QuizQuiz

বাংলা কুইজ – সেট ৭৬

Bengali Quiz – Set 76

১. মথুরা ও বৃন্দাবনে কত দিন ধরে হোলি বা দোল উৎসব চলে ?

উত্তর :
১৬ দিন

২. পাকিস্তানের জাতীয় ফুল কি ?

উত্তর :
জুঁই

৩. আন্তর্জাতিক T-20 ক্রিকেটে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম ২০০০ রান করেছেন কে ?

উত্তর :
মিথালি রাজ্

৪. তাজমহলের রং হলদেটে হয়ে যাচ্ছে বাতাসে কিসের উপস্থিতির জন্য ?

উত্তর :
সালফার-ডাই-অক্সাইড

৫. কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালা মিনিকে কি বলে ডাকতো ?

উত্তর :
খুকি

৬. উত্তমকুমার অভিনীত ব্যোমকেশ কাহিনীর নাম কি ?

উত্তর :
চিড়িয়াখানা

৭. অভিনেতা কৌশিক সেনের ছেলের নাম কি যিনি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘নগরকীর্তন’ ছবির জন্য পুরস্কৃত হন ?

উত্তর :
ঋদ্ধি সেন

৮. রাজা আর্থারের তলোয়ারের নাম কি ?

উত্তর :
এক্সক্যালিবার (Excalibur )

৯. স্যার আইজাক নিউটনের প্রিয় কুকুরটির নাম কি ছিল যে নিউটনের ২০ বছরের গবেষণার নথিতে আগুন লাগিয়ে দিয়েছিল ?

উত্তর :
ডায়মন্ড

১০. হিন্দু ধর্ম অনুসারে ময়ূরের পেখমের নকশাগুলো কিসের প্রতীক ?

উত্তর :
ভগবানের চোখ

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button