History NotesGeneral Knowledge Notes in Bengali

৫০০+ প্রশ্নোত্তরে ইতিহাস | History Questions and Answers – PDF

500 + History Questions and Answers in Bengali

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৪১
৪১১. শিবাজীকে দমন করার উদ্দেশ্যে আফজল খাঁকে প্রেরণ করেছিলেন বিজাপুরের সুলতান আলী আদিল শাহ
৪১২. শিবাজীকে দমন করার উদ্দেশ্যে ঔরঙ্গজেব পাঠান মুঘল সুবেদার শায়েস্তা খানকে
৪১৩. পুরন্দরের চুক্তি ( ১৬৬৫ খ্রিস্টাব্দ ) হয় শিবাজী ও অম্বরের রাজা জয়সিংহের মধ্যে
৪১৪. পুরন্দরের চুক্তি ( ১৬৬৫ খ্রিস্টাব্দ )-এর জন্য শিবাজীকে ৩৫টি দুর্গের মধ্যে ২৩ টি মুঘলদের দিতে হয়
৪১৫. ১৬৬৬ খ্রিস্টাব্দে শিবাজী ও তাঁর পুত্র শম্ভুজীকে মুঘল সম্রাট স্বপুত্র বন্দি করেন ( যদিও তাঁরা নজরদারি এড়িয়ে পরে পালিয়ে যান )
৪১৬. সালহের যুদ্ধে ( ১৬৭২ খ্রিস্টাব্দ ) শিবাজী মুঘলদের হারিয়ে দেন
৪১৭. শিবাজীর রাজ্যাভিষেক হয় ১৬৭৪ খ্রিস্টাব্দে, রায়গড়ের দুর্গে
৪১৮. সিংহাসনে আরোহনের পূর্বে শিবাজী  “ছত্রপতি” ও “গো ব্রাহ্মণ প্রজা পালক উপাধি” ধারণ করেন
৪১৯. শিবাজীর শাসনব্যবস্থায় রাজার পরেই ছিল  অষ্টপ্রধানের স্থান
৪২০. শিবাজীর সময় প্রধানমন্ত্রী পদের নাম ছিল  পেশোয়া
 
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৪
৪২১. শিবাজীর সরকারি অশ্বারোহী বাহিনীর নাম ছিল  বর্গী
৪২২. চৌথ ও সরদেশমুখী কর গ্রহণ করতেন  শিবাজী
৪২৩. শিবাজীর মৃত্যু হয়  ১৬৮০ খ্রিস্টাব্দে, ৫৩ বছর বয়সে
৪২৪. শিখ ধর্মের প্রবর্তক ও প্রথম গুরু  নানক
৪২৫.  নানক জন্মগ্রহণ করেন  ১৪৬৯ খ্রিস্টাব্দে, লাহোরের তালবন্দী গ্রামে
৪২৬. পাঞ্জাবি ভাষার গুরুমুখী স্ক্রিপ্ট তৈরী করেন  দ্বিতীয় শিখগুরু অঙ্গদ
৪২৭. গুরু অঙ্গদের আসল নাম ছিল  ভাই লেহনা
৪২৮. শিখদের শারীরিক এবং আধ্যাত্মিক বিকাশের জন্য মাল আখাড়া তৈরী করেছিলেন  গুরু অঙ্গদ
৪২৯. শিখদের তৃতীয় গুরু ছিলেন  গুরু অমর দাস
৪৩০. শিখগুরু যিনি সতীদাহ এবং পর্দাপ্রথার ঘোর  বিরোধী ছিলেন  গুরু অমর দাস
 
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৪৩
৪৩১. চতুর্থ শিখগুরু হলেন  গুরু রামদাস
৪৩২. শিখদের বিবাহরীতি “আনন্দ কারাজ” এর প্রবর্তক হলেন   গুরু রামদাস
৪৩৩. হারমিন্দর সাহিব বানানোর জন্য মুঘল সম্রাট আকবর জমি দান করেছিলেন  চতুর্থ শিখগুরু রামদাসকে
৪৩৪. হারমিন্দর সাহেবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন  হাজি মিয়াঁ মীর ( গুরু রামদাসের আমলে )
৪৩৫. অমৃতসর শহরটির ভিত্তিপ্রস্তর স্থাপনা করেছিলেন  গুরু রামদাস
৪৩৬. শিখদের পঞ্চমগুরু হলেন  শুরু অর্জুন দেব
৪৩৭. আদি গ্রন্থ রচনা করেছিলেন  গুরু অর্জুন দেব
৪৩৮. শ্রী হারমিন্দার সাহিবে গুরু গ্রন্থ সাহিব প্রতিষ্ঠা করেন  গুরু অর্জুন দেব
৪৩৯. শিখদের প্রথম শহীদ হলেন  গুরু অর্জুন দেব ( জাহাঙ্গীর হত্যা করেন )
৪৪০. শিখদের প্রথম শহীদ গুরু অর্জুনকে বলা হয়  শাহিদে-দি-সরতাজ ( The Crown of Martyrs)
 
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৪৪
৪৪১. ঔরঙ্গজেব দিল্লিতে হত্যা করেন  নবম শিখগুরু তেগবাহাদুরকে
৪৪২. শিখদের শেষ গুরু হলেন  দশম শিখগুরু গোবিন্দ সিং
৪৪৩. গুরু গোবিন্দর সিং- এর বিভিন্ন কবিতা ও রচনার সংকলন হলো  দশম পাদশাহ কে গ্রন্থ
৪৪৪. “শাহ-ই-বেখবর” নামে পরিচিত ছিলেন যে মুঘল সম্রাট  বাহাদুর শাহ
৪৪৫. বাহাদুর শাহের প্রকৃত নাম ছিল  মোয়াজ্জেম
৪৪৬. শিবাজীর বংশধর শাহুকে কারাগার থেকে মুক্তি দেন  বাহাদুর শাহ
৪৪৭. মুঘল সাম্রাজ্যের প্রথম পুতুল সম্রাট হলেন  জাহান্দার শাহ
৪৪৮. ইংরেজরা বিনা শুল্কে ভারতে বাণিজ্য করার অধিকার পেয়েছিলো  ফারুকসিয়ারের ফরমানের ( ১৭১৭ খ্রিস্টাব্দ ) মাধ্যমে
৪৪৯. বান্দা বাহাদুরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন  ফারুকসিয়ার
৪৫০. নাদির শাহ ভারত আক্রমণ করেন  ১৭৩৯ খ্রিস্টাব্দে
 

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৪৫

৪৫১. ময়ূর সিংহাসন ও কোহিনুর হীরা লুঠ করেন  নাদির শাহ, মোহম্মদ শাহের কাছ থেকে
৪৫২. আমোদপ্রিয় চরিত্রের জন্য “রঙ্গিলা বাদশাহ” নাম পরিচিত ছিলেন  মোহম্মদ শাহ
৪৫৩. অযোধ্যার নবাব সফদরজংকে মুঘল সাম্রাজ্যের ওয়াজির পদে নিযুক্ত করেন  আহমদ শাহ
৪৫৪. বক্সারের যুদ্ধ হয়  ১৭৬৪ খ্রিষ্টাব্দে
৪৫৫. বক্সারের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলেন  দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, অযোধ্যার নবাব সুজা-উদ-দৌল্লা এবং বাংলার মীর কাশিম
৪৫৬. রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন  দ্বিতীয় আকবর
৪৫৭. সিপাহী বিদ্রোহ হয় মুঘল সম্রাট  দ্বিতীয় বাহাদুর শাহের আমলে
৪৫৮. শেষ মুঘল সম্রাট হলে  দ্বিতীয় বাহাদুর শাহ, রেঙ্গুনে বন্দি দশায় মারা যান
৪৫৯. শিবাজীর পুত্রের নাম  শম্ভুজী ( রাজত্বকাল : ১৬৮০ – ১৬৮৯ খ্রিস্টাব্দ )
৪৬০. শম্ভুজীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন  ঔরঙ্গজেব

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৪৬
৪৬১. শম্ভুজীর পরে মারাঠা সিংহাসনে বসেন  রাজারাম ( ১৬৮৯ খ্রিস্টাব্দে )
৪৬২. পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা বলা হয়  বালাজি বিশ্বনাথকে
৪৬৩. “হিন্দু পাদ পাদশাহী” – এর প্রবক্তা ছিলেন  প্রথম বাজিরাও
৪৬৪. পানিপথের তৃতীয় যুদ্ধ হয়  ১৭৬১ খ্রিস্টাব্দে ( মারাঠা ও আহম্মদ শাহ আব্দালির মধ্যে )
৪৬৫. পেশোয়াদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন  প্রথম বাজিরাও
৪৬৬. পেশোয়াদের মধ্যে দুর্বলতম ছিলেন  দ্বিতীয় বাজিরাও
৪৬৭. বাংলার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা  সামসুদ্দিন ইলিয়াস শাহ
৪৬৮. সামসুদ্দিন ইলিয়াস শাহ – এর প্রকৃত নাম  আলি মুবারক
৪৬৯. দামাস্কাসের মসজিদের অনুকরণে পান্ডুয়াতে আদিনা মসজিদ নির্মাণ করেন  সিকান্দার শাহ
৪৭০. “শ্রীকৃষ্ণবিজয়” কাব্যের রচয়িতা   মালাধর বসু

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৪৭
৪৭১. মালাধর বসুকে “গুণরাজ খাঁ” উপাধি দিয়েছিলেন  রুকুনউদ্দিন বারবাক শাহ
৪৭২. বঙ্গদেশের আকবর বলা হয়  আলাউদ্দিন হুসেন শাহ – কে
৪৭৩. বাহমনি বংশের প্রতিষ্ঠাতা  আলাউদ্দিন বাহমন শাহ
৪৭৪. প্রথম জীবনে আলাউদ্দিন বাহমন শাহ  ছিলেন  দিল্লির এক জনৈক ব্রাহ্মণের ভৃত্য
৪৭৫. বাহমনি রাজ্যের শেষ সুলতান হলেন  কলি-মুল্লাহ
৪৭৬. বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা  হরিহর ও বুক্কা
৪৭৭. বিজয়নগরে যে চারটি বংশ সাম্রাজ্য করেছিল  সঙ্গম, সালুভা, তুলুভা, আরাবিডু
৪৭৮. ইতালীয় পর্যটক নিকোলাই কোন্টি কার শাসনকালে ভারতে আসেন ? দ্বিতীয় দেবরায়
৪৭৯. পারসিক রাষ্ট্রদূত আব্দুর রজ্জাক কার শাসনকালে ভারতে আসেন ? দ্বিতীয় দেবরায়
৪৮০. বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন  কৃষ্ণদেব রায়

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৪৮
৪৮১. কৃষ্ণদেব রায় কোন বংশের নরপতি  ছিলেন ? তুলুভা
৪৮২. পর্তুগীজ পর্যটক পায়েজ কার রাজসভায় আসেন ? কৃষ্ণদেব রায়
৪৮৩. তালিকোটার যুদ্ধ হয়   ১৫৬৫ খ্রিস্টাব্দে
৪৮৪. বিজয়নগর সাম্রাজ্যের অবসান ঘটে  তালিকোটার যুদ্ধের মাধ্যমে
৪৮৫. সুফি শব্দটি এসেছে  আরবি শব্দ ‘সাফা’ থেকে
৪৮৬. ‘সুফি’ শব্দের অর্থ  পবিত্র জীবনযাপন
৪৮৭. সুফিবাদের মূলবক্তব্য হলো  ঈশ্বর এক এবং সবকিছুই ঈশ্বরের দান
৪৮৮. চিস্তি সুফিসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন  খাজা মৈনুদ্দিন চিস্তি
৪৮৯. অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা হলেন  শঙ্করাচার্য
৪৯০. অচিন্ত ভেদাভেদবাদ এর প্রতিষ্ঠাতা হলেন  চৈতন্য

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৪৯
৪৯১. ছদ্ম বুদ্ধ নামে পরিচিত ছিলেন  শঙ্করাচার্য
৪৯২. শঙ্করাচার্য চারটি মঠ স্থাপন করেছিলেন  বদ্রীনাথ, পুরী, দ্বারকা এবং সৃঙ্গেরীতে
৪৯৩. কবিরের গুরু হলেন  রামানন্দ
৪৯৪. কবিরের শিক্ষামূলক হিন্দী কবিতা  দোঁহা নামে পরিচিত
৪৯৫. আগ্রার অন্ধ কবি/পক্ষী বলা হতো  সুরদাসকে
৪৯৬. চৈতন্যদেবের গুরু ছিলেন  ঈশ্বরপুরী
৪৯৭. পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতে আসেন  ১৪৯৮ খ্রিস্টাব্দের ১৭ই মে
৪৯৮. ভাস্কো দা গামা যখন কালিকোটে আসেন তখন কালিকোটের রাজা ছিলেন  জামোরিন
৪৯৯. ভাস্কো দা গামা কোচিনে কারখানা স্থাপন করেন  ১৫০২ খ্রিস্টাব্দে
৫০০. ভারতে প্রথম পর্তুগিজ গভর্নর ছিলেন  ফ্রান্সিসকো আলমিডা

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

2 Comments

Back to top button