৫০০+ প্রশ্নোত্তরে ইতিহাস | History Questions and Answers – PDF
500 + History Questions and Answers in Bengali

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৫০
৫০১. পর্তুগিজ গভর্নর যিনি নিজ অঞ্চলে সতীদাহ প্রথা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন ➟ আলবুকার্ক
৫০২. পর্তুগিজ গভর্নর যিনি তাঁর রাজধানী কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করেন ➟ নিনো-দা-কুনহা
৫০৩. মুঘল সম্রাট শাহজাহান হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন ➟ ১৬৩১ খ্রিস্টাব্দে
৫০৪. ইংল্যান্ডের রাজকুমার দ্বিতীয় চার্লস পর্তুগিজদের কাছ থেকে বোম্বের মালিকানা পান ➟ বিবাহের যৌতুক রূপে
৫০৫. ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় ➟ ১৬০২ খ্রিস্টাব্দে
৫০৬. ওলন্দাজরা তাদের প্রথম বাণিজ্য কুঠি ও কারখানা স্থাপন করে ➟ মসুলিপত্তনমে, ১৬০৫ খ্রিস্টাব্দে
৫০৭. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় ➟ ১৬০০ খ্রিস্টাব্দে
৫০৮. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স আসেন ➟ জাহাঙ্গীরের রাজসভায়
৫০৯. ইংল্যান্ডের রাজা প্রথম জেমস-এর রাষ্ট্রদূত স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন ➟ ১৬১৫ খ্রিস্টাব্দে
৫১০. ইংরেজরা পশ্চিমভারতে প্রথম ফ্যাক্টরি তৈরী করে ➟ সুরাটে
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৫১
৫১১. ইংরেজরা দক্ষিণ ভারতে প্রথম ফ্যাক্টরি তৈরী করে ➟ মসুলিপত্তনমে
৫১২. ইংরেজরা পূর্ব ভারতে প্রথম ফ্যাক্টরি তৈরী করে ➟ ওড়িশার হরিহরপুরে
৫১৩. কলকাতা শহরটি জব চার্ণক প্রতিষ্ঠা করেন ➟ ১৬৯০ খ্রিস্টাব্দে
৫১৪. ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠিত হয় ➟ ১৬৯৬ খ্রিস্টাব্দে ( তখন নাম ছিল সুতানটি ফ্যাক্টরি, পরে ১৭০০ খ্রিস্টাব্দে নাম পরিবর্তন করে ফোর্ট উইলিয়াম রাখা হয় )
৫১৫. জন সুরম্যান ফারুকসিয়ার ফরমান পান ➟ ১৭১৭ খ্রিস্টাব্দে
৫১৬. ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় ➟ ১৬৬৪ খ্রিস্টাব্দে
৫১৭. ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রথম কারখানা স্থাপন করে ➟ সুরাটে ( ১৬৬৮ খ্রিস্টাব্দে)
৫১৮. ফরাসিদের প্রধান কার্যালয় স্থাপিত হয় ➟ পন্ডিচেরীতে
৫১৯. বাংলায় ফরাসিদের প্রধান ঘাঁটি ছিল ➟ চন্দননগরে
৫২০. আই-লা-স্যাপেল এর সন্ধি হয়েছিল ➟ ১৭৪৮ খ্রিস্টাব্দে, ইংরেজ ও ফরাসিদের মধ্যে
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৫২
৫২১. বন্দিবাসের যুদ্ধ হয়েছিল ➟ ১৭৬০ খ্রিস্টাব্দে
৫২২. বন্দিবাসের যুদ্ধে ➟ ফরাসিদের নেতৃত্ব দিয়েছিলন লালি ও ইংরেজদের স্যার আয়ারকুট
৫২৩. সিরাজ-উদ-দোল্লা ও রবার্ট ক্লাইভ -এর মধ্যে অলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় ➟ ১৭৫৭ খ্রিস্টাব্দের, ফেব্রুয়ারীর ৯ তারিখে
৫২৪. পলাশীর যুদ্ধ হয় ➟ ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩শে জুন – সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হয়
৫২৫. পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব হন ➟ মীরজাফর
৫২৬. মীরজাফরের পরে বাংলার নবাব হন ➟ মীরজাফরের জামাতা মীরকাশিম
৫২৭. মীরকাশিম তাঁর রাজধানী ➟ মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তিরিত করেন
৫২৮. বক্সারের যুদ্ধ হয়েছিল ➟ ১৭৬৪ খ্রিস্টাব্দের ২২শে অক্টোবর
৫২৯. বক্সারের যুদ্ধে মীরকাশিমের সাথে ছিল ➟ অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম
৫৩০. বক্সারের যুদ্ধে ইংরেজদের সেনাপতি ছিলেন ➟ মেজর মুনরো
আরো দেখে নাও : ভারতের ইতিহাস বই ( PDF )
Download Section :
- File Name : ৫০০+ প্রশ্নোত্তরে ইতিহাস
- File Size : 4.9 MB
- No. of Pages : 13
- Format : PDF
- Language : Bengali
- Subject : History
To check our latest Posts - Click Here
অনুগ্রহ করে pdf দিন।
আমরা চেষ্টা করবো PDF দেওয়ার।