Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী – ২০১৮ জুলাই মাস

২১. ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল (NGT) – এর নতুন চেয়ারপার্সন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?

(A) উমেশ দত্তাত্রেয় সালভী
(B) আদর্শ কুমার গোয়েল
(C) জাওয়াদ রহিম
(D) লোকেশ্বর সিং পান্তা

উত্তর :
(B) আদর্শ কুমার গোয়েল

২২. সম্প্রতি তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ৫০০টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করলেন কে ?

(A) এম. এস. ধোনি
(B) বিরাট কোহলি
(C) রোহিত শর্মা
(D) রবিচন্দ্রন অশ্বিন

উত্তর :
(A) এম. এস. ধোনি

২৩. তুরস্কে ২০১৮ সালের ” FIG Artistic Gymnastics World Challenge Cup ” প্রতিযোগিতায় কোন ভারতীয় জিমন্যাস্ট একটি স্বর্ণপদক জিতেছেন ?

(A) অঙ্কিত কুমারী
(B) অরুনা রেড্ডি
(C) দীপা কর্মকার
(D) দীপা মালিক

উত্তর :
(C) দীপা কর্মকার

২৪. ২০১৮ সালের ১৭তম বিশ্ব সংস্কৃত কনফারেন্স কোন দেশ আয়োজন করছে ?

(A) ভারত
(B) ব্রাজিল
(C) অস্ট্রেলিয়া
(D) কানাডা

উত্তর :
(D) কানাডা

২৫. “Winning Like Sourav: Think & Succeed Like Ganguly” – বইটি কে লিখেছেন ?

(A) মিহির বোস
(B) সুদীপ মিশ্র
(C) অভিরূপ ভট্টাচার্য
(D) নীরদ সি চৌধুরী

উত্তর :
(C) অভিরূপ ভট্টাচার্য

২৬. কোন উপন্যাসটি ২০১৮ সালের গোল্ডেন ম্যানবুকার পুরস্কার জিতেছে ?

(A) In a Free State
(B) The English Patient
(C) Wolf Hall
(D) Moon Tiger

উত্তর :
(B) The English Patient

২৭. প্রবীণতম ভারতীয় মহিলা হিসেবে ” Ironman Triathlon ” সম্পূর্ণ করলেন কে ?

(A) পূজা মিশ্র
(B) অঞ্জু খোসলা
(C) অঞ্জলি জৈন
(D) প্রিয়া মুখার্জী

উত্তর :
(B) অঞ্জু খোসলা

২৮. কোন শহরে ‘ইন্ডিয়া ট্যুরিজম মার্ট’ এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হল ?

(A) নতুন দিল্লি
(B) লাখনৌ
(C) পুনে
(D) পানাজি

উত্তর :
(A) নতুন দিল্লি

২৯. ওড়িশা রাজ্য সরকার ক্যান্সার কেয়ার ইউনিট তৈরির জন্য কোন সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে ?

(A) অ্যাপোলো
(B) টাটা ট্রাস্ট
(C) বেদান্ত
(D) AIIMS

উত্তর :
(B) টাটা ট্রাস্ট

৩০. কোন কেন্দ্রীয় আর্মড পুলিশ ফোর্স (CAPF) অমরনাথ তীর্থযাত্রীদের জন্য মোবাইল সাহেব এপ্প “সাথি (Saathi )” চালু করেছে ?

(A) জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনী
(B) সীমান্ত নিরাপত্তা বাহিনী
(C) কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স
(D) সশস্ত্র সীমানা বল

উত্তর :
(C) কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স




৩১. কোন কোম্পানীটি নয়ডাতে বিশ্বের বৃহত্তম মোবাইল ফোনের কারখানা স্থাপন করেছে ?

(A) Apple
(B) Samsung
(C) Xiaomi
(D) Oppo

উত্তর :
(B) Samsung

৩২. কোন রাজ্য সরকার সম্প্রতি “Jews “- দের ধর্মীয় সংখ্যালঘুদের মর্যাদা প্রদান করেছে ?

(A) মণিপুর
(B) কেরালা
(C) গোয়া
(D) গুজরাট

উত্তর :
(D) গুজরাট

৩৩. কোন ভারতীয় গন্তব্যস্থলটি লোনলি প্ল্যানেট এর শীর্ষ পাঁচ “এশিয়ায় সেরা ২০১৮” তালিকায় চতুর্থ সেরা পর্যটন স্পট অর্জন করেছে ?

(A) চম্পারণের পাভাগর  প্রত্নতাত্ত্বিক পার্ক
(B) অজন্তা গুহা
(C) পশ্চিমঘাট
(D) ভীমবেতকা রক শেল্টার

উত্তর :
(C) পশ্চিমঘাট

৩৪. ২০১৮ সালের “গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII)” -তে ভারতের স্থান কততম ?

(A) ৮৫ তম
(B) ৬০ তম
(C) ৪৪ তম
(D) ৫৭ তম

উত্তর :
(D) ৫৭ তম

৩৫. ভারতের কোন টেলিকম কোম্পানিটি ভারতে প্রথম ইন্টারনেট টেলিফোনি সার্ভিস চালু করলো ?

(A) BSNL
(B) রিলায়েন্স জিও
(C) ভোডাফোন
(D) আইডিয়া

উত্তর :
(A) BSNL

৩৬. ভারতের নৌবাহিনীর কোন যুদ্ধজাহাজটি প্রথম ইন্দোনেশিয়ার সাবাং বন্দরটিতে প্রবেশ করলো ?

(A) INS বিক্রমাদিত্য
(B) INS সুমিত্রা
(C) INS সাহ্যাদ্রি
(D) INS বিরাট

উত্তর :
(B) INS সুমিত্রা

৩৭. কোন ভারতীয় বিশ্ববিদ্যালয় বন্য-ভোজ্য মাশরুমের একটি রঞ্জক আবিষ্কার করেছেন যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পারে ?

(A) গোয়া বিশ্ববিদ্যালয়
(B) আই.আই.এস.সি ব্যাঙ্গালোর
(C) আই.আই.টি রুড়কি
(D) কলকাতা বিশ্ববিদ্যালয়

উত্তর :
(A) গোয়া বিশ্ববিদ্যালয়

৩৮. সম্প্রতি দ্বিতীয় ভারতীয় হিসেবে পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট “ওজোস ডেল সালডো” পর্বতমালাকে আরোহণ করলেন কে ?

(A) মালাবাথ  পূর্ণা
(B) প্রেমলতা আগারওয়াল
(C) সত্যরূপ সিদ্ধান্ত
(D) লাভ রাজ্ সিংহ ধর্ম্যাকটু

উত্তর :
(C) সত্যরূপ সিদ্ধান্ত

৩৯. রাজ্যজুড়ে দরিদ্রদের খুব কম দামে খাবার সরবরাহ করার জন্য কোন রাজ্য সরকার “আন্না ক্যান্টিন” প্রকল্প চালু করলো ?

(A) কর্ণাটক
(B) ওড়িশা
(C) অন্ধ্র প্রদেশ
(D) কেরল

উত্তর :
(C) অন্ধ্র প্রদেশ

৪০. ভারতের সীমান্ত পর্যটনের জন্য ‘সীমা দর্শন’ প্রকল্পের খসড়াতে কোন রাজ্য সরকার নীতিগত অনুমোদন দিয়েছে ?

(A) জম্মু ও কাশ্মীর
(B) রাজস্থান
(C) গুজরাট
(D) সিকিম

উত্তর :
(C) গুজরাট

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button