বিজ্ঞান MCQ – সেট ১৯ – পদার্থবিদ্যা
Science MCQ – Set 19 – Physics
(A) জাড্য ধর্মের জন্য
(B) ঘর্ষণ বলের জন্য
(C) ভরবেগের সংরক্ষণ সূত্রের জন্য
(D) অভিকর্ষ বলের জন্য
৫০২. কোনো ট্রেন হঠাৎ গতিশীল হলে ট্রেনে বসে থাকা যাত্রীরা পিছন দিকে হেলে পড়ার কারণ হল –
(A) স্থিতি জাড্য
(B) গতি জাড্য
(C) জাড্য ভ্রামক
(D) ভরের নিত্যতা সূত্র
৫০৩. স্থিরবেগে ধাবমান কোনো ট্রেনের কামরায় কোনো বালক একটি বলকে ঊর্ধ্বে নিক্ষেপ করলে বলটি –
(A) বালকটির হাতে এসে পড়বে
(B) বালকটির সামনে পড়বে
(C) বালকটির পিছনদিকে পড়বে
(D) শুন্যে ভেসে থাকবে
৫০৪. বৃত্ত পথে ভ্রমণরত কোনো বস্তু সর্বদা কোন ধর্ম নিয়ে পরিভ্রমণ করে –
(A) সমবেগ
(B) সমদ্রুতি
(C) অসমবেগ
(D) অসমদ্রুতি
বার বার দিক পরিবর্তন হবার জন্য বেগ কখনো সমান হবে না
৫০৫. নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্কটি হল –
(A) 1N = 106 Dyn
(B) 1N = 105 Dyn
(C) 1N = 104 Dyn
(D) 1N = 107 Dyn
৫০৬. ভর বস্তুর ____ এর পরিমাপক –
(A) বল
(B) ভরবেগ
(C) জাড্যতা
(D) ত্বরণ
৫০৭. জেটের কার্যনীতি হল –
(A) ভরের সংরক্ষণ সূত্র
(B) শক্তির সংরক্ষণ সূত্র
(C) রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র
(D) কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র
৫০৮. একটি ঘুরন্ত বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করলেও পাখাটি কিছুক্ষন ঘোরে কারণ –
(A) স্থিতি জাড্য
(B) গতি জাড্য
(C) ঘুরন্ত বায়ুপ্রবাহ
(D) কৌণিক ভরবেগের জন্য
৫০৯. কোনো বস্তুর ওপরে স্থিরমানের বল প্রয়োগ করলে বস্তুটি সুষম –
(A) বেগ নিয়ে চলবে
(B) ত্বরণ নিয়ে চলবে
(C) কৌণিক বেগ নিয়ে চলবে
(D) ভরবেগ নিয়ে চলবে
৫১০. এক কিলোগ্রাম ভার কত নিউটনের সমান ?
(A) ৯৮
(B) ৯৮০
(C) ৯.৮
(D) ০.৯৮
To check our latest Posts - Click Here