সাম্প্রতিকী – ২০১৮ মে মাস

৪১. কোল ইন্ডিয়া লিমিটেডের পূর্ণসময়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (CMD) হিসেবে কে সম্প্রতি নিযুক্ত হলেন?
(A) অনিল কুমার ঝা
(B) সুতিহার ভট্টাচার্য
(C) গোপাল সিং
(D) সুরেশ কুমার
৪২. ২০১৮ ইতালীয় ওপেন টেনিস টুর্নামেন্ট কে জিতেছেন ?
(A) আলেকজান্ডার জাভেরভ
(B) রাফায়েল নাদাল
(C) জুয়ান মার্টিন ডেল পোত্রো
(D) গ্রেগরি ডিমিত্রভ
৪৩. কোন দেশের হকি টিম ২০১৮ সালে ৫ম এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ?
(A) দক্ষিণ কোরিয়া
(B) ভারত
(C) চীন
(D) মায়ানমার
৪৪. কোন দেশ বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক শক্তি কেন্দ্র চালু করেছে?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) রাশিয়া
(C) চীন
(D) ফ্রান্স
৪৫. ভেনেজুয়েলার নবনির্বাচিত প্রেসিডেন্ট কে?
(A) হেনরি ফ্যালকন
(B) হুগো শ্যাভেজ
(C) জেভিয়ার বার্টুচি
(D) নিকোলাস মাদুরো
৪৬. কোন ফুটবলার ২০১৮ ইউরোপিয়ান গোল্ডেন সু জিতেছেন ?
(A) লিওনেল মেসি
(B) মহামেদ সালাহ
(C) ক্রিস্টিয়ানো রোনাল্ডো
(D) রবার্ট লেভান্ডোভস্কি
৪৭. নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE) এর প্রথম মহিলা রাষ্ট্রপতি কে হতে চলেছেন ?
(A) ক্লারা জেটকিন
(B) স্ট্যাসি কানিংহাম
(C) অ্যাডেনা ফ্রাইডম্যান
(D) নবীনথেম পিল্লাই
৪৮. কলিঙ্গ সাহিত্য উৎসব- ২০১৮ কোন শহরে হল?
(A) কালাহান্দি
(B) ভুবনেশ্বর
(C) কটক
(D) পারাদ্বীপ
৪৯. কল্পবিজ্ঞানের জন্য ২০১৮ সালের ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার কে জিতেছেন?
(A) আহমেদ সাদাবি
(B) হান কাং
(C) ভার্জিনিয়া ডিসপেন্টেস
(D) ওলগা টোকারজুক
৫০. কোন রাজ্য সরকার রোগ পর্যবেক্ষণের জন্য ‘নিদান ‘ সফ্টওয়্যার চালু করেছে ?
(A) রাজস্থান
(B) কেরালা
(C) অন্ধ্র প্রদেশ
(D) ওড়িশা
৫১. ল্যানসেট কর্তৃক সর্বশেষ গবেষণা অনুসারে, হেলথ কেয়ার অ্যাক্সেস এবং কোয়ালিটি (HAQ) সূচকের পরিপ্রেক্ষিতে ভারতের স্থান কততম?
(A) ১৫৬ তম
(B) ১৪৫ তম
(C) ১১১ তম
(D) ১৬৭ তম
৫২. কোন রাষ্ট্রে ভারতের প্রথম জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় চালু হবে ?
(A) অসম
(B) উত্তর প্রদেশ
(C) মণিপুর
(D) সিকিম
৫৩. ভারতীয় সেনাবাহিনীর সামরিক মহড়া “গান্ডীব বিজয় ২০১৮” কোন রাজ্যে হল?
(A) পাঞ্জাব
(B) রাজস্থান
(C) হিমাচল প্রদেশ
(D) উত্তর প্রদেশ
৫৪. ভারতের প্রেস কাউন্সিলের (PCI) নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন –
(A) সি কে প্রসাদ
(B) আর বানুমাথি
(C) মাদান লোকুর
(D) কুরিয়ান জোসেফ
৫৫. কোন বলিউড ব্যক্তিত্ব নীতি আয়োগের ‘নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম (WEP)’ -এর প্রচার করবেন?
(A) দীপিকা পাড়ুকোন
(B) আমির খান
(C) প্রিয়াঙ্কা চোপড়া
(D) সুশান্ত সিং রাজপুত
৫৬. মেয়েদের ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ – উবার কাপ ২০১৮ কোন দেশ জিতলো?
(A) জাপান
(B) থাইল্যান্ড
(C) চীন
(D) দক্ষিণ কোরিয়া
৫৭. উড়িষ্যার নতুন গভর্নর হিসেবে কে নিযুক্ত হলেন?
(A) সত্য পাল মালিক
(B) কুম্মানাম রাজশেখরন
(C) নির্ভয় শর্মা
(D) গনেসি লাল
৫৮. বার্বাডোসের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের প্রথম মহিলা প্রধানমন্ত্রী –
(A) সোনিয়া ব্রাউন
(B) মিয়া মোটলে
(C) মার্শা ক্যাডল
(D) সান্তিয়া ব্র্যাডশো
৫৯. কোন রাজ্যে নবম ‘জাতীয় সংস্কৃতি মহোৎসব’ আয়োজিত হল?
(A) কর্ণাটক
(B) গুজরাট
(C) উত্তরাখণ্ড
(D) মধ্য প্রদেশ
৬০. কোন রাজ্য সরকার কৃষকদের ৫ লাখ টাকা পর্যন্ত জীবন বীমা প্রদানের একটি অনন্য প্রকল্প ঘোষণা করেছে?
(A) তেলেঙ্গানা
(B) কর্ণাটক
(C) ওড়িশা
(D) উত্তর প্রদেশ
To check our latest Posts - Click Here