বিজ্ঞান MCQ – সেট ১৩ – পদার্থবিদ্যা
Science MCQ – Set 13 – Physics
১৭১. SI পদ্ধতিতে দৈর্ঘ্যের একক –
(A) সেন্টিমিটার
(B) কিলোমিটার
(C) মিটার
(D) ডেকামিটার
১৭২. পরমাণুর ব্যাস মাপা হয় সাধারণত কোন এককে?
(A) ফার্মি
(B) পারসেক
(C) মিলিমিটার
(D) অ্য়াংস্ট্রম
১৭৩. রোধের একক কি?
(A) মো
(B) ওহম
(C) ওহম-সেন্টিমিটার
(D) ভোল্ট
১৭৪. “গেইগার মুলার কাউন্টার” কি নির্ণয়ে ব্যবহৃত হয়?
(A) ভূগর্ভস্থ তৈলক্ষেত্র
(B) কয়লা
(C) তেজস্ক্রিয়তা
(D) শব্দের গতিবেগ ও দিক
১৭৫. দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড়ো একক কি?
(A) আলোকবর্ষ
(B) নটিক্যাল মাইল
(C) পারসেক
(D) অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট
১৭৬. ভূকম্পনের তীব্রতা পরিমাপের সময় যে স্কেল ব্যবহৃত হয় তার নাম –
(A) আর্থকোয়াক স্কেল
(B) সিসমোস্কেল
(C) রিখটার স্কেল
(D) পাইওনিয়ার স্কেল
১৭৭. বিভব পার্থক্যের একক কি?
(A) আম্পিয়ার
(B) কুলম্ব
(C) ভোল্ট
(D) ইলেক্ট্রন-ভোল্ট
১৭৮. স্থির তড়িৎ পরিমাপের জন্য ব্যবহৃত হয় –
(A) সোনোমিটার
(B) পাইরোমিটার
(C) ল্যাক্টোমিটার
(D) ইলেক্ট্রোস্কোপ
১৭৯. প্লবতার ধারণা প্রবর্তন করেন –
(A) আর্কিমিডিস
(B) টরিসেলি
(C) পাস্কাল
(D) আইনস্টাইন
১৮০. কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয়?
(A) হাইগ্রোমিটার
(B) হাইড্রোমিটার
(C) ট্যাকোমিটার
(D) স্পাইরোমিটার
To check our latest Posts - Click Here