সাধারণ জ্ঞান MCQ – সেট ৩
Static GK MCQ – Set 3
৩৬১. ইসলামিক রাষ্ট্রসহ বিদেশি রাষ্ট্রগুলির ওপর হ্যাকিং (hacking) আক্রমণ প্রতিরোধের জন্য সর্বপ্রথম সামরিক সাইবার (cyber) বিভাজন গড়ে তুলে ছিল কোন দেশ ?
(A) মালয়েশিয়া
(B) অষ্ট্রেলিয়া
(C) ফিলিপাইনস
(D) জার্মানি
৩৬২. 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে “by far the most serious rebellion since 1857” ?
(A) ভাইসরয় লর্ড লিনলিথগো
(B) ফ্রাঙ্কলিন রুজভোল্ট
(C) উইনস্টন চার্চিল
(D) চিয়াং কাই শেক
৩৬৩. মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে
(A) মহানন্দা নদী
(B) জলঙ্গী নদী
(C) ভাগীরথী নদী
(D) মাথাভাঙ্গা নদী
৩৬৪. সিকিম কবে ভারতের full-fledged রাজ্য ঘোষিত হয়
(A) ১৯৮৫ খ্রিস্টাব্দে
(B) ১৯৭৫ খ্রিস্টাব্দে
(C) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(D) ১৮৭৫ খ্রিস্টাব্দে
৩৬৫. স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন
(A) সি. রাজাগোপালাচারি
(B) জে. বি. কৃপালিনী
(C) জওহরলাল নেহেরু
(D) মৌলানা আবুল কালাম আজাদ
৩৬৬. মানুষের দুধ-দাঁতের সংখ্যা –
(A) ২৮ টি
(B) ২৯ টি
(C) ২০ টি
(D) ১২ টি
৩৬৭. নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি ?
(A) রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান
(B) লোকসভার ডেপুটি স্পিকার
(C) রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার
(D) ডেপুটি প্রাইম মিনিস্টার
৩৬৮. কংগ্রেসকে ‘আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে কে সমালোচনা করেছিলেন ?
(A) স্যার সৈয়দ আহমেদ খান
(B) লর্ড ডাফরিন
(C) লর্ড কার্জন
(D) থিওডোর বেক
৩৬৯. ১০০ ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে ?
(A) ৪০ ml
(B) ১০ ml
(C) ২০ ml
(D) ৩০ ml
৩৭০. Ombudsman প্রতিষ্ঠান -এর সূত্রপাত হয়
(A) ডেনমার্ক -এ
(B) সুইৎজারল্যান্ড -এ
(C) সুইডেন -এ
(D) ফ্রান্স -এ
To check our latest Posts - Click Here