সাধারণ জ্ঞান MCQ – সেট ১
Static GK MCQ – Set 1
২৭১. আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রর্বতক কে?
(A) ম্যাক্স প্লাঙ্ক
(B) জর্জ হেডলি
(C) রবার্ট ব্রাউন
(D) থেলিস হার্ডিস
২৭২. নংক্রেম কোন রাজ্যের প্রচলিত নৃত্য ?
(A) মণিপুর
(B) মেঘালয়
(C) মিজোরাম
(D) মহারাষ্ট্র
২৭৩. তিলাইয়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
(A) দামোদর
(B) ঝিলাম
(C) বরাকর
(D) ভাগীরথী
২৭৪. কম্পিউটার সায়েন্সের জনক কাকে বলা হয় ?
(A) এডওয়ার্ড হোন্স
(B) মার্কিন টেলর
(C) ভ্লাদিমির ঝোওরাকিন
(D) অ্যালান টুরিং
২৭৫. কত সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয় ?
(A) ১৯০৪ সালে
(B) ১৯০৬ সালে
(C) ১৯০৮ সালে
(D) ১৯১২ সালে
২৭৬. সকলোত্তরপথনাথ উপাধি কে পান ?
(A) হর্ষবর্ধন
(B) মেগাস্থিনিস
(C) ফা-হিয়েন
(D) কণিষ্ক
২৭৭. জিয়াউদ্দিন বরণী কার সভাকবি ছিলেন ?
(A) হর্ষবর্ধন
(B) মেঘাস্থিনিস
(C) ফিরোজ শাহ তুঘলক
(D) সুলতান মামুদ
২৭৮. ভারতীয় জাতীয়তাবাদী সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
(A) ১৮৮১ সালে
(B) ১৮৮২ সালে
(C) ১৮৮৩ সালে
(D) ১৮৮৫ সালে
২৭৯. ভারতীয় জাতীয়তাবাদী সমাজ কে প্রতিষ্ঠা করে ?
(A) দাদাভাই নৌরজী
(B) শিশিরচন্দ্র বসু
(C) লালা লাজপত রায়
(D) গোপালকৃষ্ণ গোখলে
২৮০. ভারতের কোন স্থান চুরুটের জন্য বিখ্যাত ?
(A) নেপানগর
(B) ডিন্ডিগুল
(C) পানিপথ
(D) ক্ষেত্রী
To check our latest Posts - Click Here