NotesGeneral Knowledge Notes in Bengali
সেনসাস ২০১১ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য – আদমশুমারি ২০১১ – PDF
Important Facts Related to Census 2011
সেনসাস ২০১১ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য – আদমশুমারি ২০১১
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো সেনসাস ২০১১ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য – আদমশুমারি ২০১১ (Census 2011 ) নিয়ে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এই সেনসাস ২০১১ বা আদমশুমারি ২০১১। তাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য গুলো এক সাথে দেওয়া রইলো।
একনজরে সেনসাস ( আদমশুমারি ) ২০১১
১. ২০১১ -এর সেনসাস কততম সেনসাস ➟ ৭ম ( স্বাধীনতার পরে ) , ১৫ তম ( ১৮৭২ থেকে )
২. ২০১১ -এর সেনসাস কমিশনার ➟ সি. চন্দ্রমৌলি
৩. ২০১১ -এর সেনসাসের স্লোগান ➟ Our Census, Our Future
৪. ২০১১ -এর সেনসাসের ম্যাসকট ➟ একজন মহিলা পরিসংখ্যানকারী ( A woman enumerator )
৫. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের জনসংখ্যা ➟ ১২১ কোটি
৬. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে ➟ ১৭.৬৪ %
৭. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের সাক্ষরতার হার ➟ ৭৪.০৪%
৮. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের পুরুষ সাক্ষরতার হার ➟ ৮২.১৪ %
৯. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের মহিলা সাক্ষরতার হার ➟ ৬৫.৪৬ %
১০. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের জনঘনত্ব ➟ ৩৮২ প্রতি বর্গ কিলোমিটারে
১১. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত ➟ ৯৪০/১০০০
১২. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের গ্রামীণ (Rural ) জনসংখ্য ➟ ৬৯.১৮ %
১৩. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের শহুরে ( Urban) জনসংখ্যা ➟ ৩১.৩৬ %
১৪. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতে মুসলিম জনসংখ্যা ➟ ১২.৮%
১৫. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের মোট জেলার সংখ্যা ➟ ৬৪০
২. ২০১১ -এর সেনসাস কমিশনার ➟ সি. চন্দ্রমৌলি
৩. ২০১১ -এর সেনসাসের স্লোগান ➟ Our Census, Our Future
৪. ২০১১ -এর সেনসাসের ম্যাসকট ➟ একজন মহিলা পরিসংখ্যানকারী ( A woman enumerator )
৫. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের জনসংখ্যা ➟ ১২১ কোটি
৬. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে ➟ ১৭.৬৪ %
৭. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের সাক্ষরতার হার ➟ ৭৪.০৪%
৮. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের পুরুষ সাক্ষরতার হার ➟ ৮২.১৪ %
৯. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের মহিলা সাক্ষরতার হার ➟ ৬৫.৪৬ %
১০. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের জনঘনত্ব ➟ ৩৮২ প্রতি বর্গ কিলোমিটারে
১১. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত ➟ ৯৪০/১০০০
১২. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের গ্রামীণ (Rural ) জনসংখ্য ➟ ৬৯.১৮ %
১৩. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের শহুরে ( Urban) জনসংখ্যা ➟ ৩১.৩৬ %
১৪. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতে মুসলিম জনসংখ্যা ➟ ১২.৮%
১৫. ২০১১ -এর সেনসাস অনুযায়ী ভারতের মোট জেলার সংখ্যা ➟ ৬৪০
জনগণনা ২০১১ সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য
– ১৮৭১ সাল থেকে ১৫ তম সেনসাস |
– স্বাধীনতার পরের ৭ম সেনসাস |
– গোটা পৃথিবীর ১৭.৫% মানুষ ভারতে বসবাস করে |
– প্রতি ৬ জনে ১ জন ভারতীয় |
– ভারতের মোট জনসখ্যার ৫০% ২৫ বছরের নিচে এবং ৬৫% ৩৫ বছরের নিচে |
– ২০১১ -এর সেনসাস কমিশনার ➟ সি. চন্দ্রমৌলি |
– ২০১১ -এর সেনসাসের স্লোগান ➟ Our Census, Our Future |
– ২০১১ -এর সেনসাসের ম্যাসকট ➟ একজন মহিলা পরিসংখ্যানকারী ( A woman enumerator ) |
সেনসাস ২০১১ – জেলা সম্পর্কিত কিছু তথ্য
– মহারাষ্ট্রের থানে জেলাটি হলো ভারতের সবথেকে জনবহুল (১.১০ কোটি ) জেলা |
– অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি জেলাটিহলো সবথেকে কম জনবহুল ( ৭৯৫০) জেলা |
– পুদুচেরির মাহে জেলাটির লিঙ্গ অনুপাত সব থেকে বেশি ( ১১৭৬:১০০০) |
– দমন জেলাটির লিঙ্গ অনুপাত সব থেকে কম ( ৫৫৩:১০০০ ) |
– মিজোরামের সেরেছিপ জেলাটির সাক্ষরতার হার সব থেকে বেশি ( ৯৮.৭৬%) |
– মধ্যপ্রদেশের অলিরাজপুর জেলাটির সাক্ষরতার হার সব থেকে কম ( ৩৭.২০ % ) |
– উত্তর পূর্ব দিল্লির জনঘনত্ব সব থেকে বেশি ( ৩৭,৩৪৬ জন প্রতি বর্গ কিলোমিটারে ) |
– অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালির জনঘনত্ব সব থেকে কম ( ১ জন প্রতি বর্গ কিলোমিটারে) |
সেনসাস ২০১১ – শহর সম্পর্কিত কিছু তথ্য
– মুম্বাই হলো সব থেকে জনবহুল শহর ( ১.২৪ কোটি জনসংখ্যা ) |
– পাঞ্জাবের কাপুরথালা হলো সব থেকে কম জনবহুল শহর ( ৯৯,০০০ জনসংখ্যা ) |
– কেরালার কোজিকোডে লিঙ্গ অনুপাত সব থেকে বেশি ( ১০৯৩:১০০০) |
– মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে লিঙ্গ অনুপাত সব থেকে কম ( ৭০৯:১০০০) |
– মিজোরামের আইজলের শিক্ষার হার সব থেকে বেশি ( ৯৮.৪০%) |
– উত্তর প্রদেশের সম্বলের শিক্ষার হার সব থেকে কম ( ৪৮.২০%) |
– মহারাষ্ট্রে ১৮ তা শহর রয়েছে যেখানে জনসংখ্যা ৫ লাখের বেশি |
আরও দেখে নাও :
- বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য
- বেকারত্ব ( PDF )
- ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থাদি – PDF
- একনজরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা | Five Years Plan of India
- মৌলিক কর্তব্য | Fundamental Duties
Download Section :
File Name : সেনসাস ( আদমশুমারি ) ২০১১
File Size :
Format : PDF
No. of Pages : 03
To check our latest Posts - Click Here