৫০০+ প্রশ্নোত্তরে ইতিহাস | History Questions and Answers – PDF
500 + History Questions and Answers in Bengali

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৩১
৩০৬. ইসলাম শাহের মৃত্যুর পরে দিল্লির সিংহাসনে বসেন ➟ তাঁর পুত্র মহম্মদ আদিল শাহ
৩০৭. আকবর জন্মগ্রহণ করেন ➟ ১৫৪২ খ্রিস্টাব্দে, অমরকোটের জঙ্গলে
৩০৮. আকবরের প্রকৃত নাম ➟ জালালউদ্দীন মহম্মদ আকবর
৩০৯. আকবরের মাতার নাম ➟ হামিদা বানু বেগম
৩১০. আকবর কথাটির অর্থ ➟ মহানতম ( The Greatest )
৩১১. আকবর ছিলেন ➟ অশিক্ষিত
৩১২. আকবর মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন ➟ ১৫৫৬ খ্রিস্টাব্দে মাত্র ১৪ বছর বয়সে, অভিভাবক বৈরাম খাঁর তত্ত্বাবধানে
৩১৩. পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় ➟ ১৫৫৬ সালে, মুঘল সেনাবাহিনীর সাথে আফগানদের
৩১৪. পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুঘলদের সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন ➟ বৈরাম খাঁ
৩১৫. পানিপথের দ্বিতীয় যুদ্ধে আফগানদের সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন ➟ মহম্মদ আদিল শাহের হিন্দু সেনাপতি হিমু
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৩২
৩১৬. রাজপুতদের মধ্যে আকবরের সখ্যতা মানেননি ➟ মেবারের মহারানা প্রতাপ
৩১৭. ফতেপুর সিক্রি গঠন করেন ➟ আকবর, আগ্রা থেকে রাজধানীও ফতেপুর সিক্রিতে স্থানান্তর করেন
৩১৮. ফতেপুর সিক্রিতে “বুলন্দ দরজা” তৈরী করেন ➟ আকবর, গুজরাট জয়ের (১৫৭২ খ্রিস্টাব্দে ) স্মৃতিতে
৩১৯. হলদিঘাটের যুদ্ধ হয় ➟ ১৫৭৬ খ্রিস্টাব্দে, মুঘলদের কাছে মেবারের মহারানা প্রতাপ পরাজিত হন
৩২০. হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন ➟ আকবরের রাজপুত সেনাপতি মান সিংহ
৩২১. আকবর কাশ্মীর ও সিন্ধুপ্রদেশ জয় করেন যথাক্রমে ➟ ১৫৮৬ ও ১৫৯৩ খ্রিস্টাব্দে
৩২২. আকবরের সময়ে মুঘল সাম্রাজ্য দক্ষিণে বিস্তৃত ছিল ➟ গোদাবরী নদীর অববাহিকা পর্যন্ত
৩২৩. আকবর হিন্দু প্রজাদের তীর্থকর রদ করেন ➟ ১৫৬৩ খ্রিস্টাব্দে
৩২৪. আকবর অমুসলিম প্রজাদের প্রদেয় জিজিয়া কর রদ করেন ➟ ১৫৬৪ খ্রিস্টাব্দে
৩২৫. চতুর্থ শিখগুরু রামদাসকে স্বর্ণমন্দির নির্মাণের জন্য জমি দান করেছিলেন ➟ আকবর
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৩৩
৩২৬. আকবর ইবাদতখানা ( ধর্মীয় সভাঘর ) নির্মাণ করেন ➟ ১৫৭৫ খ্রিস্টাব্দে
৩২৭. আকবর যে একেশ্বরবাদী ধর্মমত প্রবর্তন করেন ➟ দীন-ই-ইলাহী ( ঈশ্বরের ধর্ম ), ১৫৮২ খ্রিস্টাব্দে
৩২৮. আকবরের সভাসদদের মধ্যে প্রথম দীন-ই-ইলাহী গ্রহণ করেছিলেন ➟ বীরবল
৩২৯. ভারতে “মনসবদারী প্রথা” প্রবর্তন করেন ➟ আকবর
৩৩০. “মনসবদারী প্রথা”-এর ধারণা গ্রহণ করা হয়েছিল ➟ মঙ্গোলিয়া থেকে
৩৩১. আকবরের অর্থমন্ত্রীর নাম ছিল ➟ টোডরমল
৩৩২. দহশালা ব্যবস্থা বা দশশালা ব্যবস্থা প্রবর্তন করেন ➟ আকবর
৩৩৩. জমির উৎপাদনের নিরিখে ভূমিরাজস্ব নির্ধারণের উদ্দেশ্যে আকবর প্রবর্তন করেন ➟ জাবতি প্রথা
৩৩৪. আকবরের প্রশাসনে সবথেকে গুরুত্বপুর্ণ পদ ছিল ➟ দিওয়ান বা ওয়াজির ( আবুল ফজল এই পদে ছিলেন )
৩৩৫. আকবরের প্রশাসনে দ্বিতীয় গুরুত্বপুর্ণ পদ ছিল ➟ মীর বক্সী বা রাজস্বমন্ত্রী ( টোডরমল এই পদে ছিলেন )
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৩৪
৩৩৬. আকবরের প্রশাসনে তৃতীয় গুরুত্বপুর্ণ পদ ছিল ➟ মীর সামান
৩৩৭. আকবরের প্রশাসনে চতুর্থ গুরুত্বপুর্ণ পদ ছিল ➟ কাজী ( প্রধান মন্ত্রী )
৩৩৮. ১৫৮০ সালে আকবর তার সাম্রাজ্যকে ➟ ১২টি সুবাই ( মতান্তরে ৫ টি সুবাই ) বিভক্ত করেন
৩৩৯. আকবর তৈরী করেন ➟ হুমায়ূনের সমাধি , আগ্রা দুর্গ, ফতেপুর সিক্রি, বুলান্দ দরওয়াজা, এলাহাবাদ কোর্ট, জাহাঙ্গীর মহল, হারুন মিনার প্রভৃতি
৩৪০. আকবরের রাজসভার সংগীত শিল্পী ছিলেন ➟ তানসেন ও রাজবাহাদুর
৩৪১. “আকবর-নামা” ও “আইন-ই-আকবরী” রচনা করেন ➟ আবুল ফজল
৩৪২. “নল-দময়ন্তী” উপন্যাসটি ফার্সি ভাষায় অনুবাদ করেন ➟ আবুল ফজলের ভাই ফৈজী
৩৪৩. আকবরের রাজসভার নবরত্নরা হলেন ➟ ফৈজি, আবুল ফজল, তানসেন, বীরবল, টোডরমল, মান সিংহ, আব্দুল রহিম, মোল্লা দো পিয়াজা, ফকির আজিয়াও দিন
৩৪৪. সংগীতজ্ঞ তানসেনের আসল নাম ➟ রামতনু পান্ডে
৩৪৫. রাজা বীরবলের প্রকৃত নাম ➟ মহেশ দাস
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৩৫
৩৪৬. “বাবরনামা” তুর্কিতে অনুবাদ করেন ➟ আব্দুল রহিম খান-ই-খানান ( বৈরাম খাঁর পুত্র )
৩৪৭. মেঘ মালহার ও দীপক রাগ গেয়ে যথাক্রমে বৃষ্টি ও আগুন আনতে পারতেন ➟ তানসেন
৩৪৮. বীরবল মারা যান ➟ ইউসুফজাই উপজাতিদের বিদ্রোহ দমন করতে গিয়ে
৩৪৯. কার মৃত্যুতে দুখী আকবর ২ দিন খাবার খাননি ও সুরা পান করেননি ? ➟ বীরবল
৩৫০. ১৫৮৫ খ্রিস্টাব্দে আকবরের রাজসভায় এসেছিলেন ➟ ব্রিটিশ পর্যটক রালফ ফিচ
৩৫১. আকবর মারা যান ➟ ১৬০৫ খ্রিস্টাব্দে, আন্ত্রিক রোগে
৩৫২. আকবরের মৃতদেহ সমাধিস্থ করা হয় ➟ সেকেন্দ্রাতে ( আগ্রা থেকে ৩ মাইল দূরে )
৩৫৩. জাহাঙ্গীরের প্রকৃত নাম ➟ সেলিম
৩৫৪. জাহাঙ্গীরের পুরো নাম ➟ নুরউদ্দিন মহম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী
৩৫৫. জাহাঙ্গীর কথাটির অর্থ ➟ পৃথিবীর ধারণকারী ( The holder of the Earth )
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৩৬
৩৫৬. জাহাঙ্গীরের পিতা ➟ আকবর
৩৫৭. জাহাঙ্গীরের মাতা ➟ মরিয়ম ( পূর্বনাম – হীরা কুঁয়ারি, মান সিংহের ভগ্নি )
৩৫৮. জাহাঙ্গীরের পত্নীর নাম ➟ নুরজাহান
৩৫৯. নুরজাহানের আসল নাম ➟ মেহেরুন্নিসা
৩৬০. নুরজাহান শব্দের অর্থ ➟ জগতের আলো ( Light of the World )
৩৬১. একমাত্র মুঘল মহিলা যার প্রতিকৃতি মুদ্রায় পাওয়া যায় ➟ নুরজাহান
৩৬২. নুরজাহানের প্রথম পতির নাম ➟ শের আফগান
৩৬৩. জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরুকে কোন শিখগুরু সাহায্য করেছিল ? ➟ গুরু অর্জুন দেব
৩৬৪. জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন ? ➟ পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে
৩৬৫. ক্যাপ্টেন হকিন্স ভারতে আসেন ➟ ১৬০৯ খ্রিস্টাব্দে, জাহাঙ্গীরের রাজসভায়
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৩৭
৩৬৬. স্যার টমাস রো ভারতে আসেন ➟ ১৬১৫ খ্রিস্টাব্দে, জাহাঙ্গীরের রাজসভায়
৩৬৭. জাহাঙ্গীরের রাজসভার এক বিখ্যাত চিত্রকর ➟ মনসুর
৩৬৮. ভারতে তামাক চাষের প্রচলন হয় ➟ জাহাঙ্গীরের আমল থেকে
৩৬৯. ভারতীয়রা কাদের কাছ থেকে তামাক চাষ শিখেছিল ? ➟ পর্তুগিজ
৩৭০. বারো কানুন নামক ১২টি আইন জারি করেছিলেন ➟ জাহাঙ্গীর
৩৭১. ১৬১৭ খ্রিস্টাব্দে মালিক অম্বরকে পরাজিত করে আহম্মদনগর দুর্গ দখল করেন ➟ জাহাঙ্গীর পুত্র খুররম
৩৭২. মালিক অম্বরকে পরাজিত করায় খুশি হয়ে জাহাঙ্গীর খুররমকে ➟ শাহজাহান উপাধি দেন
৩৭৩. ইতালিও পর্যটক যিনি জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন ➟ পিয়েত্রা ভাল্লে
৩৭৪. লাহোরের মতি মসজিদ নির্মাণ করেন ➟ জাহাঙ্গীর
৩৭৫. ইতমাদুল্লার মার্বেল নির্মিত সমাধি সৌধ নির্মাণ করেন ➟ নুরজাহান
৩৭৬. জাহাঙ্গীর মারা যান ➟ ১৬২৭ খ্রিস্টাব্দে
৩৭৭. শাহজাহান সিংহাসনে বসেন ➟ ১৬২৮ খ্রিস্টাব্দে
৩৭৮. পর্তুগিজ জলদস্যুদের দমন করার জন্য শাহজাহান নিয়োগ করেন ➟ কর্নেল স্লীম্যানকে
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৩৮
৩৭৯. শাহজাহানের কিছু উল্লেখযোগ্য স্থাপত্য ➟ তাজমহল, মতি মসজিদ, জামা মসজিদ, লালকেল্লা, শালিমার বাগান, লাহোর-ই-ফৌজ, দেওয়ান-ই-খাস, খাসমহল, শিশমহল, মুসম্মান বুরজ
৩৮০. তাজমহল বানাতে ➟ ২০০০০ শ্রমিক এবং ২২ বছর সময় লেগেছিল
৩৮১. তাজমহলের শিল্পীদের মধ্যে অন্যতম ➟ ওস্তাদ ঈসা ও বাঙালি কারুশিল্পী বলদেব দাস গুলোতরামের
৩৮২. ময়ূর সিংহাসনের শিল্পী ছিলেন ➟ বেবাদল খাঁ ( ৪ বছর সময় লেগেছিল )
৩৮৩. শাহজাহানের উষনিষে শোভা পেত ➟ কোহিনুর হীরে
৩৮৪. পাদশাহনামা রচনা করেছিলেন ➟ আব্দুল হামিদ লাহোরী
৩৮৫. মুন্তাখাব-উল-লুবাব রচনা করেছিলেন ➟ কাফি খাঁ
৩৮৬. মুঘল রাজত্বের সুবর্ণযুগ বলা হয় ➟ শাহজাহানের রাজত্বকালকে
৩৮৭. শাহজাহানের ৪ পুত্র ছিলেন ➟ দারা, সুজা, ঔরঙ্গজেব এবং মুরাদ
৩৮৮. শাহজাহান তাঁর শেষ জীবনে বন্দি ছিলেন ➟ আগ্রা দুর্গে
৩৮৯. শাহজাহান মারা যান ➟ ১৬৬৬ খ্রিস্টাব্দে
৩৯০. ঔরঙ্গজেব সিংহাসনে আরোহন করেন ➟ ১৬৫৮ খ্রিস্টাব্দে ( তার অন্য তিন ভাইকে হত্যা করে )
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৩৯
৩৯১. ১৬৫৮ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব ➟ ধর্মট ও সমুদ্রগড়ের যুদ্ধে দারার মুঘল সেনাবাহিনীকে পরাজিত করেন
৩৯২. ঔরঙ্গজেব সিংহাসনে বসেন ➟ ১৬৫৮ খ্রিস্টাব্দে, “আলমগীর বাদশাহ গাজী” উপাধি ধারণ করে
৩৯৩. মুঘল সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করেছিল ➟ ঔরঙ্গজেবের সময়ে
৩৯৪. ঔরঙ্গজেবের পৃষ্ঠপোষকতায় রচিত হয় ➟ মুসলিমদের সর্ববৃহৎ আইন সংকলন “ফতোয়া-ই-আলমগীরী”
৩৯৫. গোঁড়া মুসলিমদের নিকট ঔরঙ্গজেব পরিচিত ছিলেন ➟ “জিন্দা পীর” নামে
৩৯৬. ১৬৭৫ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব হত্যা করেন ➟ নবম শিখগুরু তেগবাহাদুরকে
৩৯৭. সতীদাহ নিষিদ্ধকরণের আদেশ জারি করেছিলেন ➟ ঔরঙ্গজেব ( ১৬৬৩ খ্রিস্টাব্দে )
৩৯৮. ইসলামবিরোধী আখ্যা দিয়ে ঔরঙ্গজেব তাঁর রাজসভায় বন্ধ করেন ➟ নওরোজ ও সংগীতানুষ্ঠান ( ১৬৬৯ খ্রিস্টাব্দে )
৩৯৯. ঔরঙ্গজেব জিজিয়া করে পুনঃপ্রবর্তন করেন ➟ ১৬৭৯ খ্রিস্টাব্দে
৪০০. ঔরঙ্গজেব বিজাপুর দখল করেন ➟ ১৬৮৬ খ্রিস্টাব্দে
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৪০
৪০১. ঔরঙ্গজেব গোলকুন্ডা দখল করেন ➟ ১৬৮৭ খ্রিস্টাব্দে
৪০২. লালকেল্লার মতি মসজিদ ও লাহোরের বাদশাহী মসজিদ নির্মাণ করেন ➟ ঔরঙ্গজেব
৪০৩. ঔরঙ্গজেব মারা যান ➟ ১৭০৭ খ্রিস্টাব্দে ( ৫০ বছর রাজত্ব করার পর )
৪০৪. ঔরঙ্গজেবের সমাধি রয়েছে ➟ ঔরঙ্গাবাদে ( দৌলতাবাদ )
৪০৫. শিবাজী জন্মগ্রহণ করেন ➟ ১৬২৭ খ্রিস্টাব্দে পুনের শিবনেরি দুর্গে
৪০৬. শিবাজীর পিতা হলেন ➟ বিজাপুর রাজ্যের অধীন পুনার জায়গীরদার
৪০৭. শিবাজীর মাতা হলেন ➟ জিজাবাই
৪০৮. শিবাজীর অভিভাবক ছিলেন ➟ দাদাজী কোন্ডদেব
৪০৯. শিবাজীর ধর্মীয় গুরু ছিলেন ➟ গুরু রামদাস ও তুকারাম
৪১০. শিবাজী বাঘনখ দ্বারা হত্যা করেছিলেন ➟ আফজল খাঁকে
To check our latest Posts - Click Here
অনুগ্রহ করে pdf দিন।
আমরা চেষ্টা করবো PDF দেওয়ার।