ভূগোল MCQ – সেট ১১
ভূগোল MCQ – সেট ১১
(A) লাক্ষাদ্বীপ
(B) মিনিকয়
(C) নারকোন্ডাম
(D) পারাদ্বীপ
১৮২. নিম্নলিখিত পর্বতগুলোর মধ্যে কোনটি বয়সে নবীনতম?
(A) সাতপুরা
(B) হিমালয়
(C) মহাদেব
(D) মহাকাল
১৮৩. ভারতের উচ্চতম শৃঙ্গ K2 কোথায় অবস্থিত?
(A) নাগাল্যান্ড
(B) মেঘালয়
(C) মিজোরাম
(D) জম্মু ও কাশ্মীর
১৮৪. ভারতের সর্ববৃহৎ পেয় জলের নাম কি?
(A) চিল্কা
(B) বৈকাল
(C) ডাল
(D) উলার
১৮৫. পৃথিবীর অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি?
(A) হিমালয়
(B) আরাবল্লী
(C) আন্দিজ
(D) রকি
১৮৬. ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ –
(A) K2
(B) কাঞ্চনজঙ্ঘা
(C) স্যাডেল পিক
(D) ধৌলাগিরি
১৮৭. লিওপারগেল কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ?
(A) শিবালিক
(B) হিমালয়
(C) উচ্চ হিমালয়
(D) জাস্কর
১৮৮. লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(A) কাশ্মীর
(B) হিমাচল প্রদেশ
(C) মনিপুর
(D) ত্রিপুরা
১৮৯. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ –
(A) আনাইমুদি
(B) দোদাবেতা
(C) ধূপগড়
(D) অমরকণ্টক
১৯০. গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যে যে হ্রদ অবস্থিত –
(A) কোলেরু
(B) চিল্কা
(C) পুলিকট
(D) ওপরের কোনোটিই নয়
To check our latest Posts - Click Here