সাম্প্রতিকী – ২০১৮ আগস্ট মাস

২১. কোন দেশের গবেষকরা বিশ্বের প্রথম একক ক্রোমোজম বিশিষ্ট ইস্ট সৃষ্টির দাবি করেছে ?
(A) জার্মানি
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) চীন
(D) ইউ.কে.
২২. কোন রাজ্য সরকার শব্দদূষণ কমানোর জন্য “হর্ন নট ওকে” সচেতনতা অভিযান চালু করেছে ?
(A) উত্তরাখণ্ড
(B) হিমাচল প্রদেশ
(C) গুজরাট
(D) কেরালা
২৩. মুগলসরাই জংশনের নাম সম্প্রতি পরিবর্তিত করে রাখা হয়েছে –
(A) নালন্দা জংশন
(B) দিন দয়াল উপাধ্যায় স্টেশন
(C) বাবাসাহেব আম্বেদকর স্টেশন
(D) ইন্দিরা গান্ধী জংশন
২৪. সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল “কিকি চ্যালেঞ্জ” -এ কোন গান ব্যবহার করা হয়েছে ?
(A) It’s challenge
(B) Challenge is what all we want
(C) As long as you love me
(D) In My Feelings
২৫. সম্প্রতি মুগলসরাই জংশনের নাম পরিবর্তন করে “দিন দয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন” নাম করা হয়েছে। এই স্টেশনটি কোন রাজ্যে অবস্থিত ?
(A) বিহার
(B) উত্তর প্রদেশ
(C) উত্তরাখণ্ড
(D) দিল্লি
২৬. সম্প্রতি কোন ভারতীয় ডেভেলপার পৃথিবীর প্রথম হিন্দি ভাষী বাস্তববাদী মানুষের মতন দেখতে রোবট “রশ্মি “-কে বানানোর কৃতিত্বের দাবি করেছেন ?
(A) আনন্দ কুমার
(B) সুরভী প্যাটেল
(C) কন্বলজিৎ শেঠী
(D) রণজিৎ শ্রীবাস্তব
২৭. ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া “মৈত্রী ২০১৮” শুরু হয়েছে ?
(A) থাইল্যান্ড
(B) নেপাল
(C) শ্রীলংকা
(D) ভিয়েতনাম
২৮. কোন IIT ইনস্টিটিউট প্রোজেক্ট শক্তির অধীনে প্রথম দেশীয় পদ্ধতিতে মাইক্রোপ্রসেসর “RISECREEK” তৈরি করেছে ?
(A) IIT মাদ্রাজ
(B) IIT কানপুর
(C) IIT মুম্বাই
(D) IIT দিল্লি
২৯. তৃতীয়বার মহিলা একক বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে জয়ী প্রথম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় কে ?
(A) ক্যারোলিনা মারিন
(B) পি.ভি. সিন্ধু
(C) আকানে ইয়ামাগুচি
(D) তাই জু-ইং
৩০. কোন দেশের মহিলা দল ২০১৮ সালে ১৪তম হকি বিশ্বকাপ জিতেছে ?
(A) স্পেন
(B) নেদারল্যান্ডস
(C) আয়ারল্যান্ড
(D) অস্ট্রেলিয়া
৩১. মধ্য প্রদেশের কোন জাতীয় উদ্যানটির হাতিরা সম্প্রতি এক সপ্তাহ ধরে পিকনিক উপভোগ করেছে ?
(A) বান্ধবগড় জাতীয় উদ্যান
(B) মাধব জাতীয় উদ্যান
(C) পান্না জাতীয় উদ্যান
(D) কানহা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র
৩২. কোন শহরটি ২০১৮ সালের ‘Parampara series – National Festival of Music and Dance’ উৎসবটি আয়োজন করতে চলেছে ?
(A) নতুন দিল্লি
(B) পুণে
(C) লখনৌ
(D) হায়দ্রাবাদ
৩৩. কোন ভারতীয় রাজ্যে পৃথিবীর প্রথম -থার্মাল ব্যাটারী প্লান্ট উদ্বোধন হয়েছে ?
(A) অন্ধ্র প্রদেশ
(B) হিমাচল প্রদেশ
(C) কর্ণাটক
(D) ওড়িশা
৩৪. কততম সাংবিধানিক সংশোধনী বিলের মাধ্যমে “National Commission for Backward Classes (NCBC) ” – কে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হল ?
(A) ১২৩ তম সংবিধান সংশোধনী বিল
(B) ১৪৩ তম সাংবিধানিক সংশোধনী বিল
(C) ১৩৩ তম সংবিধান সংশোধনী বিল
(D) ১৫৩ তম সাংবিধানিক সংশোধনী বিল
৩৫. কোন দেশের মহিলা দল ২০১৮ সালের Asian Nations Chess Cup প্রতিযোগিতায় ব্লিটজ ইভেন্টে সোনা জিতেছে ?
(A) চীন
(B) ভিয়েতনাম
(C) ভারত
(D) ভুটান
৩৬. তামিল ঐতিহাসিক উপন্যাস “Thenpandi Singam” কে লিখেছেন ?
(A) মুথুভেল করুণানিধি
(B) ইলাইয়ারাজা
(C) এম নাসার
(D) ব্রাহ্মানন্দম কানাগাঁটি
৩৭. UNESCO সম্প্রতি কোন ভারতীয় বায়োস্ফিয়ার রিজার্ভকে World Network of Biosphere Reserve (WNBR) লিস্টের অন্তর্গত করেছে ?
(A) কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ
(B) পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ
(C) অগস্ত্যমালায় বায়োস্ফিয়ার রিজার্ভ
(D) গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ
৩৮. ন্যাশনাল হ্যান্ডলুম দিবস প্রতিবছর কবে পালন করা হয় ?
(A) ৫ই আগস্ট
(B) ৭ই আগস্ট
(C) ৮ই আগস্ট
(D) ১৫ই আগস্ট
৩৯. রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন ?
(A) অনন্ত কুমার
(B) বি কে হরিপ্রসাদ
(C) রাম গোপাল যাদব
(D) হরিবংশ নারায়ণ সিংহ
৪০. ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI) – এর নতুন চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে ?
(A) রাম সেবক শর্মা
(B) বিক্রম লিমাই
(C) রজন ম্যাথিউ
(D) ডি শিবালিঙ্গাইয়াহ
To check our latest Posts - Click Here
Super effort…. thanks….keep it up.
Thank you for your valuable feedback.