সাধারণ জ্ঞান MCQ – সেট ৬
Static GK MCQ – Set 6
৪৯১. রয়াল এনফিল্ড বাইক কোম্পানির ভারতীয় শাখার হেড কোয়াটার কোথায় ?
(A) বেঙ্গালুরু
(B) চেন্নাই
(C) নতুন দিল্লি
(D) মুম্বাই
৪৯২. ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানী কি ছিল ?
(A) করাচি
(B) রাওয়ালপিন্ডি
(C) লাহোর
(D) পেশোয়ার
৪৯৩. একদিনের জন্য কে ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ?
(A) পালানিস্বামী
(B) পানিরসেলভাম
(C) জগদম্বিকা পাল
(D) দিগ্বিজয় সিং
৪৯৪. কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন ?
(A) মমতা ব্যানার্জী
(B) শিলা দীক্ষিত
(C) জয়ললিতা
(D) বসুধরা রাজে
৪৯৫. আমির খান প্রথম কোন চলচিত্র পরিচালনা করেছিলেন ?
(A) সিক্রেট সুপারস্টার
(B) পিপলী লাইভ
(C) তারে জামিন পর
(D) দঙ্গল
৪৯৬. অপারেশন শক্তি চলাকালীন এ. পি. জে. আব্দুল কালামের কোড নাম কি ছিল ?
(A) অর্জুন
(B) পৃথ্বীরাজ
(C) কৃষ্ণা
(D) মেজর জেনারেল
৪৯৭. মোহিনিয়াট্টাম নাচটি কোন ভগবানকে উৎসর্গ করা হয় ?
(A) শিব
(B) বিষ্ণু
(C) দূর্গা
(D) কৃষ্ণ
৪৯৮. কোন প্রাক্তন বলিউড অভিনেতা “রেডিও সেইলোন” – এর জকি ছিলেন ?
(A) কিশোর কুমার
(B) সুনীল দত্ত
(C) দিলীপ কুমার
(D) মনোজ কুমার
৪৯৯. আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমতম রাজ্য হল আলাস্কা | পূর্বতম রাজ্য কোনটি ?
(A) ওটাহা
(B) আলাস্কা
(C) হাওয়াই
(D) ক্যালিফোর্নিয়া
৫০০. সৌর জগতের উচ্চতম পর্বত কোনটি ?
(A) মাউন্ট এভারেস্ট
(B) অলিম্পাস মন্স
(C) মন্স হুইগেন্স
(D) মাউন্ট সাইরাস
To check our latest Posts - Click Here