Geography NotesGeneral Knowledge Notes in BengaliNotes

ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল – PDF – গুরুত্বপূর্ণ নদনদী

List of Notable River Sources and Tributaries in India

ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল

ভারত নদীমাতৃক দেশে । এদেশের ওপর দিয়ে বয়ে চলেছে বহু নদ/নদী । ভারতের অর্থনীতি, সামাজিক জীবন সবকিছুতেই এই নদীর গুরুত্ব অপরিসীম । ভারতের বেশিরভাগ উন্নত শহরগুলি কোনো না কোনো নদীর তীরে অবস্থিত । কৃষিকাজ থেকে শুরু করে পরিবহন, জনজীবন সবকিছুই কোনো না কোনো ভাবে এই নদীর ওপরে নির্ভরশীল । আজ তাই বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো এই রকমই কিছু গুরুত্বপূর্ণ ভারতীয় নদী , তাদের উৎস এবং পতনস্থল  ( ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল )।

ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তালিকা

নদ / নদীউৎসপতনস্থল
গঙ্গাগঙ্গোত্রী হিমবাহবঙ্গোপসাগর
যমুনাযমুনেত্রী হিমবাহগঙ্গা
গোদাবরীত্রিম্বক পর্বতবঙ্গোপসাগর
কাবেরীব্রহ্মগিরি শৃঙ্গবঙ্গোপসাগর
মহানদীসিয়াওয়ারা উচ্চভূমিবঙ্গোপসাগর
তাপ্তীমহাদেব পর্বতখাম্বাত উপসাগর (কাম্বে)
নর্মদাঅমরকন্টক শৃঙ্গখাম্বাত উপসাগর (কাম্বে)
ব্রহ্মপুত্রচেমায়ুংদুং হিমবাহবঙ্গোপসাগর
কৃষ্ণামহাবালেশ্বর শৃঙ্গবঙ্গোপসাগর
সিন্ধুসিন-কা-কাব উষ্ণপ্রস্রবণআরব সাগর
লুনীআনাসাগরকচ্ছের রণ
সুবর্ণরেখাছোটনাগপুর মালভূমিবঙ্গোপসাগর
ব্রাহ্মণীছোটনাগপুর মালভূমিবঙ্গোপসাগর
বৈতরণীছোটনাগপুরবঙ্গোপসাগর
বিতস্তা বা ঝিলামকাশ্মীরের ভেনিনাগ পাহাড়চেনাব নদী
ভাইগাইপালনা পর্বতপক উপসাগর
সবরমতীআরাবল্লীখাম্বাত উপসাগর (কাম্বে)
কর্ণফুলিমিজোরামবঙ্গোপসাগর
বিপাশারোটাং গিরিপথশতদ্রূ নদী
শতদ্রুরাক্ষসতাল হ্রদ, তিব্বতসিন্ধুর উপনদী
দামোদরছোটনাগপুর মালভূমি, খামারপোত শৃঙ্গহুগলী নদী
ময়ূরাক্ষীত্রিকুট পাহাড়ভাগীরথী
তিস্তাজেমু হিমবাহ, চিতামু হ্রদব্রহ্মপুত্র
জলঢাকাসিকিমের হিমালয়ব্রহ্মপুত্র
তুঙ্গভদ্রাপশ্চিমঘাট পর্বতকৃষ্ণা
বিভিন্ন নদীর উৎপত্তি ও প্রত্নস্থল

Download Section

  • File Name : ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ নদ-নদী
  • File Size : 210 KB
  • No. of Pages : 02
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject – Geography

এরকম আরো কিছু টপিক :


ভারতের উল্লেখযোগ্য নদ-নদীর উৎস ও পতনস্থল তালিকা, Important Rivers Of India With Their Origins and End in Bengali , ভারতের উল্লেখযোগ্য নদীর উৎস ও পতনস্থল তালিকা PDF, List of Notable River Sources and Tributaries in India PDF, ভারতের প্রধান নদীসমূহের তালিকা

গঙ্গা নদীর উৎপত্তি কোথায় ?

গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন হিমালয় গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে ।

মহানদীর উৎপত্তিস্থল কোথায় ?

ছত্রিশগড় রায়পুর জেলায় সিয়াওয়ারা উচ্চভূমি থেকে মহানদীর সৃষ্টি।

তাপ্তি নদীর উৎপত্তিস্থল কোথায় ?

মহাদেব পর্বতের মূল তাই মালভূমি

কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল কোথায় ?

মহারাষ্ট্রের মহাবালেশ্বর

লুনি নদীর উৎপত্তিস্থল কোথায়?

লুনি নদী আজমিরের নিকট আরবল্লী পর্বতমালার পুষ্কর উপত্যকার আনাসাগর থেকে উৎপন্ন হয়েছে

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button