Geography NotesGeneral Knowledge Notes in Bengali
উল্লেখযোগ্য এভারেস্ট জয়ী তালিকা – PDF
Important climbers to summit Mt Everest
উল্লেখযোগ্য এভারেস্ট জয়ী তালিকা
পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয়ীদের সম্পর্কে কিছু তথ্য দেওয়া রইলো। উল্লেখযোগ্য এভারেস্ট জয়ী তালিকা ।
দেখে নাও : মাউন্ট এভারেস্ট – Mount Everest – এভারেস্ট পর্বত সম্পর্কিত কিছু তথ্য ।
এভারেস্ট বিজয়ীদের তালিকা
প্রথম জয় করেন | এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে |
প্রথম মহিলা জয় করেন | জুনকো তাবেই ( জাপানের ) |
প্রথম যিনি ২ বার জয় করেন | নাওয়াং গোম্বু |
প্রথম মহিলা যিনি ২ বার জয় করেন | সন্তোষ যাদব |
প্রবীণতম জয়ী | য়ুইচিরো মুইড়া ( ৮০ বছর ) |
প্রবীণতম মহিলা জয়ী | তামাই ওয়াতানাবে ( ৭৩ বছর ) |
কনিষ্ঠতম জয়ী | জর্ডান রোমেরা ( ১৩ বছর ) |
কনিষ্ঠতম মহিলা জয়ী ( তিব্বতের দিক থেকে ) | মালাবাথ পূর্ণা ( ১৩ বছর) |
কনিষ্ঠতম মহিলা জয়ী ( নেপালের দিক থেকে ) | শিবাঙ্গী পাঠক (১৬ বছর) |
প্রথম ভারতীয় মহিলা জয়ী | বাচেন্দ্রি পাল |
প্রথম যমজ যারা জয় করেন | তাসী ও নুংশি মালিক |
প্রথম ভারতীয় যিনি অক্সিজেন ছাড়া জয় করেন | ফু দর্জি |
প্রথম যিনি একটি পা ছাড়া জয় করেন | অরুনিমা সিনহা |
সব থেকে বেশি বার জয় করেন | কামি রিতা শেরপা ( ২৬ বার ) |
২৬ বার এভারেস্ট জয়ী দ্বিতীয় ব্যক্তি | পাসাং দাওয়া শেরপা |
প্রথম অন্ধ হিসেবে জয় করেন | এরিক উইহেমায়ের |
Download Section
- File Name : এভারেস্ট জয়ী
- File Size : 77 KB
- No. of Pages : 01
- Format : PDF
- Language : Bengali
- Subject : Geography
আরো দেখুন :
- সেভেন সামিট ও সেভেন ভলক্যানিক সামিট
- ভারতের বিভিন্ন পর্বত ও তাদের অবস্থান – PDF Download
- হিমালয় পর্বতমালা – উৎপত্তি – উল্লেখযোগ্য শৃঙ্গ – বিভাগ – PDF
- ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পর্যটন ট্যাগলাইন
To check our latest Posts - Click Here