রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ১০
রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ১০
২২১. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার –
(A) মূল সংবিধানে ছিল
(B) সংসদীয় আইনের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়
(C) ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয়
(D) সম্পর্কে ভারতীয় সংবিধান নীরব
২২২. সংবিধানের কোন কোন ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না?
(A) ১৪ ও ১৫
(B) ১৬ ও ১৭
(C) ২০ ও ২১
(D) ২৯ ০ ৩০
২২৩. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায় –
(A) জাতীয় জরুরি অবস্থা জারি হলে
(B) প্রধানমন্ত্রী চাইলে
(C) যে কোনো ধরণের জরুরি অবস্থা চালু হলে
(D) সুপ্রিমকোর্টের অনুমতি নিয়ে
২২৪. কোন মৌলিক অধিকার অনুযায়ী শিখরা ‘কৃপাণ’ বহন করতে পারে?
(A) সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার
(B) স্বাধীনতার অধিকার
(C) সাম্যের অধিকার
(D) ধর্মীয় স্বাধীনতার অধিকার
২২৫. মৌলিক কর্তব্যগুলো সংবিধানের কোন পার্টে বর্ণিত রয়েছে?
(A) তৃতীয়
(B) চতুর্থ
(C) চতুর্থ(এ)
(D) পঞ্চম
২২৬. বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা –
(A) ৮
(B) ৭
(C) ১০
(D) ১১
২২৭. ধর্মীয় স্বাধীনতার কথা সংবিধানে উল্লিখিত আছে –
(A) ১৪-১৮ নম্বর ধারায়
(B) ২৩-২৪ নম্বর ধারায়
(C) ২৫-২৮ নম্বর ধারায়
(D) ২৯-৩০ নম্বর ধারায়
২২৮. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লিখিত আছে?
(A) ১৯
(B) ২০
(C) ২১
(D) ৩২
২২৯. নিম্নলিখিত কোন রিটের মাথ্যমে আদালত বন্দি ব্যক্তিকে মুক্তি দিতে পারে?
(A) হেবিয়াস করপাস
(B) ম্যান্দামাস
(C) প্রহিবিশন
(D) কুও-ওয়ারেন্টও
২৩০. নিচের কোনটি একটি নির্দেশাত্মকনীতি?
(A) আইনের চোখে সমতা
(B) ধর্ম, জাতি, বর্ণ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করা যাবে না
(C) অস্পৃশ্যতা একটি দণ্ডনীয় অপরাধ
(D) পরিবেশ রক্ষা ও উন্নয়নে রাষ্ট্র সচেষ্ট হবে
To check our latest Posts - Click Here