সাম্প্রতিকী – ২০১৮ জুলাই মাস
৪১. ভারত সম্প্রতি “European Bank for Reconstruction and Development (EBRD)” এর সদস্যপদ লাভ করলো | EBRD এর সদর দফতর কোথায় ?
(A) বার্লিন
(B) জেনেভা
(C) লন্ডন
(D) প্যারিস
৪২. প্রথম ভারতীয় মহিলা হিসেবে হিমা দাস স্বর্ণ পদক জিতলেন “IAAF World Under- 20 Athletics Championships ” প্রতিযোগিতায় | হিমা দাস ভারতের কোন রাজ্যের বাসিন্দা ?
(A) পাঞ্জাব
(B) অসম
(C) পশ্চিমবঙ্গ
(D) ঝাড়খন্ড
৪৩. ২০১৯ সালের ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ?
(A) জাপান
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) মালদ্বীপ
(D) পর্তুগাল
৪৪. কোন রাজ্য সরকার রাজ্যের ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণে ঐতিহ্য মন্ত্রিসভা (Heritage Cabinet ) গঠন করেছে ?
(A) ছত্তিসগড়
(B) ওড়িশা
(C) অসম
(D) ত্রিপুরা
৪৫. ২০১৮ সালের উইম্বলডন টেনিস টুর্নামেন্টে একক মহিলা বিভাগে কে জয়ী হলেন ?
(A) মারিয়া শারাপোভা
(B) সিমোনা হালেপ
(C) এঞ্জেলিক কার্বার
(D) সেরেনা উইলিয়ামস
৪৬. “বন সাগর” খাল প্রকল্প সম্প্রতি খবরে এসেছিলো | এটি কোন কোন রাজ্যের একটি যৌথ উদ্যোগ ?
(A) গুজরাট, রাজস্থান এবং মধ্য প্রদেশ
(B) মধ্য প্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশ
(C) রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার
(D) উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ এবং বিহার
৪৭. সম্প্রতি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রঘুনাথ মহাপাত্রকে রাজ্যসভায় মনোনীত করেছেন । রঘুনাথ মহাপাত্র নিম্নলিখিত ক্ষেত্রগুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত ?
(A) ওড়িয়া সাহিত্য
(B) ভাস্কর্য
(C) কৃষি গবেষণা
(D) বাংলা সিনেমা
৪৮. “আমি ইংরেজিকে ভয় পাই না ( ‘I am not afraid of English’)” – প্রকল্পটি কোন রাজ্য সরকার সম্প্রতি চালু করলো ?
(A) রাজস্থান
(B) হরিয়ানা
(C) পাঞ্জাব
(D) উত্তরাখণ্ড
৪৯. সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় ভিসা কেন্দ্র কোথায় খোলা হয়েছে ?
(A) নতুন দিল্লি
(B) ব্যাংকক
(C) ঢাকা
(D) ইসলামাবাদ
৫০. ২০১৮ সালের BIMSTEC সম্মেলনের আয়োজন করছে কোন দেশ ?
(A) নেপাল
(B) মায়ানমার
(C) ভারত
(D) বাংলাদেশ
৫১. সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সম্প্রতি রাজ্যসভায় নৃত্যশিল্পী সোনাল মানসিংকে মনোনীত করেছেন ?
(A) ৮৪ নম্বর ধারা
(B) ৮৩ নম্বর ধারা
(C) ৮০ নম্বর ধারা
(D) ৮১ নম্বর ধারা
৫২. কোন IIT ইনস্টিটিউটের বিজ্ঞানীরা একটি কৃত্রিম ক্ষুদ্র অঙ্গ তৈরী করেছেন যেটি নকল চুলের বৃদ্ধি ঘটাতে সক্ষম ?
(A) IIT দিল্লি
(B) IIT কলকাতা
(C) IIT মুম্বাই
(D) IIT ইন্দোর
৫৩. ২০১৮ সালের সংগীত একাডেমীর কালানিধি পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছেন ?
(A) এস আর জি রাজনা
(B) অরুণা সাইরাম
(C) কে ওমান কূটটি
(D) প্রমীলা গুরুমূর্তি
৫৪. ২০১৮ ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পুরস্কার কে পেয়েছেন ?
(A) লুকা মদ্রিক
(B) কিলিয়ান মবপে
(C) হ্যারি কেন
(D) থিবাউত কোর্টোয়েস
৫৫. সম্প্রতি সুপ্রীম কোর্ট রায় দিয়েছে মেয়েদের সবরীমালা মন্দিরে প্রবেশের সাংবিধানিক অধিকার রয়েছে । এই মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত ?
(A) তামিলনাড়ু
(B) কর্ণাটক
(C) অন্ধ্র প্রদেশ
(D) কেরল
৫৪. ২০১৮ ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পুরস্কার কে পেয়েছেন ?
(A) লুকা মদ্রিক
(B) কিলিয়ান মবপে
(C) হ্যারি কেন
(D) থিবাউত কোর্টোয়েস
৫৫. সম্প্রতি সুপ্রীম কোর্ট রায় দিয়েছে মেয়েদের সবরীমালা মন্দিরে প্রবেশের সাংবিধানিক অধিকার রয়েছে । এই মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত ?
(A) তামিলনাড়ু
(B) কর্ণাটক
(C) অন্ধ্র প্রদেশ
(D) কেরল
৫৬. নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস কোন তারিখে পালন করা হয় ?
(A) জুলাই ১৭
(B) জুলাই ১৯
(C) জুলাই ১৮
(D) জুলাই ১৬
৫৭. অষ্টম “BRICS Health Ministers’ Meeting ” ২০১৮ সালে আয়োজন করছে কোন শহর ?
(A) ডারবান
(B) মস্কো
(C) নতুন দিল্লি
(D) বেইজিং
৫৮. মুম্বাইয়ের কোন রেল স্টেশনর নাম পরিবর্তন করে প্রভাদেবী স্টেশন নাম রাখা হয়েছে ?
(A) যোগেশ্বরী
(B) আন্ধেরি
(C) চার্চগেট
(D) এলফিনস্টোন
৫৯. কোন রাজ্য সরকার পেনশনভোগীদের জন্য একটি অনলাইন পোর্টাল ‘আধার আপকি সেবা কা’ চালু করেছে ?
(A) মধ্য প্রদেশ
(B) ছত্তিসগড়
(C) রাজস্থান
(D) উত্তর প্রদেশ
৬০. নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোনটি একটি আইন বার করেছে যেটি অনুসারে শুধুমাত্র ইহুদিদের স্ব-সংকল্পের (self-determination ) অধিকার আছে ?
(A) প্যালেসটিন
(B) ইসরায়েল
(C) স্পেন
(D) নিউজিল্যান্ড
To check our latest Posts - Click Here