সাধারণ জ্ঞান MCQ – সেট ২
Static GK MCQ – Set 2
৩২১. নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসীদের সাথে যুক্ত ছিলেন ?
(A) হায়দার আলি
(B) সফদার জঙ্গ
(C) মীর কাসিম
(D) টিপু সুলতান
৩২২. পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্লান্টটি এইখানে অবস্থিত :
(A) গঙ্গাসাগর
(B) কলকাতা
(C) আসানসোল
(D) ফারাক্কা
৩২৩. কে ‘খালসা’ প্রবর্তন করেন ?
(A) গুরু তেগ বাহাদুর
(B) গুরু নানক
(C) গুরু গোবিন্দ সিংহ
(D) গুরু হরগোবিন্দ
৩২৪. আপিক্কো আন্দোলনের নেতৃত্ব দেন
(A) আমেদাবাদের সরলা বেন
(B) রাজকোটের মিরা বেন
(C) সিরসির পাণ্ডুরাও হেগড়ে
(D) কৌসনির সুন্দরলাল বহুগুণা
৩২৫. শব্দের বেগ সব চেয়ে বেশি
(A) কঠিনে
(B) তরলে
(C) গ্যাসে
(D) শূন্যস্থানে
৩২৬. লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল ____ দিন ।
(A) ৬০
(B) ১২০
(C) ১৮০
(D) ২৪০
৩২৭. “I do what I do” বইটির লেখক কে ?
(A) প্রণব মুখার্জী
(B) রঘুরাম জি রাজন
(C) উর্জিত প্যাটেল
(D) জগদীশ প্রকাশ
৩২৮. পেশি ক্লান্তির জন্য দায়ী
(A) কার্বন-ডাই-অক্সাইড
(B) ক্রিয়েটিনিন
(C) ল্যাকটিক অ্যাসিড
(D) ইথাইল অ্যালকোহল
৩২৯. খাদ্য ও কৃষিসংস্থা (সম্মিলিত জাতিপুঞ্জ) প্রতি বছর ৫ই ডিসেম্বর -কে কী বিশেষ দিন হিসাবে পালন করে ?
(A) বিশ্ব ভূমি দিবস
(B) বিশ্ব স্বাস্থ্য দিবস
(C) বিশ্ব জলসেচ দিবস
(D) বিশ্ব অনাহার প্রতিরোধ দিবস
৩৩০. নিম্নলিখিতদের মধ্যে কে ‘নিউ ল্যাম্পস ফর ওল্ড’ এই শিরোনামে কতকগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন ?
(A) অরবিন্দ ঘোষ
(B) আর. সি. দত্ত
(C) সৈয়দ আহমেদ খান
(D) উপরের কোনোটিই নয়
To check our latest Posts - Click Here