ইতিহাস – সেট ১৯ – মধ্যযুগ
History MCQ 19 – Set – Medieval India
১৪১. [WBCS Preli 06] শেরশাহের সেনাপতি কে ছিলেন?
(A) জয়সিংহ
(B) দিলীপ খাঁ
(C) ব্রহ্মজিৎ গৌড়
(D) শায়েস্তা খাঁ
১৪২. ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন –
(A) মহম্মদ-বিন-কাসিম
(B) সুলতান মামুদ
(C) মহম্মদ ঘুরি
(D) গিয়াসউদ্দীন আলম শাহ
১৪৩. দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী কে ?
(A) বেগম রোকেয়া
(B) নুরজাহান
(C) সুলতানা রাজিয়া
(D) মমতাজ বেগম
১৪৪. কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন?
(A) আলাউদ্দিন খিলজি
(B) শের শাহ
(C) আকবর
(D) ঔরঙ্গজেব
১৪৫. কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন?
(A) মালিক কাফুর
(B) বৈরাম খাঁন
(C) শায়েস্তা খাঁন
(D) মীর জুমলা
১৪৬. ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়?
(A) পলাশীর যুদ্ধে
(B) চৌসারের যুদ্ধে
(C) পানিপথের প্রথম যুদ্ধে
(D) পানিপথের দ্বিতীয় যুদ্ধে
১৪৭. পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে?
(A) মেঘনা
(B) গঙ্গা
(C) যমুনা
(D) সিন্ধু
১৪৮. মোঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন?
(A) বাবর
(B) হুমায়ুন
(C) বৈরাম খাঁ
(D) জাহাঙ্গীর
১৪৯. সম্রাট শাহজাহান মোঘল বংশের কততম শাসক?
(A) তৃতীয়
(B) চতুর্থ
(C) পঞ্চম
(D) ষষ্ঠ
১৫০. শাহজাহানের কনিষ্ঠ পুত্র হল –
(A) দারা
(B) মুরাদ
(C) সুজা
(D) ঔরঙ্গজেব
To check our latest Posts - Click Here