৫০০+ প্রশ্নোত্তরে ইতিহাস | History Questions and Answers – PDF
500 + History Questions and Answers in Bengali
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২১
২০৬. দাস বংশের শেষ রাজা ➟ মুইজুদ্দিন কায়কোবাদ ( মতান্তরে তাঁর শিশুপুত্র কায়ুমার্স )
২০৭. খলজী বংশের প্রতিষ্ঠাতা ➟ জালালুদ্দিন খলজী
২০৮. জালালুদ্দিন খলজী সিংহাসন আরোহন করেছিলেন ➟ কায়কোবাদ ও কায়ুমার্সকে ১২৯০ সালে হত্যা করে কায়কোবাদ নির্মিত প্রাসাদ কিলোঘিরি-তে ৭০ বছর বয়সে
২০৯. আলাউদ্দিন খলজী সিংহাসন আরোহন করেছিলেন ➟ শ্বশুর ( ও কাকা ) জালালুদ্দিন খলজীকে হত্যা করে ১২৯৬ সালে
২১০. আলাউদ্দিন খলজীর আসল নাম কি ? ➟ আলি গুরশাস্প
২১১. আলাউদ্দিন খলজীর মুদ্রাতে আলাউদ্দিন খলজীকে কি বলে অভিহিত করা হয়েছে ? ➟ সিকন্দর-ই-সনি বা দ্বিতীয় আলেক্সজান্ডার
২১২. আলাউদ্দিন খলজী গুজরাট আক্রমণ করেন ➟ ১২৯৭ সালে
২১৩. কাকে হত্যা করে আলাউদ্দিন খলজী রণথম্বোর দখল করেন ? ➟ রাজা হামিরদেব
২১৪. আলাউদ্দিন খলজী মেবারের রাজধানী চিতোর আক্রমণ করেন কেন ? ➟ রানা রতন সিং – এর সুন্দরী পত্নী পদ্মিনীকে প্রাপ্তির উদ্দ্যেশ্যে , কিন্তু পদ্মিনী জহরব্রত ( জ্বলন্ত চিতায় আত্মহুতি ) পালন করেন
২১৫. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ? ➟ আলাউদ্দিন খলজী
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২২
২১৬. প্রথম নগদ বেতনের বিনিময়ে রাষ্ট্রের স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন ➟ আলাউদ্দিন খলজী
২১৭. সেনাবাহিনীর দুর্নীতি রোধ করতে দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেন ➟ আলাউদ্দিন খলজী
২১৮. দাগ প্রথা আসলে কি ? ➟ অশ্ব চিহ্নিতকরণ
২১৯. হুলিয়া প্রথা আসলে কি ? ➟ প্রতিটি সৈনিকের দৈহিক বিবরণ লিপিবদ্ধকরণ
২২০. প্রথম রেশনিং ব্যবস্থা ও বাজার দর নিয়ন্ত্রনের নানা বিধি চালু করেন ➟ আলাউদ্দিন খলজী
২২১. বাজার দেখাশোনার দায়িত্বে ছিলেন ➟ শাহানা-ই-মান্ডি ও দেওয়ান-ই-রিয়াসাত
২২২. কুতুব মিনারের তোরণের নাম ➟ আলাই দরওয়াজা
২২৩. “আলাই দরওয়াজা” নির্মাণ করেন ➟ আলাউদ্দিন খলজী
২২৪. সিরি নামক শহরটি নির্মাণ করেন ➟ আলাউদ্দিন খলজী
২২৫. আলাউদ্দিন খলজীকে হত্যা করেন ➟ মালিক কাফুর , ১৩১৬ সালে
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২৩
২২৬. লোহার বাটখারা কে চালু করেন ? ➟ আলাউদ্দিন খলজী
২২৭. মালিক কাফুরকে কে হত্যা করেন ? ➟ আলাউদ্দিন খলজী পুত্র মোবারক খলজী
২২৮. মোবারক খলজীকে কে হত্যা করেন ? ➟ মোবারক খলজীর অনুচর নাসিরুদ্দিন খসরু শাহ
২২৯. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ? ➟ ইন্দ্রপ্রস্থের যুদ্ধে নাসিরুদ্দিন খসরু শাহকে পরাজিত করে গিয়াসুদ্দিন তুঘলক, তুঘলক বংশের প্রতিষ্ঠা করেন
২৩০. গিয়াসুদ্দিন তুঘলকের আসল নাম কি ? ➟ গাজী মালিক
২৩১. গিয়াসুদ্দিন তুঘলকের পুত্র মহম্মদ-বিন-তুঘলকের আসল নাম কি ? ➟ জুনা খাঁ
২৩২. কাকে “পাগলা রাজা” বলা হয় ? ➟ মহম্মদ-বিন-তুঘলক
২৩৩. পতিত জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করার জন্য মহম্মদ-বিন-তুঘলক চালু করেন ➟ আমীর-ই-কোহি
২৩৪. দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন ➟ মহম্মদ-বিন-তুঘলক , মোঙ্গল আক্রমণ থেকে বাঁচার জন্য
২৩৫. কার অনুকরণে মহম্মদ-বিন-তুঘলক টোকেন মুদ্রা চালু করেন ? ➟ চীনের কুবলাই খাঁ ও পারস্যের গাইখাতু
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২৪
২৩৬. ইবন বতুতা কার আমলে ভারতে আসেন ? ➟ মহম্মদ-বিন-তুঘলকের আমলে ( আফ্রিকার মরক্কো থেকে )
২৩৭. “কিতাব উল রহেলা” – গ্রন্থটি কার লেখা ? ➟ ইবন বতুতা
২৩৮. মহম্মদ-বিন-তুঘলকের পরে কে দিল্লির সিংহাসনে বসেন ? ➟ ফিরোজ-শাহ-তুঘলক
২৩৯. সুলতানি যুগের আকবর কাকে বলা হয় ? ➟ ফিরোজ-শাহ-তুঘলক
২৪০. ফিরোজ-শাহ-তুঘলককে কে/ কারা সুলতানি যুগের আকবর বলে আখ্যা করেছিলেন ? ➟ হেনরি এলিয়ট ও এলফিনস্টোন
২৪১. খামোস কোন ধরণের কর ? ➟ লুন্ঠিত দ্রব্যের ওপরে কর
২৪২. তক্কাভি কি ? ➟ সুলতানি যুগের এক প্রকার খাজনা
২৪৩. কোন সুলতান “কর্ম বিনিয়োগ কেন্দ্র” ( Employment Exchange ) স্থাপন করেন ? ➟ ফিরোজ-শাহ-তুঘলক
২৪৪. ফিরোজাবাদ, ফতেহাবাদ শহরগুলি কে পত্তন করেন ? ➟ ফিরোজ-শাহ-তুঘলক
২৪৫. “তারিখ-ই-ফিরোজ শাহী” গ্রন্থটি কার লেখা ? ➟ জিয়াউদ্দিন বরণী
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২৫
২৪৬. তুঘলক বংশের শেষ সুলতান ➟ নাসিরুদ্দিন মাহমুদ
২৪৭. ১৩৯৮ সালে তৈমুর লং কার আমলে ভারত আক্রমণ করেন ? ➟ নাসিরুদ্দিন মাহমুদ
২৪৮. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ➟ খিজির খাঁ
২৪৯. খিজির খাঁ আসলে কে ছিলেন ? ➟ তৈমুর লং -এর পুত্র শাহরুখের প্রতিনিধি এবং হজরত মহম্মদের বংশধর
২৫০. সৈয়দ বংশের শেষ সুলতান ➟ আলাউদ্দিন আলম শাহ
২৫১. লোদী বংশের প্রতিষ্ঠাতা ➟ বহলুল লোদী ( ১৪৫১ খ্রিস্টাব্দ )
২৫২. সিকান্দার শাহ এর প্রকৃত নাম ➟ নিজাম খাঁ
২৫৩. ১৫০৪ সালে আগ্রা স্থাপন করেন ➟ সিকান্দার শাহ
২৫৪. “তাজিয়া” নিয়ে মহরমের মিছিলে নিষেধাজ্ঞা দিয়েছিলেন ➟ সিকান্দার শাহ
২৫৫. সিকান্দার শাহের মাতা ও পত্নী কোন ধর্মালম্বী ছিলেন ? ➟ হিন্দু
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২৬
২৫৬. কত খ্রিস্টাব্দে বাবর , ইব্রাহিম লোদীকে পরাজিত করে লাহোর দখল করেন ? ➟ ১৫২৪
২৫৭. পানিপথের প্রথম যুদ্ধ হয় ➟ ১৫২৬ খ্রিস্টাব্দের ২০ শে এপ্রিল , ইব্রাহিম লোদী ও বাবরের মধ্যে , বাবর জিতে যান
২৫৮. লোদী বংশের শেষ সুলতান ➟ ইব্রাহিম লোদী
২৫৯. বাবরের জন্ম হয় ➟ ১৪৮৩ খ্রিস্টাব্দে, ফরঘানা নামক রুশ-তুর্কিস্তানের এক ক্ষুদ্র রাজ্যে
২৬০. বাবরের পিতা ➟ ওমর শেখ মির্জা , তৈমুর লং – এর বংশধর
২৬১. বাবরের মাতা ➟ চেঙ্গিস খানের বংশধর
২৬২. বাবরের প্রকৃত নাম ➟ জহির-উদ্দিন-মহম্মদ বাবর
২৬৩. বাবর কথাটির অর্থ ➟ বাঘ
২৬৪. বাবর কত বছর বয়সে সিংহাসনে বসেছিলেন ? ➟ ১২ বছর বয়সে , পিতার মৃত্যুর পর , ফরঘানাতে
২৬৫. বাবরকে দিল্লির সুলতানি সাম্রাজ্য আক্রমণের জন্য আমন্ত্রন জানান ➟ পাঞ্জাবের সুবেদার দৌলত খাঁ লোদী , ইব্রাহিম লোদীর পিতৃব্য আলম খাঁ এবং মেবারের রাজা সংগ্রাম সিংহ
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২৭
২৬৬. ভারতের মাটিতে প্রথম কামান ব্যবহৃত হয় কোন যুদ্ধে ? ➟ পানিপথের প্রথম যুদ্ধে
২৬৭. বাবরের সেনাবাহিনীতে কামান ও বারুদের দায়িত্বের কারা ছিলেন ? ➟ উস্তাদ আলী ও মুস্তাফা
২৬৮. পানিপথের প্রথম যুদ্ধে রুমি যুদ্ধ কৌশল ব্যবহার করেন ? ➟ বাবর
২৬৯. খানুয়ার যুদ্ধ হয় ➟ ১৫২৭ খ্রিস্টাব্দে, বাবরের কাছে মেবারের রাজপুত রাজা রানা সঙ্গ হেরে যান
২৭০. কোন যুদ্ধের পরে বাবর গাজী উপাধি নেন ? ➟ খানুয়ার যুদ্ধের পরে , খানুয়ার যুদ্ধকে বাবর জিহাদ হিসেবে ঘোষণা করেছিলেন
২৭১. চান্দেরির যুদ্ধ হয় ➟ ১৫২৮ খ্রিস্টাব্দে,বাবরের কাছে রাজপুত রাজা মেদিনী রাই হেরে যান
২৭২. ঘর্ঘরার যুদ্ধ হয় ➟ ১৫২৯ খ্রিস্টাব্দে,বাবরের কাছে ইব্রাহিম লোদীর ভাই মাহমুদ লোদী হেরে যান
২৭৩. বাবরের আত্মজীবনীর নাম কি ? ➟ তুজুক-ই-বাবরি , তুর্কি ভাষায় রচিত
২৭৪. বাবরের মৃত্যু কোথায় হয় ? ➟ আগ্রাতে ( প্রথমে তাঁকে আগ্রার আরামবাগে সমাধিস্থ করা হয়েছিল )
২৭৫. বাবরের সমাধি কোথায় রয়েছে ? ➟ কাবুলে ( বাবরের ইচ্ছা অনুযায়ী )
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২৮
২৭৬. হুমায়ুন শব্দের অর্থ ➟ ভাগ্যবান
২৭৭. হুমায়ূনের তিন ভাই ➟ কামরান, হিন্দল ও অস্কারি
২৭৮. হুমায়ুন সিংহাসনে বসেন ➟ ১৫৩০ খ্রিস্টাব্দে
২৭৯. হুমায়ুন চুনার দুর্গ দখল করেন ➟ শের খানের হাত থেকে
২৮০. শের খান রোহতার দুর্গ দখল করেন ➟ ছলনার মাধ্যমে
২৮১. চৌসার যুদ্ধ হয় ➟ ১৫৩৯ সালে, হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন, হুমায়ুন কোনো রকমে নদী পার করে প্রাণে বাঁচেন
২৮২. চৌসার যুদ্ধের পরে শেরখান ➟ শেরশাহ উপাধি নেন
২৮৩. বেলগ্রাম / কনৌজের যুদ্ধ হয় ➟ ১৫৪০ সালে , হুমায়ুন ও তার দুই ভাই হিন্দল, অস্কারির যৌথ বাহিনী শেরশাহের কাছে হেরে যায়
২৮৪. চৌসার যুদ্ধে হুমায়ূনের সাথ দেননি ➟ হুমায়ূনের ভাই কামরান
২৮৫. চৌসার যুদ্ধের পরে ➟ হুমায়ুন ১৫ বছরের জন্য আত্মগোপন করেন
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২৯
২৮৬. আত্মগোপনরত অবস্থায় সিন্ধ যাবার সময় হুমায়ুন বিবাহ করেন ➟ হিন্দালের শিক্ষকের কন্যা হামিদ বানু বেগমকে
২৮৭. আত্মগোপনরত অবস্থায় হুমায়ুন আশ্রয় পান ➟ ইরানীয় রাজার কাছে যিনি হুমায়ূনকে বাধ্য করেন সিয়া মত মেনে নিতে
২৮৮. হুমায়ুন আফগানদের সরিয়ে দিল্লি দখল করেন ➟ ১৫৫৫ খ্রিস্টাব্দে
২৮৯. হুমায়ুন মারা যান ➟ ১৫৫৬ খ্রিস্টাব্দে নিজের গ্রন্থাগার ( শের মন্ডল ) – এর সিঁড়ি থেকে পরে
২৯০. “হুমায়ুন নামা” লিখেছিলেন ➟ হুমায়ুনের সৎ-বোন গুলবদন বেগম
২৯১. হুমায়ুন দিল্লিতে যে নতুন শহরটির স্থাপনা করেছিলেন ➟ দিন পানাহ
২৯২. দিল্লিতে “জামালি মসজিদ” ও “ঈসা খানের মসজিদ” স্থাপনা করেছিলেন ➟ হুমায়ুন
২৯৩. হুমায়ুনের সমাধিটি বানিয়েছিলেন ➟ হুমায়ুনের বিধবা পত্নী হাজি বেগম
২৯৪. শেরশাহের প্রকৃত নাম ➟ ফরিদ খাঁ
২৯৫. শেরখানকে শেরশাহ উপাধি দেন ➟ বিহারের প্রশাসক বাবর খান লোহানি
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৩০
২৯৬. কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন ➟ শেরশাহ
২৯৭. এক টাকার রৌপ্য মুদ্রা রুপিয়া প্রচলন করেন ➟ শেরশাহ
২৯৮. “সড়ক-ই-আজম ( গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড )” নির্মাণ করেন ➟ শেরশাহ
২৯৯. শেরশাহের হিন্দু সেনাপতির নাম ছিল ➟ ব্রহ্মজিৎ গৌড়
৩০০. “তারিখ-ই-শেরশাহী” গ্রন্থের রচয়িতা ➟ ঐতিহাসিক আব্বাস খান শেরওয়ানি
৩০১. “পদ্মাবত” রচনা করেন ➟ মালিক মহম্মদ জয়সি, শেরশাহের রাজত্বকালে
৩০২. দিল্লির “পুরানা কিলা” নির্মাণ করেন ➟ শেরশাহ
৩০৩. শেরশাহের মৃত্যু হয় ➟ ১৫৪৫ খ্রিস্টাব্দে, কালিঞ্জর দুর্গ দখল করতে গিয়ে, বারুদের স্তুপে আগুন লেগে
৩০৪. শেরশাহের সমাধি রয়েছে ➟ বিহারের সাসারামে
৩০৫. ১৫৪৫ থেকে ১৫৫৩ পর্যন্ত দিল্লির সিংহাসনে বসেন ➟ শেরশাহের পুত্র ইসলাম শাহ
To check our latest Posts - Click Here
অনুগ্রহ করে pdf দিন।
আমরা চেষ্টা করবো PDF দেওয়ার।