ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল – PDF – গুরুত্বপূর্ণ নদনদী
List of Notable River Sources and Tributaries in India
ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল
ভারত নদীমাতৃক দেশে । এদেশের ওপর দিয়ে বয়ে চলেছে বহু নদ/নদী । ভারতের অর্থনীতি, সামাজিক জীবন সবকিছুতেই এই নদীর গুরুত্ব অপরিসীম । ভারতের বেশিরভাগ উন্নত শহরগুলি কোনো না কোনো নদীর তীরে অবস্থিত । কৃষিকাজ থেকে শুরু করে পরিবহন, জনজীবন সবকিছুই কোনো না কোনো ভাবে এই নদীর ওপরে নির্ভরশীল । আজ তাই বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো এই রকমই কিছু গুরুত্বপূর্ণ ভারতীয় নদী , তাদের উৎস এবং পতনস্থল ( ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল )।
ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তালিকা
নদ / নদী | উৎস | পতনস্থল |
---|---|---|
গঙ্গা | গঙ্গোত্রী হিমবাহ | বঙ্গোপসাগর |
যমুনা | যমুনেত্রী হিমবাহ | গঙ্গা |
গোদাবরী | ত্রিম্বক পর্বত | বঙ্গোপসাগর |
কাবেরী | ব্রহ্মগিরি শৃঙ্গ | বঙ্গোপসাগর |
মহানদী | সিয়াওয়ারা উচ্চভূমি | বঙ্গোপসাগর |
তাপ্তী | মহাদেব পর্বত | খাম্বাত উপসাগর (কাম্বে) |
নর্মদা | অমরকন্টক শৃঙ্গ | খাম্বাত উপসাগর (কাম্বে) |
ব্রহ্মপুত্র | চেমায়ুংদুং হিমবাহ | বঙ্গোপসাগর |
কৃষ্ণা | মহাবালেশ্বর শৃঙ্গ | বঙ্গোপসাগর |
সিন্ধু | সিন-কা-কাব উষ্ণপ্রস্রবণ | আরব সাগর |
লুনী | আনাসাগর | কচ্ছের রণ |
সুবর্ণরেখা | ছোটনাগপুর মালভূমি | বঙ্গোপসাগর |
ব্রাহ্মণী | ছোটনাগপুর মালভূমি | বঙ্গোপসাগর |
বৈতরণী | ছোটনাগপুর | বঙ্গোপসাগর |
বিতস্তা বা ঝিলাম | কাশ্মীরের ভেনিনাগ পাহাড় | চেনাব নদী |
ভাইগাই | পালনা পর্বত | পক উপসাগর |
সবরমতী | আরাবল্লী | খাম্বাত উপসাগর (কাম্বে) |
কর্ণফুলি | মিজোরাম | বঙ্গোপসাগর |
বিপাশা | রোটাং গিরিপথ | শতদ্রূ নদী |
শতদ্রু | রাক্ষসতাল হ্রদ, তিব্বত | সিন্ধুর উপনদী |
দামোদর | ছোটনাগপুর মালভূমি, খামারপোত শৃঙ্গ | হুগলী নদী |
ময়ূরাক্ষী | ত্রিকুট পাহাড় | ভাগীরথী |
তিস্তা | জেমু হিমবাহ, চিতামু হ্রদ | ব্রহ্মপুত্র |
জলঢাকা | সিকিমের হিমালয় | ব্রহ্মপুত্র |
তুঙ্গভদ্রা | পশ্চিমঘাট পর্বত | কৃষ্ণা |
Download Section
- File Name : ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ নদ-নদী
- File Size : 210 KB
- No. of Pages : 02
- Format : PDF
- Language : Bengali
- Subject – Geography
এরকম আরো কিছু টপিক :
- ভারতের নদী তীরবর্তী প্রসিদ্ধ শহর ( PDF )
- ভারতের কিছু বিখ্যাত মিউজিয়াম ( PDF )
- পশ্চিমবঙ্গের নদনদী
- ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব (PDF সহ)
- ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব (PDF সহ)
- কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত -PDF
- ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য
ভারতের উল্লেখযোগ্য নদ-নদীর উৎস ও পতনস্থল তালিকা, Important Rivers Of India With Their Origins and End in Bengali , ভারতের উল্লেখযোগ্য নদীর উৎস ও পতনস্থল তালিকা PDF, List of Notable River Sources and Tributaries in India PDF, ভারতের প্রধান নদীসমূহের তালিকা
গঙ্গা নদীর উৎপত্তি কোথায় ?
গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন হিমালয় গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে ।
মহানদীর উৎপত্তিস্থল কোথায় ?
ছত্রিশগড় রায়পুর জেলায় সিয়াওয়ারা উচ্চভূমি থেকে মহানদীর সৃষ্টি।
তাপ্তি নদীর উৎপত্তিস্থল কোথায় ?
মহাদেব পর্বতের মূল তাই মালভূমি
কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল কোথায় ?
মহারাষ্ট্রের মহাবালেশ্বর
লুনি নদীর উৎপত্তিস্থল কোথায়?
লুনি নদী আজমিরের নিকট আরবল্লী পর্বতমালার পুষ্কর উপত্যকার আনাসাগর থেকে উৎপন্ন হয়েছে
To check our latest Posts - Click Here