সাম্প্রতিকী – ২০১৮ আগস্ট মাস

৪১. কোন রাজ্যটি ‘এক জেলা এক পণ্য (One District One Product )’ সামিট ২০১৮ আয়োজন করছে ?
(A) অন্ধ্র প্রদেশ
(B) কেরালা
(C) উত্তর প্রদেশ
(D) আসাম
৪২. ২০১৮ সালের এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন কে করবেন ?
(A) হিমা দাস
(B) নীরাজ চোপড়া
(C) মানিকা বাটরা
(D) এম. আর. পূবাম্মা
৪৩. National Commission for Women (NCW) – এর নতুন চেয়ারপার্সন কাকে নিযুক্ত করা হয়েছে ?
(A) লালিথা কুমারমঙ্গলম
(B) জয়ন্তী পট্টনায়েক
(C) আলফোনস কান্নানথানাম
(D) রেখা শর্মা
৪৪. বিশ্ব বায়োডিজেল দিবস কবে পালন করা হয় ?
(A) আগস্ট ১১
(B) আগস্ট ৮
(C) আগস্ট ১০
(D) আগস্ট ৯
৪৫. সম্প্রতি, বিচারপতি গীতা মিত্তলকে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে ?
(A) পাঞ্জাব-হরিয়ানা
(B) জম্মু ও কাশ্মীর
(C) রাজস্থান
(D) উত্তর প্রদেশ
৪৬. BBC History magazine poll -এ পাঠকরা কাকে ইতিহাসের সবথেকে প্রভাবশালী মহিলা হিসেবে নির্বাচিত করেছেন ?
(A) ফ্লোরেন্স নাইটিংগেল
(B) মেরি কুরি
(C) মাদার টেরেজা
(D) মরিলিন মনরো
৪৭. সম্পত্তি নথিভুক্তির জন্য ‘তৎকাল সেওয়া’ কোন রাজ্য সরকার প্রস্তাবিত উদ্যোগ ?
(A) পাঞ্জাব
(B) উত্তর প্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) আসাম
৪৮. সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য ভারতের প্রথম সম্পূর্ণরূপে মহিলাদের নিয়ে গঠিত “Special Weapons and Tactics (SWAT)” দলটি কোন রাজ্য পুলিশ শুরু করলো ?
(A) কর্নাটক পুলিশ
(B) দিল্লি পুলিশ
(C) কেরালা পুলিশ
(D) আসাম পুলিশ
৪৯. ভারতের প্রথম কোন ব্যাংকটি মাইক্রো ATM চালু করেছে যেখানে আধার নম্বর দেবার পরে চোখের স্ক্যান করিয়ে লেনদেনের সুবিধা রয়েছে ?
(A) ICICI ব্যাংক
(B) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
(C) Axis ব্যাংক
(D) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
৫০. নিচের কোনটি সম্প্রতি প্রয়াত ভারতীয় বংশোদ্ভুত নোবেল পুরস্কার প্রাপক ভি এস নাইপলের সৃষ্ট নয় ?
(A) A Bend in the River
(B) Magic Seeds
(C) A House for Mr Biswas
(D) The Remains of the Day
৫১. বিশ্ব হস্তী দিবস পালন করা কোন তারিখে ?
(A) আগস্ট ১৩
(B) আগস্ট ১৪
(C) আগস্ট ১২
(D) আগস্ট ১৫
৫২. কোন শহরটি নেপাল-ভারত সাহিত্য উৎসব ২০১৮ এর আয়োজন করেছিল ?
(A) ভরতপুর
(B) নতুন দিল্লি
(C) কাঠমান্ডু
(D) বীরগঞ্জ
৫৩. কেরালার বন্যা কবলিত অঞ্চলে সাহায্য পৌঁছে দেবার জন্য ভারতীয় সেনা কোন অভিযান চালু করলো ?
(A) অপারেশন মদদ
(B) অপারেশন সহযোগ
(C) অপারেশন সূর্য হোপ
(D) অপারেশন সূর্য কিরণ
৫৪. সূর্য স্পর্শ করার জন্য কোন স্পেস এজেন্সি সম্প্রতি সফলভাবে “পার্কার সৌর প্রোব” (Parker Solar Probe ) মিশন চালু করেছে?
(A) রোষকসমস
(B) নাসা
(C) ইসরো
(D) জাক্সা
৫৫. মাদ্রাজ হাই কোর্ট – এর প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন –
(A) অনিরূদ্ধ বোস
(B) মুকেশ আর শাহ
(C) আর রাজগোপাল
(D) বিজয় কমলেশ তাহিলরমানি
৫৬. বিশ্ব অঙ্গ দান দিবস পর্যবেক্ষণ করা হয় –
(A) আগস্ট ১১
(B) আগস্ট ১৩
(C) আগস্ট ১৪
(D) আগস্ট ১২
৫৭. ২০১৮ সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটি অনলাইন সম্প্রচারের জন্য কোন কোম্পানিকে প্রসার ভরতি দায়িত্ব দিয়েছিলো ?
(A) ফেসবুক
(B) গুগল
(C) টুইটার
(D) ইনস্টাগ্রাম
৫৮. সম্প্রতি প্রয়াত হয়েছেন ধ্যানচাঁদ পুরস্কার প্রাপক অ্যাথলিট হাকাম সিং ভট্টল | তিনি কত খ্রিস্টাব্দে দেশকে এশিয়ান গেমস থেকে সোনা এনে দিয়েছিলেন ?
(A) ১৯৭৪
(B) ১৯৮২
(C) ১৯৮৬
(D) ১৯৭৮
৫৯. হাউজিং অ্যান্ড আরবান এফেয়ার্স মন্ত্রণালয় কর্তৃক নির্গত ২০১৮ সালের “Ease of Living Index ” অনুযায়ী ভারতের কোন শহর প্রথম স্থানে রয়েছে ?
(A) পুণে
(B) কলকাতা
(C) চণ্ডীগড়
(D) বিজয়ওয়াডা
৬০. ভারতের প্রথম কোন উপজাতীয় ( Tribal ) ভাষাটি স্থানীয় ভাষায় উইকিপিডিয়ার একটি সংস্করণ পেতে চলেছে ?
(A) মৈথিলী
(B) সাঁওতালী
(C) বোডো
(D) ডোগরি
To check our latest Posts - Click Here
Super effort…. thanks….keep it up.
Thank you for your valuable feedback.