NotesGeneral Knowledge Notes in Bengali

180+ জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF – প্রশ্নোত্তরে জীবনবিজ্ঞান

180 Questions Answers on Life Science

180+ জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – প্রশ্নোত্তরে জীবনবিজ্ঞান

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো থেকে সংগ্রহ করা জীবনবিজ্ঞানের প্রশ্নগুলি নিচে উত্তরসহ দেওয়া রইলো । দেওয়া রইলো ১৮০টি জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তরপ্রশ্নোত্তরে জীবনবিজ্ঞান । বায়োলজির এই প্রশ্ন ও উত্তরগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেরি না করে দেখে নাও এই জীবনবিজ্ঞানের প্রশ্ন ও উত্তর গুলি ।

সালোকসংশ্লেষ – সেট ১ 

১. সালোকসংশ্লেষের প্রধান অঙ্গ ➟ পাতা
২. সালোকসংশ্লেষের প্রথান স্থান  ➟ মেসোফিল কলা
৩. সালোকসংশ্লেষের অঙ্গাণু ➟ ক্লোরোপ্লাস্ট
৪. সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়ার ঘটনাস্থল  ➟ ক্লোরোপ্লাস্টের গ্রানা
৫. সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়ার ঘটনাস্থল ➟ ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা
৬. সালোকসংশ্লেষকারী একক  ➟ কোয়ান্টোজম
৭. সালোকসংশ্লেষকারী রঞ্জক ➟ ক্লোরোফিল
৮. সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী  ➟ ক্রাইস্য়ামিবা, ইউগ্লিনা
৯. সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ  ➟ সমস্ত রকম ছত্রাক, স্বর্ণলতা
১০. সালোকসংশ্লেষে সক্ষম ব্যাকটিরিয়া ➟ রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরাম

সেট ২

১১. কোষের শক্তিঘর বলা হয় ➟ মাইট্রোকন্ড্রিয়াকে
১২.  লবঙ্গ আসলে ➟ ফুলের কুঁড়ি
১৩. ছত্রাক খাবার সঞ্চিত রাখে ➟ গ্লাইকোজেন রূপে
১৪. কুইন অফ স্পাইস বলা হয় ➟ এলাচকে
১৫. দারুচিনি আসলে ➟ গাছের ছাল
১৬. আধুনিক শ্রেণিবিন্যাসের জনক বলা হয় ➟ লিনিয়াসকে
১৭. লিউকোমিয়া হয় ➟ যখন প্রচুর পরিমানে ক্ষতিগ্রস্ত স্বেত রক্ত কণিকা উৎপন্ন হয়
১৮. রক্তচাপ মাপার যন্ত্রের নাম ➟ স্ফিগমোম্যানোমিটার
১৯. প্রথম রক্তচাপ মাপেন ➟ স্টিফেন হ্যালেস ( ঘোড়ার রক্তচাপ মাপেন )
২০. ভিটামিন B12 -এ যে ধাতু পাওয়া যায় ➟ কোবাল্ট

সেট ৩

২১.  বাদুড় হল ➟ স্তন্যপায়ী প্রাণী
২২. রেবিস রোগটির জন্য দায়ী ➟ ভাইরাস
২৩. মানবদেহের সাধারণ রক্তচাপ ➟ ১২০/৮০ mm Hg
২৪. মধু প্রধানত ➟ ফ্রুকটোজ (৩৮%) ও গ্লুকোজ (৩২%) নিয়ে গঠিত
২৫. ক্লোরোফিল প্রধানত ➟ লাল ও নীল রং শোষণ করে
২৬. গর্ভবতী মহিলার দেহে সাধারণত ➟ ক্যালসিয়াম ও লোহার অভাব লক্ষ্য করা যায়
২৭. জন্ডিস রোগে প্রধানত আক্রান্ত হয় ➟ লিভার
২৮. কোন ভিটামিনের অভাবে এনিমিয়া রোগ হয় ? ➟ B6 , B9 ও B12
২৯.  সার্বিক দাতা বলা হয় ➟ O- গ্রুপের রক্ত বহনকারীদের
৩০. সার্বিক গ্রহীতা বলা হয়  ➟ AB+ গ্রুপের রক্ত বহনকারীদের

সেট ৪

৩১. গাছ নাইট্রোজেন গ্রহণ করে ➟ নাইট্রেট রূপে
৩২. হৃদপিণ্ডের রোগের প্রধান কারণ ➟ কোলেস্টরল
৩৩. প্রোটিন হল একধরণের ➟ পলিপেপটাইড
৩৪. স্কার্ভি রোগ হয় ➟ ভিটামিন C এর অভাবে
৩৫. পাতার সবুজ রং হয় ➟ ক্লোরোফিলের জন্য
৩৬. চিনা বাদামে ➟ প্রচুর পরিমানে ভিটামিন B পাওয়া যায়
৩৭. ইনসুলিন আবিষ্কার করেন ➟ ফ্রেডেরিক ব্যান্টিং ও চার্লস বেস্ট
৩৮. মাস্টার গ্লান্ড বলা হয় ➟ পিটুইটারিকে
৩৯. একাধিক হাঁড়কে যুক্ত করে ➟ লিগামেন্ট
৪০. হাঁড় ও পেশীকে যুক্ত করে ➟ টেন্ডন

সেট ৫

৪১. ডিম্বনালীর বৃদ্ধিতে সাহায্য করে ➟ ইস্ট্রোজেন হরমোন
৪২. এড্রিনালিন গ্লান্ড থেকে নিঃসৃত এড্রিনালিন হরমোনকে বলে ➟ ফ্লাইট হরমোন
৪৩. লালারসে যে এনজাইম থাকে  ➟ এমাইলেজ ( এটিকে টায়ালিনও বলা হয় )
৪৪. ইউরিয়া উৎপন্ন হয় ➟ লিভার থেকে
৪৫. মানবদেহে অন্ত্র থেকে প্রতিদিন প্রায় ➟ ২ লিটার আন্ত্রিক জুস নিঃসৃত হয়
৪৬. প্রোটিনের পরিপাক হয় প্রধানত ➟ পাকস্থলীতে
৪৭. টাইফয়েড রোগটির জন্য দায়ী ➟ ব্যাকটেরিয়া
৪৮. দুধে পাওয়া যায় ➟ ল্যাকটোজ
৪৯. ব্লাড ক্যান্সার ➟ লিউকোমিয়া নামে পরিচিত
৫০. গাছ নেতিয়ে পরে ➟ অতিরিক্ত বাস্পমোচনের জন্য

সেট ৬

৫১. জন্ডিস রোগের জন্য দায়ী ➟ ভাইরাস
৫২. ক্রেবস চক্র আবিষ্কার করেন ➟ স্যার হান্স এডলফ ক্রেবস (১৯৩৭ খ্রিস্টাব্দে)
৫৩. স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে ➟ শুধুমাত্র উঁট ও লামার দেহে
৫৪. মানবদেহের রক্ত পরিশ্রুত করার পদ্ধতিতে বলে ➟ ডায়ালিসিস
৫৫. প্রটোজোয়া শব্দটি প্রথম ব্যবহার করেন ➟ জার্মান প্রাণীবিদ্যাবিশারদ জর্জ অগাস্ট গোল্ডফাস
৫৬. একমাত্র বিষাক্ত টিকটিকি (লিজার্ড) হল ➟ হেলডারমা
৫৭. পাখি যারা উড়তে পারে না ➟ কিউই ও এমু
৫৮. চোখের ভেতরের পৃষ্ঠতলকে বলে  ➟ রেটিনা
৫৯. বার্ধক্য নিয়ন্ত্রণ করার ওষুধকে বলে ➟ সাসটেইনার
৬০. টি.বি. রোগের টিকা হল ➟ BCG ( ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন)

সেট ৭

৬১. রক্তের গ্রুপের আবিস্কারক ➟ কার্ল ল্যান্ড স্টেইনার (১৯০০ খ্রিস্টাব্দে )
৬২. একটি মাংসাশী ( পতঙ্গভুক ) উদ্ভিদ ➟ কলসপত্রী ( Pitcher Plant )
৬৩. ডেঙ্গু রোগের জন্য দায়ি ➟ এডিস মশা
৬৪. “ব্রেক বোন ফিভার” বলা হয় ➟ ডেঙ্গু জ্বরকে
৬৫. ডিপ্লোপিয়া রোগ হয় ➟ চোখের পেশীর অসাড়তার জন্য
৬৬. হাঁড়ের ক্যান্সারের জন্য দায়ি ➟ রেডিও একটিভ স্ট্রনসিয়াম ৯০
৬৭. পোলিও রোগের টিকা আবিষ্কার করেন ➟ জোনাস এডওয়ার্ড সল্ক
৬৮. কোষ আবিষ্কার করেন ➟ রবার্ট হুক ( ১৬৬৫ খ্রিস্টাব্দে )
৬৯. ঘামের প্রধান কাজ হল ➟ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা
৭০. পেনিসিলিন পাওয়া যায় ➟ ছত্রাক থেকে

সেট ৮

৭১. এইডস রোগ শনাক্ত করার প্রাথমিক পরীক্ষা ➟ এলিসা টেস্ট
৭২. ইনসুলিন উৎপন্ন হয় ➟ অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্টসের বিটা কোষ থেকে
৭৩. রক্ত তঞ্চনে সাহায্য করে ➟ ভিটামিন K
৭৪. পুরুষদেহে সাধারণত রক্তাল্পতা হয় ➟ ভিটামিন B12 এর অভাবে
৭৫. ভুট্টা চাষে ➟ প্রচুর পরিমানে জল ব্যবহৃত হয়
৭৬. পেলেগ্রা রোগ হয় ➟ ভিটামিন B3 ( নিয়াসিন) – এর অভাবে
৭৭. “Sericulture ” হল ➟ রেশম চাষ
৭৮. “Theory of natural selection ” ➟ এর প্রবক্তা – চার্লস ডারউইন
৭৯. “Dactylology ” হল ➟ অঙ্গুলি ও সংকেত দ্বারা ( sign language ) মনোভাব প্রকাশের বিদ্যা
৮০. শাকাহারিরা প্রয়োজনীয় ফসফরাস পায় ➟ দুধ থেকে

সেট ৯

৮১. পেশীর ক্লান্তির জন্য দায়ী ➟ ল্যাকটিক অ্যাসিড
৮২. গাজরে প্রচুর পরিমানে ➟ ভিটামিন A পাওয়া যায়
৮৩. শরীরের ব্লাড ব্যাঙ্ক বলা হয় ➟ প্লীহা ( Spleen ) – কে
৮৪. মানব দেহকোষে ক্রোমোজোম সংখ্যা ➟ ২২ জোড়া অটোজোম, ১ জোড়া সেক্স ক্রোমোজোম
৮৫. চোখের যে অংশটি দান করা হয় ➟ কর্নিয়া
৮৬. ডায়াবেটিস রোগ হয় ➟ যখন অগ্ন্যাশয় ঠিকমত কাজ করে না
৮৭. গ্যাস্ট্রিক অ্যাসিড নির্গত হয় ➟ পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে
৮৮. গ্লুকোজের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে ➟ ইনসুলিন
৮৯. লোহিত রক্তকণিকার জীবনকাল ➟ ১২০ দিন
৯০. “Ischemia ” হল ➟ দেহের অংশবিশেষে রক্তাল্পতা

সেট ১০

৯১. জিনের বাহক হল  ➟ DNA
৯২. “Osteology ” হল  ➟ হাঁড়ের অধ্যয়ন
৯৩. ১৮৫৯ সালে “দা অরিজিন অফ স্পিসিস” বইটি লেখেন ➟ চার্লস ডারউইন
৯৪. “Blount Disease ” রোগটি হয় ➟ tibia ( জংঘার অস্থি) – তে
৯৫. SARS ( Severe acute respiratory syndrome ) রোগের জন্য দায়ী ➟ ভাইরাস
৯৬.  পেনিসিলিন উৎপন্ন করে ➟ পেনিসিলিয়াম মোল্ড
৯৭.  সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত ➟ লখনৌতে
৯৮. পৃথিবীর সবথেকে বিষাক্ত সামুদ্রিক সাপ ➟ হাইড্রোফিস
৯৯.  লালারসের pH মাত্রা ➟ ৬ থেকে ৭ এর মধ্যে
১০০. টেস্টোস্টেরোন হরমোন নিঃসৃত হয় ➟ শুক্রাশয় (Testis ) থেকে

সেট ১১

১০১. জীন শব্দটি প্রথম ব্যবহার করেন  ➟ উইলহেল্ম জোহানসেন
১০২. ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন ➟ ক্যাসিমির ফাঙ্ক
১০৩. ভিটামিন-A আবিষ্কার করেন ➟ গওলান্ড হপকিন্স
১০৪. WHO -এর রিপোর্ট অনুযায়ী কোন রোগে প্রতিবছর সব থেকে বেশি সংখ্যক লোক মারা যায় ?  ➟ যক্ষা ( TB )
১০৫. মাশরুমে প্রচুর পরিমানে ➟ প্রোটিন থাকে
১০৬. বায়োপসি করতে ব্যবহৃত হয় ➟ দেহের কোষ এবং টিস্যু
১০৭. হিমোগ্লোবিন এবং ক্রোমাটিন গঠনের প্রধান ধাতু  ➟ লোহা
১০৮. কলেরা রোগের জন্য দায়ী ➟ ব্যাকটেরিয়া
১০৯. স্টেথোস্কোপ ব্যবহৃত হয় ➟ হার্টবিট মাপার জন্য
১১০. ECG ( Electrocardiogram ) ব্যবহৃত হয় ➟ হৃদপিণ্ডের রোগ নির্ণয়ে

সেট ১২

১১১. ইলেক্ট্রো-এনসেফালোগ্রাম (Electroencephalogram ) ব্যবহৃত হয় ➟ ব্রেনের কার্যপ্রণালী পর্যবেক্ষণ করতে
১১২. মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ➟ আড্রিনালিন গ্রন্থি
১১৩. জিনগত বিদ্যাকে জেনেটিক্স বলেছিলেন ➟ গ্রেগর মেন্ডেল
১১৪. প্রকৃত ফল উৎপন্ন হয় ➟ ডিম্বাশয় বা ওভারি থেকে
১১৫. রানীক্ষেত রোগ হয় ➟ পোল্ট্রি মুরগীর
১১৬. রাস্ট ( Rust ) রোগ হয় ➟ গমে
১১৭. অশ্রু নির্গত হয় ➟ ল্যাক্রিমাল (Lacrimal ) গ্রন্থি থেকে
১১৮. প্রোটিনের মূল উপাদান ➟ নাইট্রোজেন
১১৯. ১ মিনিটে মানুষ নিঃস্বাস নেয় ➟ ১৬ থেকে ১৮ বার
১২০. আমলকিতে প্রচুর পরিমানে  ➟ ভিটামিন C থাকে

সেট ১৩

১২১. ডার্মাটোলজি (Dermatology ) হল ➟ ত্বক এবং ত্বকের রোগের অধ্যয়ন
১২২. মানবদেহের সব থেকে বড় গ্রন্থি ➟ লিভার
১২৩. ডিমের যে অংশটি খাওয়া হয় সেটি হল ➟ ভ্রুন ( Embryo )
১২৪. কিডনির পাথরের মূল উপাদান ➟ ক্যালসিয়াম অক্সালেট (CaC2O4 )
১২৫. রাসায়নিক ভাবে ফ্যাট হল ➟ গ্লিসারল ও ফ্যাটি এসিডের এস্টার
১২৬. টাক পড়ার জন্য দায়ী ➟ Tinea Capitis ছত্রাক
১২৭. যখন কোনো পুরুষ ডাউন সিনড্রোম রোগে ভোগে তখন তার দেহকোষে ক্রোমোজোম সংখ্যা থাকে ➟ ৪৭ টি
১২৮. “klinefelter ” সিনড্রোম দেখা যায় ➟ পুরুষদের
১২৯. ধান বা চালে পাওয়া যায় ➟ প্রচুর পরিমানে কার্বোহাইড্ৰেট
১৩০. রক্ত সঞ্চালন প্রথম পর্যবেক্ষণ করেন ➟ উইলিয়াম হার্ভে

দেখে নাও : বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি PDF

সেট ১৪

১৩১. ভিটামিন D এর রাসায়নিক নাম হল ➟ ক্যালসিফেরল
১৩২. শ্বেত রক্তকণিকাকে বলে ➟ লিউকোসাইট
১৩৩. শ্বেত রক্তকণিকা তৈরী হয় ➟ অস্থি মজ্জার লিম্ফ্ নোড থেকে
১৩৪. খাদ্যের পরিপাক প্রধানত হয় ➟ ক্ষুদ্রান্ত্রে
১৩৫. কুইনাইন পাওয়া যায় ➟ সিঙ্কোনা গাছের ছাল থেকে
১৩৬. পিত্তরস নিঃসৃত হয় ➟ যকৃৎ থেকে
১৩৭. পিত্তরস সাহায্য করে ➟ ফ্যাটের পরিপাকে
১৩৮. গ্লুকোজ ও ফ্রুকটোজের ডাই-স্যাকারাইড হল ➟ সুক্রোজ
১৩৯. মূত্রের হলুদ রঙের জন্য দায়ী ➟ ইউরোক্রোম
১৪০. কার্বোহাইড্রেট খাদ্যের পরিপাক শুরু হয় ➟ মুখে

সেট ১৫

১৪১. হারপিস ( Herpes ) হল ➟ ত্বকের রোগ
১৪২. গর্ভাবস্থায় ডিম্বাশয়, উটেরাস এবং প্লাজেন্টাই যে হরমোন উপস্থিত থাকে ➟ রিলাক্সিন
১৪৩. এন্টিবায়োটিক পেনিসিলিন তৈরী হয় ➟ ছত্রাক থেকে
১৪৪. ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন ➟ ক্রিস্টিয়ান গটফ্রিয়েড এহরেনবার্গ
১৪৫. ডিপথেরিয়া রোগটি হয় ➟ গলায়
১৪৬. পাখিদের ➟ মূত্রথলি ( Urinary Bladder ) থাকেনা
১৪৭. ভাইরাস প্রথম আবিষ্কার করেন ➟ ডিমিট্রি ইউসিফভিচ ইভানোভস্কি
১৪৮. জিনের পৃথকীকরণের জন্য নোবেল পান ➟ ড: হরগোবিন্দ খুরানা
১৪৯. প্রোটিন তৈরী হয় ➟ এমাইনো অ্যাসিড থেকে
১৫০. ম্যালেরিয়ার জন্য দায়ী ➟ প্রোটোজোয়া ( প্লাসমোডিয়াম )

সেট ১৬

১৫১. ব্যাথা কমানোর ওষুধকে বলে ➟ এনালজেসিক
১৫২. দুধে সুগার থাকে ➟ ল্যাকটোজ রূপে
১৫৩. ত্বকের নিচে স্তরীভূত মেদ ➟ শরীরের তাপ বাইরে বেরোতে দেয় না
১৫৪. পালং শাক থেকে প্রচুর পরিমান ➟ আইরন পাওয়া যায়
১৫৫. ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয় ➟ প্লীহা ও লোহিত রক্ত কণিকা
১৫৬. দুধ সাদা হয় ➟ কেসিন থাকার জন্য
১৫৭. শারীরিক শীর্ণতা ( Marasmus ) হয় ➟ প্রোটিনের অভাবে
১৫৮. অস্টিওম্যালেসিয়া রোগটি হয় ➟ ভিটামিন D -এর অভাবে
১৫৯. চোখের উপযোজনে ( Accommodation) সাহায্য করে ➟ সিলিয়ারি পেশী
১৬০. মূলরোম ( Root Hairs ) সাহায্য করে ➟ মাটি থেকে জল ও খনিজ লবন শোষণ করতে

দেখে নাও : বিজ্ঞান MCQ – সেট ৯৮ – জীবনবিজ্ঞান । Life Science MCQ

সেট ১

১৬১. কোষের এনার্জি কারেন্সী বলে ➟ এডিনোসিন ট্রাই ফসফেট
১৬২. হংসচঞ্চু যে দুই শ্রেণীর প্রাণীদের মধ্যে যোগাযোগ রাখা করে ➟ সরীসৃপ ও স্তন্যপায়ী
১৬৩. মানব যকৃতে যে ভিটামিন সঞ্চিত থাকে ➟ ভিটামিন A
১৬৪. লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়াকে বলে ➟ পলিসাইথিনিয়া
১৬৫. ভারতের জাতীয় পশু বাঘের বিজ্ঞানসম্মত নাম ➟ প্যানথেরা টাইগ্রিস
১৬৬. ফুসফুস ও দেহের সর্বাঙ্গে রক্ত একবার সংবহন করতে সময় লাগে ➟ ২২ থেকে ২৩ সেকেন্ড
১৬৭. পেয়ারাতে যে ভিটামিন থাকে ➟ ভিটামিন C
১৬৮. রক্তে সুগারের স্বাভাবিক মাত্রা ➟ ৮০-১২০ গ্রাম / ১০০ সিসি
১৬৯. রিকেট রোগ হয় ➟ ভিটামিন D এর অভাবে
১৭০. পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন  ➟ ১৩০০-১৪০০ গ্রাম ( প্রায় ৩ পাউন্ড )

সেট ১

১৭১. বিজ্ঞানের যে শাখা কোষ তৈরী নিয়ে আলোচনা করে ➟ সাইটোলজি
১৭২. ক্যাকটাস গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয় ➟ বাষ্পমোচন রোধ করতে
১৭৩. পাখীর রেচনের বৈশিষ্ট্য ➟ পাখীর রেচনে ইউরিন তৈরি না করে সরাসরি ইউরিক অ্যাসিড ত্যাগ করে
১৭৪. মেলানিন এর কাজ  ➟ ত্বকে বিভিন্ন বর্ণ সৃষ্টি করা
১৭৫. যে কলায় সক্রিয় বিভাজন ঘটে  ➟ ক্যাম্বিয়াম
১৭৬. ওটোলজি হল ➟ কান সম্পর্কিত বিদ্যা
১৭৭. হৃদপিন্ডের দ্বিস্তরী আবরক পর্দা কে বলে ➟ পেরিকার্ডিয়াম
১৭৮. যকৃতের বাইরের আবরণকে বলে ➟ পেনিটোনিয়াম
১৭৯. আড্রিনালিন নামক অন্তঃক্ষরা গ্রন্থি কোথায় থাকে ➟ বৃক্কে
১৮০. অ্যালার্জি প্রতিরোধ করে যে শ্বেতকণিকা ➟ ইউসিনোফিল

পিডিএফ ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।

Download Section

  • File Name: ১৮০টি জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – প্রশ্নোত্তরে জীবনবিজ্ঞান – বাংলা কুইজ
  • File Size: 2.2 MB
  • No. of Pages: 07
  • Format: PDF
  • Subject: Life Science

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button