সাম্প্রতিকী – ২০১৮ জুলাই মাস
২১. ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল (NGT) – এর নতুন চেয়ারপার্সন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
(A) উমেশ দত্তাত্রেয় সালভী
(B) আদর্শ কুমার গোয়েল
(C) জাওয়াদ রহিম
(D) লোকেশ্বর সিং পান্তা
২২. সম্প্রতি তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ৫০০টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করলেন কে ?
(A) এম. এস. ধোনি
(B) বিরাট কোহলি
(C) রোহিত শর্মা
(D) রবিচন্দ্রন অশ্বিন
২৩. তুরস্কে ২০১৮ সালের ” FIG Artistic Gymnastics World Challenge Cup ” প্রতিযোগিতায় কোন ভারতীয় জিমন্যাস্ট একটি স্বর্ণপদক জিতেছেন ?
(A) অঙ্কিত কুমারী
(B) অরুনা রেড্ডি
(C) দীপা কর্মকার
(D) দীপা মালিক
২৪. ২০১৮ সালের ১৭তম বিশ্ব সংস্কৃত কনফারেন্স কোন দেশ আয়োজন করছে ?
(A) ভারত
(B) ব্রাজিল
(C) অস্ট্রেলিয়া
(D) কানাডা
২৫. “Winning Like Sourav: Think & Succeed Like Ganguly” – বইটি কে লিখেছেন ?
(A) মিহির বোস
(B) সুদীপ মিশ্র
(C) অভিরূপ ভট্টাচার্য
(D) নীরদ সি চৌধুরী
২৬. কোন উপন্যাসটি ২০১৮ সালের গোল্ডেন ম্যানবুকার পুরস্কার জিতেছে ?
(A) In a Free State
(B) The English Patient
(C) Wolf Hall
(D) Moon Tiger
২৭. প্রবীণতম ভারতীয় মহিলা হিসেবে ” Ironman Triathlon ” সম্পূর্ণ করলেন কে ?
(A) পূজা মিশ্র
(B) অঞ্জু খোসলা
(C) অঞ্জলি জৈন
(D) প্রিয়া মুখার্জী
২৮. কোন শহরে ‘ইন্ডিয়া ট্যুরিজম মার্ট’ এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হল ?
(A) নতুন দিল্লি
(B) লাখনৌ
(C) পুনে
(D) পানাজি
২৯. ওড়িশা রাজ্য সরকার ক্যান্সার কেয়ার ইউনিট তৈরির জন্য কোন সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে ?
(A) অ্যাপোলো
(B) টাটা ট্রাস্ট
(C) বেদান্ত
(D) AIIMS
৩০. কোন কেন্দ্রীয় আর্মড পুলিশ ফোর্স (CAPF) অমরনাথ তীর্থযাত্রীদের জন্য মোবাইল সাহেব এপ্প “সাথি (Saathi )” চালু করেছে ?
(A) জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনী
(B) সীমান্ত নিরাপত্তা বাহিনী
(C) কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স
(D) সশস্ত্র সীমানা বল
৩১. কোন কোম্পানীটি নয়ডাতে বিশ্বের বৃহত্তম মোবাইল ফোনের কারখানা স্থাপন করেছে ?
(A) Apple
(B) Samsung
(C) Xiaomi
(D) Oppo
৩২. কোন রাজ্য সরকার সম্প্রতি “Jews “- দের ধর্মীয় সংখ্যালঘুদের মর্যাদা প্রদান করেছে ?
(A) মণিপুর
(B) কেরালা
(C) গোয়া
(D) গুজরাট
৩৩. কোন ভারতীয় গন্তব্যস্থলটি লোনলি প্ল্যানেট এর শীর্ষ পাঁচ “এশিয়ায় সেরা ২০১৮” তালিকায় চতুর্থ সেরা পর্যটন স্পট অর্জন করেছে ?
(A) চম্পারণের পাভাগর প্রত্নতাত্ত্বিক পার্ক
(B) অজন্তা গুহা
(C) পশ্চিমঘাট
(D) ভীমবেতকা রক শেল্টার
৩৪. ২০১৮ সালের “গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII)” -তে ভারতের স্থান কততম ?
(A) ৮৫ তম
(B) ৬০ তম
(C) ৪৪ তম
(D) ৫৭ তম
৩৫. ভারতের কোন টেলিকম কোম্পানিটি ভারতে প্রথম ইন্টারনেট টেলিফোনি সার্ভিস চালু করলো ?
(A) BSNL
(B) রিলায়েন্স জিও
(C) ভোডাফোন
(D) আইডিয়া
৩৬. ভারতের নৌবাহিনীর কোন যুদ্ধজাহাজটি প্রথম ইন্দোনেশিয়ার সাবাং বন্দরটিতে প্রবেশ করলো ?
(A) INS বিক্রমাদিত্য
(B) INS সুমিত্রা
(C) INS সাহ্যাদ্রি
(D) INS বিরাট
৩৭. কোন ভারতীয় বিশ্ববিদ্যালয় বন্য-ভোজ্য মাশরুমের একটি রঞ্জক আবিষ্কার করেছেন যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পারে ?
(A) গোয়া বিশ্ববিদ্যালয়
(B) আই.আই.এস.সি ব্যাঙ্গালোর
(C) আই.আই.টি রুড়কি
(D) কলকাতা বিশ্ববিদ্যালয়
৩৮. সম্প্রতি দ্বিতীয় ভারতীয় হিসেবে পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট “ওজোস ডেল সালডো” পর্বতমালাকে আরোহণ করলেন কে ?
(A) মালাবাথ পূর্ণা
(B) প্রেমলতা আগারওয়াল
(C) সত্যরূপ সিদ্ধান্ত
(D) লাভ রাজ্ সিংহ ধর্ম্যাকটু
৩৯. রাজ্যজুড়ে দরিদ্রদের খুব কম দামে খাবার সরবরাহ করার জন্য কোন রাজ্য সরকার “আন্না ক্যান্টিন” প্রকল্প চালু করলো ?
(A) কর্ণাটক
(B) ওড়িশা
(C) অন্ধ্র প্রদেশ
(D) কেরল
৪০. ভারতের সীমান্ত পর্যটনের জন্য ‘সীমা দর্শন’ প্রকল্পের খসড়াতে কোন রাজ্য সরকার নীতিগত অনুমোদন দিয়েছে ?
(A) জম্মু ও কাশ্মীর
(B) রাজস্থান
(C) গুজরাট
(D) সিকিম
To check our latest Posts - Click Here