NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের প্রথম ঘটনাবলি | First events in India

List of First events in India – Frequently Asked

ভারতের প্রথম ঘটনাবলি | First events in India

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের প্রথম কিছু ঘটনাবলীর তালিকা। ( ভারতের প্রথম ঘটনাবলি | First events in India )

ভারতের প্রথম ঘটনাবলির তালিকা

১. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ডাকঘর প্রতিষ্ঠা করে বোম্বেতে ১৭৬৪ সালে
২. প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়  ১৭৮০ সালে, বেঙ্গল গ্যাজেট
৩. প্রথম ভারতীয় ডাকঘর চালু হয় ১৮৩৭ সালে
৪. ভারতে প্রথম পোস্টাল স্ট্যাম্প চালু হয় ১৮৫২ সালে
৫. পরীক্ষামূলকভাবে প্রথম ইলেকট্রিক, টেলিগ্রাফ লাইন ভারতে চালু হয়  ১৮৫১ সালে ( কলকাতা থেকে ডায়মন্ডহারবারে )
৬. প্রথম রেল চলচ্যাচল শুরু হয় ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল , মুম্বাই থেকে থানে পর্যন্ত
৭. ভারতে প্রথম সুতা মিল চালু হয় ১৮৫৪ সালে বোম্বেতে
৮. প্রথম ব্লাস্ট ফার্নেস চালু করে আধুনিক স্টিল উৎপাদন শুরু হয় ১৮৭০ সালে
৯. ভারতে প্রথম সিমেন্ট কারখানা চালু হয় ১৯০৪ সালে চেন্নাইতে
১০. ভারতের প্রথম আইরন এন্ড ইন্ডাস্ট্রি চালু হয় জামশেদপুরে, ১৯০৭ সালে


১১. ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয়  ১৯২৫ সালের ৩শরা ফেব্রুয়ারি
১২. অল ইন্ডিয়া রেডিও চালু হয় ১৯৩০ সালে
১৩. ভারতের প্রথম নিউজপ্রিন্ট কারখানা চালু হয় মধ্যপ্রদেশের নেপানগরে
১৪. ভারতের প্রথম পরীক্ষামূলক টেলিভশন চালু হয় ১৯৫৯ সালের ১৫ই সেপ্টেম্বর, দিল্লিতে
১৫. ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র চালু হয় ১৯৬৯ সালে তারাপুরে
১৬. ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয়  ১৯৭৪ সালের ১৮ই মে
১৭. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় ১৯৭৫ সালের ১৯শে এপ্রিল
১৮. ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়  ১৯৮৪ সালে কলকাতায়
১৯. ভারতের প্রথম ATM চালু করে HSBC ব্যাঙ্ক, ১৯৮৭ সালে , মুম্বাইতে
২০. ভারতের প্রথম ইন্টারনেট চালু হয় ১৯৯৫ সালে , BSNL দ্বারা


২১. ভারতের প্রথম চন্দ্রাভিযান “চন্দ্রযান ১” প্রেরণ করা হয় ২০০৮ সালের ২২শে অক্টোবর
২২. ভারতের প্রথম মঙ্গলযান “মম” মঙ্গলগ্রহে প্রেরণ করা হয়েছিল ২০১৩ সালের ৫ই নভেম্বর
২৩. দেশের প্রথম ক্যাশলেস রাজ্যের স্বীকৃতি পায় গোয়া, ২০১৬ সালে
২৪. ভারতের প্রথম ডিজিটাল জেলা হল নাগপুর
২৫. ভারতের প্রথম শিশু আদালত চালু হয়  হায়দ্রাবাদে
২৬. প্রথম রাজ্য যেখানে সপ্তম পে কমিশন বাস্তবায়িত হয়েছিল হরিয়ানা
২৭. UJALA প্রকল্পে প্রথম ২ কোটি LED বালব বিতরণ করে গুজরাট
২৮. ভারতের প্রথম এমফিবিয়াস বাস প্রকল্প চালু হয়েছে  পাঞ্জাবের অমৃতসরে
২৯. প্রথম সাইবার ক্রাইম থানা চালু হয়েছে কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে
৩০. ভারতের প্রথম ই-বিধানসভা চালু হয়েছে হিমাচলপ্রদেশে
৩১. ভারতের প্রথম রাজ্য যেটি প্রথম কেরোসিন তেলে সরাসরি ভর্তুকি ব্যাবস্থা বাস্তবায়িত করেছে ঝাড়খন্ড
৩২. ভারতে প্রথম চেরি ফুলের উৎসব চালু হয়  মেঘালয়ে
৩৩. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিল প্রথম চালু হয় উত্তরপ্রদেশের কানপুরে
৩৪. ভারতের প্রথম রাজ্য যেখানে সব জেলায় সাইবার পুলিশ স্টেশন চালু হয়েছে মহারাষ্ট্র
৩৫. ভারতের প্রথম জলের তোলাই রেস্তুরাঁ চালু হয়েছে আহমেদাবাদে
৩৬. ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে ভদোদরায়
৩৭. ভারতের প্রথম প্রতিরক্ষা পার্ক গড়ে উঠেছে কেরলের ওট্টাপালমে
৩৮. ভারতের প্রথম LCD প্যানেল প্লান্ট চালু হয়েছে মহারাষ্ট্রে
৩৯. ভারতের প্রথম সিভিল এভিয়েশন পার্ক গড়ে উঠেছে গুজরাটে
৪০. ভারতের প্রথম মহাকাশ উদ্যান গড়ে উঠেছে ব্যাঙ্গালুরুতে


ভারতের প্রথম ঘটনাবলি তালিকা

৪১. ভারতের প্রথম ডিজিটাল রাজ্য হল কেরালা
৪২. ভারতের মধ্যে প্রথম টাইগার সেল তৈরী হয় দেরাদুনে
৪৩. ভারতের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর গড়ে ওঠে নিউ দিল্লিতে
৪৪. ভারতের প্রথম উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য সিকিম
৪৫. এশিয়া তথা ভারতের সব থেকে বড়ো জঙ্গল সাফারি রয়েছে ছত্তিশগড়ে
৪৬. এশিয়া তথা ভারতের প্রথম দীর্ঘতম সাইকেল হাইওয়ে চালু হয়েছে  উত্তরপ্রদেশে
৪৭. ভারতের প্রথম ডিজিটাল গ্রাম হল গুজরাটের অকোদারা
৪৮. ভারতের প্রথম LNG ( লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) বাস চালু হয় কেরালাতে
৪৯. ভারতের প্রথম দ্বীপ জেলা হল আসামের মাজুলি
৫০. ভারতের প্রথম ওয়াই-ফাই হটস্পট গ্রাম হল  হরিয়ানার গুমথালা গারহু


৫১. ভারতের প্রথম হ্যাপি জংশন বিহারের সোনপুর
৫২. ভারতের প্রথম সৌরচালিত নৌকা চালু হল কেরালাতে
৫৩. ভারতের প্রথম ক্যাশলেস দ্বীপ হল করং
৫৪. ভারতের প্রথম ভাসমান বিদ্যালয় “লোকটাক এলিমেন্টারি ফ্লোটিং স্কুল” চালু হয়েছে  মনিপুরের লোকটাকে হ্রদে
৫৫. ভারতের প্রথম ইন্টিগ্রেটেড হেলিপোর্ট চালু হয়েছে উত্তর দিল্লির রোহিনীতে
৫৬. ভারতের প্রথম ভার্টিকাল গার্ডেন চালু হল বেঙ্গালুরুতে
৫৭. ভারতের প্রথম সমুদ্রের উপর দিয়ে রোপওয়ে চালু করার উদ্যোগ নিলো মুম্বাই পোর্ট ট্রাস্ট
৫৮. ভারতের প্রথম স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন রয়েছে মহারাষ্ট্রে
৫৯. ভারতের প্রথম বায়ো রিফাইনারি প্লান্ট চালু হল পুনেতে
৬০. প্রথম বৈদ্যুতিক রেডিও ট্যাক্সি চালু হয়েছে নাগপুরে


ভারতের প্রথম ঘটনাবলি তালিকা

৬১. ভারতের প্রথম শহরযেটি রোবট ট্রাফিক পুলিশ চালু করলো ইন্দোর
৬২. দক্ষিণ এশিয়ার প্রথম রো-রো ফেরি চালু হল গুজরাটে
৬৩. ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত রেলওয়ে স্টেশন হল মহারাষ্ট্রের মাতুঙ্গা স্টেশন
৬৪. ভারতের প্রথম হেলি-ট্যাক্সি পরিষেবা চালু হল ব্যাঙ্গালুরুতে
৬৫. ভারতের প্রথম মাইক্রো ফরেস্ট গড়ে উঠেছে ছত্তিশগড়ের রায়পুরে
৬৬. ভারতের প্রথম রেল দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে উঠেছে ব্যাঙ্গালুরুতে
৬৭. ভারতের প্রথম অ্যাডভান্সড হোমিওপ্যাথি ভাইরোলজি ল্যাব চালু হয়েছে কলকাতায়
৬৮. ভারতের প্রথম ন্যাশনাল স্পোর্টস মিউজিয়াম গড়ে উঠেছে  নতুন দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে
৬৯. প্রথম রাজ্য যেটি ওরাল মেডিসিনের মাধ্যমে হেপাটাইটিস-সি রোগের চিকিৎসা চালু করলো  হরিয়ানা
৭০. ভারতের প্রথম কার্টুন নেটওয়ার্ক থিম পার্ক আমাজিয়া গড়ে উঠেছে গুজরাটের সুরাটে


৭১. ভারতের প্রথম ভাসমান সৌরশক্তি কেন্দ্র গড়ে উঠেছে কেরালাতে
৭২. ভারতের প্রথম চলমান খাদ্য পরীক্ষা ল্যাবরেটরি চালু হয়েছে গোয়াতে
৭৩. ভারতের প্রথম শহর যেটি নিজের লোগো তৈরী করেছে ব্যাঙ্গালুরু
৭৪. ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত রেলস্টেশন গুয়াহাটি 
৭৫. ভারতের প্রথম শহর যেখানে  ট্র্যাফিক সিগন্যালে মহিলা আইকন -এর ছবি দেওয়া হলো  মুম্বাই  
৭৬. ভাষার ভিত্তিতে গঠিত স্বাধীন ভারতের প্রথম রাজ্য  অন্ধ্রপ্রদেশ 
৭৭. ভারতের প্রথম রাজ্য যেটি তুষার চিতা সংরক্ষণ কেন্দ্র তৈরী করার তৈরী করার পরিকল্পনা করেছে উত্তরাখন্ড 
৭৮. ভারতের প্রথম কোম্পানি যেটি ১৩ লক্ষ কোটি মার্কেট ক্যাপিটালাইজেশনের লক্ষে পৌঁছলো  রিলায়েন্স 
৭৯. ভারতের প্রথম রাজ্য যেখানে বিদ্যুৎ লাইন এবং ট্রান্সমিশন টাওয়ার পরিদর্শন করতে ড্রোন ব্যবহার শুরু হল মহারাষ্ট্র
৮০. ভারতের প্রথম লাইকেন পার্ক গড়ে উঠেছে কোন রাজ্যে? উত্তরাখন্ড 


ভারতের প্রথম ঘটনাবলি তালিকা

৮১. ভারতের প্রথম মহাকাশচারী  রাকেশ শর্মা 
৮২. ভারতের প্রথম উপগ্রহ  আর্যভট্ট  
৮৩. ভারতের প্রথম পারমাণবিক চুল্লি  ➟ অপ্সরা 
৮৪. ভারতের প্রথম সফল চন্দ্রাভিযান   চন্দ্রায়ণ -১
৮৫. ভারতের প্রথম বেসরকারী মহাকাশ সংস্থা যেটি  রকেট(“রমন”)ইঞ্জিনের টেস্ট ফায়ার করল Skyroot Aerospace
৮৬. ভারতের প্রথম  মহিলা মহাকাশচারী  কল্পনা চাওলা
৮৭. ভারতের প্রথম এভারেস্টজয়ী    অবতার সিং চীমা
৮৮. ভারতের প্রথম মহিলা এভারেস্টজয়ী বাচেন্দ্রী পাল  
৮৯. ভারতের প্রথম ব্যাক্তি যিনি ইংলিশ চ্যানেল সাঁতার করে অতিক্রম করেন   মিহির সেন 
৯০. ভারতের প্রথম মহিলা  যিনি ইংলিশ চ্যানেল সাঁতার করে অতিক্রম করেন   আরতি সাহা 


৯১. ভারতের প্রথম অলিম্পিকে দলগত মেডেল হকি স্বর্ণ পদক (১৯২৮ অলিম্পিক )
৯২. ভারতের প্রথম অলিম্পিকে  স্বর্ণ পদক অভিনব বিন্দ্রা
৯৩. ভারতের প্রথম একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপে জয় লাভ ১৯৮৩ সালে
৯৪. ভারতের প্রথম টি -২০ ক্রিকেট বিশ্বকাপে জয় লাভ  ২০০৭ সালে 
৯৫. ভারতের প্রথম নোবেলজয়ী   রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩)
৯৬. ভারতের প্রথম অস্কারজয়ী ব্যাক্তিত্ব ভানু আথাইয়া 
৯৭. ভারতের প্রথম চলচ্চিত্র  রাজা হরিশচন্দ্র
৯৮. ভারতের প্রথম ভারত রত্ন প্রাপক ডঃ রাজেন্দ্র প্রসাদ 
৯৯. ভারতের প্রথম হাইকোর্ট  কলকাতা হাইকোর্ট 
১০০. ভারতের প্রথম মেডিক্যাল কলেজ   কলকাতা মেডিক্যাল কলেজ (১৮৩৫)

আরো দেখো :[ ভারত সম্পর্কে ২৫টি তথ্য যা আপনাকে গর্বিত করে তুলবে ]

১০১. প্রথম ভারতীয় মহিলার যার ছবি ডাকটিকিটে প্রকাশ পায় মীরা বাঈ
১০২. প্যারালিম্পিক পদক জয়ী প্রথম IAS অফিসার সুহাস ইয়াতিরাজ
১০৩. প্রথম ভারতীয় মহিলা বৈমানিক সরলা ঠকরাল
১০৪. প্যারা-অলিম্পিকে সোনা জয়ী প্রথম ভারতীয় মহিলা অবনী লেখারা
১০৫. ভারতের প্রথম স্মগ টাওয়ার তৈরী হয়েছে দিল্লিতে
১০৬. ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী প্রথম ভারতীয় পি ভি সিন্ধু
১০৭. ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন ভগিনী নিবেদিতা
১০৮. ভারতের প্রথম ড্রোন ফরেনসিক ল্যাব শুরু হয়েছে কেরালাতে
১০৯. ভারতের প্রথম জাতীয় উদ্যানে যেখানে স্যাটেলাইট ফোন ব্যবহার করা হয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান
১১০. ভারতের প্রথম ‘ওয়াটার প্লাস’ সার্টিফাইড শহর ইন্দোর


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button