৫০০+ প্রশ্নোত্তরে ইতিহাস | History Questions and Answers – PDF
500 + History Questions and Answers in Bengali
৫০০+ প্রশ্নোত্তরে ইতিহাস
প্রিয় পাঠকরা তোমাদের জন্য দেওয়া রইল ইতিহাসের ৫০০+ প্রশ্ন এবং উত্তর। দেখে নাও প্রশ্নোত্তরে ইতিহাস। (500 + History Questions and Answers in Bengali ) | 500 History Questions and Answers in Bengali |
PDF Download Link লাস্ট পেজে দেওয়া রয়েছে ।
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১
১. দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কোন চীনা পর্যটক ভারতে আসেন? ➟ ফা-হিয়েন
২. হর্ষবর্ধনের সময় কোন চীনা পর্যটক ভারতে আসেন? ➟ হিউয়েন-সাঙ
৩. অলবেরুনি কখন ভারতে আসেন? ➟ সুলতান মামুদের ভারত আক্রমণের সময়
৪. পাল যুগে কোন চীনা পর্যটক ভারতে আসেন? ➟ ইৎ-সিং
৫. ভারতে আগত প্রথম বিদেশি দূত কে? ➟ মেগাস্থিনিস
৬. মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? ➟ বর্তমানে পাকিস্তানের অন্তর্গত সিন্ধুপ্রদেশের লারকানা জেলায়
৭. মেহেরগড়ের অবস্থান কোথায়? ➟ বেলুচিস্তানের বোলান নদীর ধারে
৮. মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? ➟ ফ্রাঁসোয়া জারিজ
৯. কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়? ➟ ১৯৭৪
১০. কোন সভ্যতাকে সামগ্রিকভাবে “সিন্ধু-সরস্বতী” বলা হয়? ➟ হরপ্পা সভ্যতাকে
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২
১১. হরপ্পা কোথায় অবস্থিত? ➟ পাঞ্জাবের মন্টগোমারিতে
১২. হরপ্পা সভ্যতায় প্রধানত কোন ধাতু ব্যবহৃত হতো? ➟ ব্রোঞ্জ
১৩. পৃথিবীর প্রাচীনতম বন্দর কোনটি? ➟ লোথাল
১৪. পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? ➟ ঋগবেদ
১৫. আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি? ➟ নিস্ক
১৬. বৈদিক যুগের দুইজন বিদুষী রমণীর নাম ➟ গার্গী ও লোপামুদ্রা
১৭. বৈদিক যুগের দুইজন পুরোহিতের নাম ➟ বিশ্বামিত্র ও বশিষ্ঠ
১৮. বেদের চারটি ভাগের নাম কি কি? ➟ ঋক, সাম, যজু ও অথর্ব
১৯. বেদের প্রত্যেক ভাগের কয়টি অংশ? ➟ চারটি – সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, বেদান্ত বা উপনিষদ
২০. প্রথম জৈন তীর্থঙ্কর কে? ➟ ঋষভনাথ
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৩
২০. প্রথম জৈন তীর্থঙ্কর কে? ➟ ঋষভনাথ
২১. ২৩তম তীর্থঙ্কর কে? ➟ পার্শ্বনাথ
২২. ২৪তম তীর্থঙ্কর কে? ➟ মহাবীর
২৩. জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? ➟ দ্বাদশ অঙ্গ
২৪. লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো কাকে বলা হয়? ➟ গৌতম বুদ্ধ
২৫. শাক্য সিংহ কে? ➟ গৌতম বুদ্ধ
২৬. মহাবীরের পিতা ও মাতার নাম কি ছিল? ➟ পিতা – সিদ্ধার্থ, মাতা – ত্রিশলা
২৭. মহাবীরের স্ত্রী ও কন্যার নাম কি? ➟ স্ত্রী – যশোদা, কন্যা – প্রিয়দর্শনা
২৮. বুদ্ধদেবের পিতা ও মাতার নাম কি? ➟ পিতা – শুদ্ধধন, মাতা – মায়াদেবী
২৯. বুদ্ধদেবের স্ত্রী ও পুত্রের নাম কি? ➟ স্ত্রী – গোপা মতান্তরে যশোধরা, পুত্র – রাহুল
৩০. বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ➟ ত্রিপিটক
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৪
৩১. বুদ্ধ প্রথম ধর্মপ্রচার করেন ➟ সারনাথের নিকট মৃগশিখা বনে
৩২. একমাত্র মহিলা জৈন তীর্থঙ্করের নাম ➟ মল্লিনাথ ( ১৯ তম)
৩৩. মহাবিরের প্রথম শিষ্যের নাম ➟ জামালি ( মহাবিরের জামাতা)
৩৪. ষোড়শ মহাজনপদগুলির মধ্যে প্রজাতান্তিক ছিল ➟ বৃজি ও মল্ল
৩৫. দক্ষিণ ভারতের একমাত্র ষোড়শ মহাজনপদ ➟ অশ্মক
৩৬. বিনাযুদ্ধে আলেক্সজেন্ডারের বশ্যতা স্বীকার করেছিলেন ➟ রাজা অম্ভি
৩৭. প্রথম ভারতীয় রাজা যিনি আলেক্সজেন্ডারের কাছে হেরে যান ও প্রাণত্যাগ করেন ➟ অষ্টক
৩৮. আলেক্সজান্ডার ভারতের ছিলেন ➟ প্রায় ১৯ মাস
৩৯. চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে বিবাহ হয়েছিল ➟ সেলুকাসের কন্যা হেলেনের
৪০. চন্দ্রগুপ্ত মৌর্য মারা যান ➟ শ্রবণগোলায়, অনশনে
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৫
৪১. অমিত্রাঘাত বা শত্রুহনকারী উপাধি ধারণ করেছিলেন ➟ বিন্দুসার
৪২. ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধ হয়েছিল ➟ দয়া নদীর তীরে, ২৬১ খ্রিস্টপূর্বাব্দে
৪৩. অশোক শ্রীলংকায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিলেন ➟ পুত্র মহেন্দ্র ও কন্যা সঙ্ঘমিত্রাকে
৪৪. অশোকের আমলে যে বৌদ্ধ সংগীতি হয়েছিল ➟ তৃতীয়, ২৫০ খ্রিস্টপূর্বাব্দে , সভাপতি ছিলেন – মোগ্গলিপুত্ত তৃষা ( ইনি উপগুপ্ত নামেও পরিচিত)
৪৫. মৌর্য বংশের শেষ রাজা ➟ বৃহদ্রথ
৪৬. মৌর্য বংশের পরে রাজত্ব করে ➟ শুঙ্গ বংশ
৪৭. পুষ্যমিত্র সুঙ্গের সাথে গ্রিকদের যুন্ধ হয় জানা যায় ➟ কালিদাসের মালবিকাগ্নিমিত্রম থেকে
৪৮. কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ➟ কনিস্ক
৪৯. কণিষ্কর গলা কাটা মূর্তি পাওয়া গেছে ➟ মথুরাতে
৫০. কণিষ্কর রাজধানী ছিল ➟ পুরুষপুর , বর্তমানে পেশোয়ার
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৬
৫১. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ➟ চন্দ্রগুপ্ত মৌর্য
৫২. চন্দ্রগুপ্ত মৌর্য কবে সিংহাসনে বসেন? ➟ খ্রিষ্টপূর্ব ৩২৪ অব্দে
৫৩. মেগাস্থিনিস কে ছিলেন? ➟ চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় আগত গ্রিক রাজদূত
৫৪. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ➟ সিমুক
৫৫. দক্ষিনাথপতি উপাধি ধারণ করেছিলেন ➟ গৌতমীপুত্র সাতকর্ণী, গোদাবরী উপত্যকা জয়ের পর
৫৬. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ➟ শ্রীগুপ্ত
৫৭. প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম ➟ কুমারদেবী
৫৮. গুপ্তাব্দ শুরু হয় ➟ ৩২০ খিষ্টাব্দে
৫৯. পরাক্রমাঙ্ক উপাধি যে গুপ্ত সম্রাট ধারণ করেছিলেন ➟ সমুদ্রগুপ্ত
৬০. প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত বলা হতো ➟ সমুদ্রগুপ্তকে
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৭
৬১. ভারতের নেপোলিয়ান বলা হয় ➟ সমুদ্রগুপ্তকে , স্মিথ বলেছিলেন
৬২. বিনাবাদনরত অবস্থায় যে গুপ্ত সম্রাটকে মুদ্রাতে দেখা যায় ➟ সমুদ্রগুপ্ত
৬৩. দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার নাম কি ছিল? ➟ প্রভাবতী
৬৪. দ্বিতীয় চন্দ্রগুপ্ত কাকে বিবাহ করে সিংহাসনে বসেন? ➟ রামগুপ্তকে হত্যা করে তার বিধবা পত্নী ধ্রবদেবীকে বিবাহ করে
৬৫. দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন শক রাজাকে পরাজিত ও নিহত করেন? ➟ শক রাজ্ তৃতীয় রুদ্রসেন
৬৬. শকারি কার উপাধি? ➟ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ,শকদের উচ্ছেদ করার পরে এই উপাধি ধারণ করেছিলেন
৬৭. দ্বিতীয় চন্দ্রগুপ্ত কার উপাসক ছিলেন? ➟ বিষ্ণুর উপাসক ও গোঁড়া বৈষ্ণব
৬৮. নবরত্ন কোন গুপ্ত শাসকের সভায় ছিল? ➟ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৬৯. চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার আমলে ভারতে আসেন? ➟ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৭০. বিষ্ণুর বাহন গরুড়ের প্রতিকৃতি যুক্ত মুদ্রা কে চালু করেছিলেন? ➟ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৮
৭১. দেবী চন্দ্রগুপ্তম কার রচনা? ➟ বিশাখদত্তের
৭২. বিষ্ণুর উপাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের বৌদ্ধ মন্ত্রীর নাম কি ছিল? ➟ বীরসেন
৭৩. দ্বিতীয় চন্দ্রগুপ্তের সেনাপতির নাম কি ছিল? ➟ অমরকর্দভ
৭৪. নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন কে করেন? ➟ প্রথম কুমারগুপ্ত
৭৫. মহেন্দ্রাদিত্য উপাধি ধারণ করেছিলেন ➟ প্রথম কুমারগুপ্ত
৭৬. ভারতের রক্ষাকারী সম্রাট কাকে বলা হয়? ➟ স্কন্ধগুপ্ত
৭৭. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? ➟ সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেন
৭৮. প্রাচীন যুগে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন ➟ চন্দ্রগুপ্ত মৌর্য
৭৯. গুপ্তযুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? ➟ কালিদাস
৮০. শ্রেণিক উপাধি কে নিয়েছিলেন? ➟ বিম্বিসার
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৯
৮১. কুনিক উপাধি কে নিয়েছিলেন? ➟ অজাতশত্রু
৮২. শকাব্দ শুরু হয় ➟ ৭৮ খ্রিস্টাব্দ থেকে
৮৩. গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয়? ➟ কুষাণ
৮৪. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? ➟ কর্ণসুবর্ণ
৮৫. জনপদীয় যুগে এলাহাবাদ কি নাম পরিচিত ছিল? ➟ বৎস
৮৬. জনপদের যুগে দিল্লির কি নাম ছিল? ➟ কুরু
৮৭. পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত কোন জনপদ শ্রেষ্টত্ব অর্জন করে? ➟ মগধ
৮৮. মহাপদ্মনন্দকে কে “উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট” বলেছেন? ➟ আর. কে. মুখার্জী
৮৯. কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয়? ➟ চন্দ্রগুপ্ত মৌর্য
৯০. সুদর্শন হ্রদ খনন সংক্রান্ত তথ্য কোন লিপিতে পাওয়া যায়? ➟ জুনাগড় লিপি
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১০
৯১. প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? ➟ চাণক্য বা কৌটিল্য
৯২. রাজ্যবর্ধনকে হত্যা করেন ➟ শশাঙ্ক
৯৩. শশাঙ্কের মৃত্যুর পর বাংলার অরাজক অবস্থাকে কি বলা হয়? ➟ মাৎস্যন্যায়
৯৪. হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? ➟ ৬০৬ খ্রিস্টাব্দে ( ১৬ বছর বয়সে)
৯৫. হর্ষবর্ধনের রাজধানী ছিল ➟ কনৌজ
৯৬. শিলাদিত্য কার উপাধি ➟ হর্ষবর্ধন
৯৭. হর্ষবর্ধন দক্ষিণ ভারতের কার কাছে পরাজিত হন? ➟ দ্বিতীয় পুলকেশী ( নর্মদা নদীর তীরে)
৯৮. হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন? ➟ হর্ষবর্ধন
৯৯. হর্ষচরিতের রচয়িতা কে? ➟ হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট
১০০. বৌদ্ধদের কাছে কোন রাজা “পরিব্রাজকদের রাজা” বলে গণ্য হতেন? ➟ হর্ষবর্ধন
To check our latest Posts - Click Here
অনুগ্রহ করে pdf দিন।
আমরা চেষ্টা করবো PDF দেওয়ার।