি বাজপেয়ী
(B) চন্দ্রশেখর
(C) ভি পি সিং
(D) চৌধুরী চরণ সিং
৫৬০. নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে প্রথম রাজ্যসভার সাংসদ থাকাকালীন প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করেছিলেন ?
(A) চৌধুরী চরণ সিং
(B) ইন্দিরা গান্ধী
(C) লাল বাহাদুর শাস্ত্রী
(D) নরসিমা রাও
To check our latest Posts - Click Here