ভূগোল MCQ – সেট ১৭
Geography MCQ – Set 17
(A) শ্রীলংকায়
(B) মায়ানমারে
(C) চিনে
(D) মালদ্বীপে
৫১২. ভারতের সঙ্গে আফগানিস্তানের সীমান্তের দৈর্ঘ্য –
(A) ১০৬ কিমি
(B) ৬০ কিমি
(C) ৯০ কিমি
(D) ১২০ কিমি
৫১৩. প্যাগোডার দেশ বলে পরিচিত –
(A) ভারত
(B) ভুটান
(C) মায়ানমার
(D) শ্রীলংকা
৫১৪. শ্রীলংকার প্রধান খনিজ সম্পদ –
(A) গ্রাফাইট
(B) কয়লা
(C) চুনাপাথর
(D) তামা
৫১৫. গ্রেটার হিমালয়ের আর এক নাম –
(A) উপগিরি
(B) অন্তগিরি
(C) বহিঃগিরি
(D) শিবালিক
৫১৬. দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ –
(A) দোদাবেতা
(B) আনাইমুদি
(C) মাউন্ট আবু
(D) চীনকালদা
৫১৭. ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ –
(A) ফেডচেনকো
(B) হিসপার
(C) বাতুরা
(D) গঙ্গোত্রী
৫১৮. লিংসিলা ও ইউলিলা গিরিপথ দুটি সংযোগ করেছে –
(A) ভুটান ও তিব্বত (চিন )
(B) অরুণাচলপ্রদেশ ও তিব্বত (চিন )
(C) সিকিম ও তিব্বত (চিন )
(D) উত্তরপ্রদেশ ও তিব্বত (চিন )
৫১৯. রাজস্থানের মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলে ?
(A) ধ্রিয়ান
(B) ধান্দ
(C) দিদওআনা
(D) বাগোর
৫২০. মরুস্থলীর পূর্বে লুনি অববাহিকার তৃণভূমি অঞ্চলের নাম –
(A) রোহি
(B) কালার
(C) বাগোর
(D) কোনোটিই নয়
To check our latest Posts - Click Here