NotesGeneral Knowledge Notes in Bengali
বিখ্যাত মনীষীদের সমাধিস্থল – স্মৃতিসৌধ – PDF
Memorials of Famous Indians (বিখ্যাত মনীষীদের সমাধিস্থল)
বিখ্যাত মনীষীদের সমাধিস্থল – স্মৃতিসৌধ
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের বিখ্যাত মনীষীদের সমাধিস্থল নিয়ে। ভারতের স্মরণীয় ব্যক্তিদের স্মৃতিসৌধ তালিকাটি আমাদের জেনে রাখা খুব প্রয়োজন।
মনীষী | সমাধিস্থল | স্থান |
---|---|---|
মহাত্মা গাধী | রাজ্ ঘাট | দিল্লি |
লাল বাহাদুর শাস্ত্রী | বিজয় ঘাট | দিল্লি |
চৌধুরী চরণ সিং | কিষান ঘাট | দিল্লি |
রাজীব গান্ধী | বীর ভূমি | দিল্লি |
চন্দ্র শেখর | জান্নায়ক স্থল | দিল্লি |
কে. আর. নারায়ণন | উদয় ভূমি | দিল্লি |
জওহরলাল নেহেরু | শান্তি বন | দিল্লি |
ইন্দিরা গান্ধী | শক্তি স্থল | দিল্লি |
মোরারজি দেশাই | অভয় ঘাট | আহমেদাবাদ (গুজরাট ) |
জগজীবন রাম | সমতা স্থল | দিল্লি |
ডক্টর শঙ্কর দয়াল শর্মা | কর্ম ভূমি | দিল্লি |
ডক্টর রাজেন্দ্র প্রসাদ | মহাপ্রয়াণ ঘাট | পাটনা |
বি আর আম্বেদকর | চৈত্যভূমি | দাদার (মহারাষ্ট্র ) |
দেবী লাল | সংঘর্ষ স্থল | দিল্লি |
জ্ঞানী জৈল সিং | একতা স্থল | দিল্লি |
গুলজারিলাল নন্দা | নারায়ণ ঘাট | আহমেদাবাদ (গুজরাট ) |
আই কে গুজরাল | স্মৃতি স্থল | দিল্লি |
কৃষ্ণকান্ত | নিগমভূত ঘাট | দিল্লি |
পি ভি নরসিমা রায় | পি ভি ঘাট | দিল্লি |
২. মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় অৱস্থাত ?
মহাত্মা গান্ধীর সমাধিস্থল অবস্থিত দিল্লির রাজঘাটে।
৩. শক্তি স্থলে কার সমাধি রয়েছে ?
শক্তি স্থলে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমাধি রয়েছে।
৪. চৈত্যভূমি কার সমাধিস্থল ?
বি আর আম্বেদকরের
আরও দেখে নাও :
- ১০০+ ভারতের ঐতিহাসিক ব্যক্তির উপাধি ও আসল নাম – PDF
- কিছু ঐতিহাসিক গ্রন্থ ও তার লেখক – PDF – ঐতিহাসিক বই
- ভারতের ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা সমূহের তালিকা
- ঐতিহাসিক সমাজ-সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা
- গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধ – PDF | Important Wars
- বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি
Download Section :
File Name : বিখ্যাত মনীষীদের সমাধিস্থল – স্মৃতিসৌধ – PDF – বাংলা কুইজ
File Size : 1.4 MB
No. of Pages : 02
Format : PDF
Click Here to Download
To check our latest Posts - Click Here