ভারতের প্রথম ঘটনাবলি | First events in India
List of First events in India – Frequently Asked
ভারতের প্রথম ঘটনাবলি | First events in India
ভারতের প্রথম ঘটনাবলির তালিকা
১. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ডাকঘর প্রতিষ্ঠা করে ➟ বোম্বেতে ১৭৬৪ সালে
২. প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় ➟ ১৭৮০ সালে, বেঙ্গল গ্যাজেট
৩. প্রথম ভারতীয় ডাকঘর চালু হয় ➟ ১৮৩৭ সালে
৪. ভারতে প্রথম পোস্টাল স্ট্যাম্প চালু হয় ➟ ১৮৫২ সালে
৫. পরীক্ষামূলকভাবে প্রথম ইলেকট্রিক, টেলিগ্রাফ লাইন ভারতে চালু হয় ➟ ১৮৫১ সালে ( কলকাতা থেকে ডায়মন্ডহারবারে )
৬. প্রথম রেল চলচ্যাচল শুরু হয় ➟ ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল , মুম্বাই থেকে থানে পর্যন্ত
৭. ভারতে প্রথম সুতা মিল চালু হয় ➟ ১৮৫৪ সালে বোম্বেতে
৮. প্রথম ব্লাস্ট ফার্নেস চালু করে আধুনিক স্টিল উৎপাদন শুরু হয় ➟ ১৮৭০ সালে
৯. ভারতে প্রথম সিমেন্ট কারখানা চালু হয় ➟ ১৯০৪ সালে চেন্নাইতে
১০. ভারতের প্রথম আইরন এন্ড ইন্ডাস্ট্রি চালু হয় ➟ জামশেদপুরে, ১৯০৭ সালে
১১. ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় ➟ ১৯২৫ সালের ৩শরা ফেব্রুয়ারি
১২. অল ইন্ডিয়া রেডিও চালু হয় ➟ ১৯৩০ সালে
১৩. ভারতের প্রথম নিউজপ্রিন্ট কারখানা চালু হয় ➟ মধ্যপ্রদেশের নেপানগরে
১৪. ভারতের প্রথম পরীক্ষামূলক টেলিভশন চালু হয় ➟ ১৯৫৯ সালের ১৫ই সেপ্টেম্বর, দিল্লিতে
১৫. ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র চালু হয় ➟ ১৯৬৯ সালে তারাপুরে
১৬. ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয় ➟ ১৯৭৪ সালের ১৮ই মে
১৭. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় ➟ ১৯৭৫ সালের ১৯শে এপ্রিল
১৮. ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় ➟ ১৯৮৪ সালে কলকাতায়
১৯. ভারতের প্রথম ATM চালু করে ➟ HSBC ব্যাঙ্ক, ১৯৮৭ সালে , মুম্বাইতে
২০. ভারতের প্রথম ইন্টারনেট চালু হয় ➟ ১৯৯৫ সালে , BSNL দ্বারা
২১. ভারতের প্রথম চন্দ্রাভিযান “চন্দ্রযান ১” প্রেরণ করা হয় ➟ ২০০৮ সালের ২২শে অক্টোবর
২২. ভারতের প্রথম মঙ্গলযান “মম” মঙ্গলগ্রহে প্রেরণ করা হয়েছিল ➟ ২০১৩ সালের ৫ই নভেম্বর
২৩. দেশের প্রথম ক্যাশলেস রাজ্যের স্বীকৃতি পায় ➟ গোয়া, ২০১৬ সালে
২৪. ভারতের প্রথম ডিজিটাল জেলা হল ➟ নাগপুর
২৫. ভারতের প্রথম শিশু আদালত চালু হয় ➟ হায়দ্রাবাদে
২৬. প্রথম রাজ্য যেখানে সপ্তম পে কমিশন বাস্তবায়িত হয়েছিল ➟ হরিয়ানা
২৭. UJALA প্রকল্পে প্রথম ২ কোটি LED বালব বিতরণ করে ➟ গুজরাট
২৮. ভারতের প্রথম এমফিবিয়াস বাস প্রকল্প চালু হয়েছে ➟ পাঞ্জাবের অমৃতসরে
২৯. প্রথম সাইবার ক্রাইম থানা চালু হয়েছে ➟ কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে
৩০. ভারতের প্রথম ই-বিধানসভা চালু হয়েছে ➟ হিমাচলপ্রদেশে
৩১. ভারতের প্রথম রাজ্য যেটি প্রথম কেরোসিন তেলে সরাসরি ভর্তুকি ব্যাবস্থা বাস্তবায়িত করেছে ➟ ঝাড়খন্ড
৩২. ভারতে প্রথম চেরি ফুলের উৎসব চালু হয় ➟ মেঘালয়ে
৩৩. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিল প্রথম চালু হয় ➟ উত্তরপ্রদেশের কানপুরে
৩৪. ভারতের প্রথম রাজ্য যেখানে সব জেলায় সাইবার পুলিশ স্টেশন চালু হয়েছে ➟ মহারাষ্ট্র
৩৫. ভারতের প্রথম জলের তোলাই রেস্তুরাঁ চালু হয়েছে ➟ আহমেদাবাদে
৩৬. ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে ➟ ভদোদরায়
৩৭. ভারতের প্রথম প্রতিরক্ষা পার্ক গড়ে উঠেছে ➟ কেরলের ওট্টাপালমে
৩৮. ভারতের প্রথম LCD প্যানেল প্লান্ট চালু হয়েছে ➟ মহারাষ্ট্রে
৩৯. ভারতের প্রথম সিভিল এভিয়েশন পার্ক গড়ে উঠেছে ➟ গুজরাটে
৪০. ভারতের প্রথম মহাকাশ উদ্যান গড়ে উঠেছে ➟ ব্যাঙ্গালুরুতে
ভারতের প্রথম ঘটনাবলি তালিকা
৪১. ভারতের প্রথম ডিজিটাল রাজ্য হল ➟ কেরালা
৪২. ভারতের মধ্যে প্রথম টাইগার সেল তৈরী হয় ➟ দেরাদুনে
৪৩. ভারতের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর গড়ে ওঠে ➟ নিউ দিল্লিতে
৪৪. ভারতের প্রথম উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য ➟ সিকিম
৪৫. এশিয়া তথা ভারতের সব থেকে বড়ো জঙ্গল সাফারি রয়েছে ➟ ছত্তিশগড়ে
৪৬. এশিয়া তথা ভারতের প্রথম দীর্ঘতম সাইকেল হাইওয়ে চালু হয়েছে ➟ উত্তরপ্রদেশে
৪৭. ভারতের প্রথম ডিজিটাল গ্রাম হল ➟ গুজরাটের অকোদারা
৪৮. ভারতের প্রথম LNG ( লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) বাস চালু হয় ➟ কেরালাতে
৪৯. ভারতের প্রথম দ্বীপ জেলা হল ➟ আসামের মাজুলি
৫০. ভারতের প্রথম ওয়াই-ফাই হটস্পট গ্রাম হল ➟ হরিয়ানার গুমথালা গারহু
৫১. ভারতের প্রথম হ্যাপি জংশন ➟ বিহারের সোনপুর
৫২. ভারতের প্রথম সৌরচালিত নৌকা চালু হল ➟ কেরালাতে
৫৩. ভারতের প্রথম ক্যাশলেস দ্বীপ হল ➟ করং
৫৪. ভারতের প্রথম ভাসমান বিদ্যালয় “লোকটাক এলিমেন্টারি ফ্লোটিং স্কুল” চালু হয়েছে ➟ মনিপুরের লোকটাকে হ্রদে
৫৫. ভারতের প্রথম ইন্টিগ্রেটেড হেলিপোর্ট চালু হয়েছে ➟ উত্তর দিল্লির রোহিনীতে
৫৬. ভারতের প্রথম ভার্টিকাল গার্ডেন চালু হল ➟ বেঙ্গালুরুতে
৫৭. ভারতের প্রথম সমুদ্রের উপর দিয়ে রোপওয়ে চালু করার উদ্যোগ নিলো ➟ মুম্বাই পোর্ট ট্রাস্ট
৫৮. ভারতের প্রথম স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন রয়েছে ➟ মহারাষ্ট্রে
৫৯. ভারতের প্রথম বায়ো রিফাইনারি প্লান্ট চালু হল ➟ পুনেতে
৬০. প্রথম বৈদ্যুতিক রেডিও ট্যাক্সি চালু হয়েছে ➟ নাগপুরে
ভারতের প্রথম ঘটনাবলি তালিকা
৬১. ভারতের প্রথম শহরযেটি রোবট ট্রাফিক পুলিশ চালু করলো ➟ ইন্দোর
৬২. দক্ষিণ এশিয়ার প্রথম রো-রো ফেরি চালু হল ➟ গুজরাটে
৬৩. ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত রেলওয়ে স্টেশন হল ➟ মহারাষ্ট্রের মাতুঙ্গা স্টেশন
৬৪. ভারতের প্রথম হেলি-ট্যাক্সি পরিষেবা চালু হল ➟ ব্যাঙ্গালুরুতে
৬৫. ভারতের প্রথম মাইক্রো ফরেস্ট গড়ে উঠেছে ➟ ছত্তিশগড়ের রায়পুরে
৬৬. ভারতের প্রথম রেল দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে উঠেছে ➟ ব্যাঙ্গালুরুতে
৬৭. ভারতের প্রথম অ্যাডভান্সড হোমিওপ্যাথি ভাইরোলজি ল্যাব চালু হয়েছে ➟ কলকাতায়
৬৮. ভারতের প্রথম ন্যাশনাল স্পোর্টস মিউজিয়াম গড়ে উঠেছে ➟ নতুন দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে
৬৯. প্রথম রাজ্য যেটি ওরাল মেডিসিনের মাধ্যমে হেপাটাইটিস-সি রোগের চিকিৎসা চালু করলো ➟ হরিয়ানা
৭০. ভারতের প্রথম কার্টুন নেটওয়ার্ক থিম পার্ক আমাজিয়া গড়ে উঠেছে ➟ গুজরাটের সুরাটে
৭১. ভারতের প্রথম ভাসমান সৌরশক্তি কেন্দ্র গড়ে উঠেছে ➟ কেরালাতে
৭২. ভারতের প্রথম চলমান খাদ্য পরীক্ষা ল্যাবরেটরি চালু হয়েছে ➟ গোয়াতে
৭৩. ভারতের প্রথম শহর যেটি নিজের লোগো তৈরী করেছে ➟ ব্যাঙ্গালুরু
৭৪. ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত রেলস্টেশন ➟ গুয়াহাটি
৭৫. ভারতের প্রথম শহর যেখানে ট্র্যাফিক সিগন্যালে মহিলা আইকন -এর ছবি দেওয়া হলো ➟ মুম্বাই
৭৬. ভাষার ভিত্তিতে গঠিত স্বাধীন ভারতের প্রথম রাজ্য ➟ অন্ধ্রপ্রদেশ
৭৭. ভারতের প্রথম রাজ্য যেটি তুষার চিতা সংরক্ষণ কেন্দ্র তৈরী করার তৈরী করার পরিকল্পনা করেছে ➟ উত্তরাখন্ড
৭৮. ভারতের প্রথম কোম্পানি যেটি ১৩ লক্ষ কোটি মার্কেট ক্যাপিটালাইজেশনের লক্ষে পৌঁছলো ➟ রিলায়েন্স
৭৯. ভারতের প্রথম রাজ্য যেখানে বিদ্যুৎ লাইন এবং ট্রান্সমিশন টাওয়ার পরিদর্শন করতে ড্রোন ব্যবহার শুরু হল ➟ মহারাষ্ট্র
৮০. ভারতের প্রথম লাইকেন পার্ক গড়ে উঠেছে কোন রাজ্যে? ➟ উত্তরাখন্ড
ভারতের প্রথম ঘটনাবলি তালিকা
৮১. ভারতের প্রথম মহাকাশচারী ➟ রাকেশ শর্মা
৮২. ভারতের প্রথম উপগ্রহ ➟ আর্যভট্ট
৮৩. ভারতের প্রথম পারমাণবিক চুল্লি ➟ অপ্সরা
৮৪. ভারতের প্রথম সফল চন্দ্রাভিযান ➟ চন্দ্রায়ণ -১
৮৫. ভারতের প্রথম বেসরকারী মহাকাশ সংস্থা যেটি রকেট(“রমন”)ইঞ্জিনের টেস্ট ফায়ার করল ➟ Skyroot Aerospace
৮৬. ভারতের প্রথম মহিলা মহাকাশচারী ➟ কল্পনা চাওলা
৮৭. ভারতের প্রথম এভারেস্টজয়ী ➟ অবতার সিং চীমা
৮৮. ভারতের প্রথম মহিলা এভারেস্টজয়ী ➟বাচেন্দ্রী পাল
৮৯. ভারতের প্রথম ব্যাক্তি যিনি ইংলিশ চ্যানেল সাঁতার করে অতিক্রম করেন ➟ মিহির সেন
৯০. ভারতের প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল সাঁতার করে অতিক্রম করেন ➟ আরতি সাহা
৯১. ভারতের প্রথম অলিম্পিকে দলগত মেডেল ➟ হকি স্বর্ণ পদক (১৯২৮ অলিম্পিক )
৯২. ভারতের প্রথম অলিম্পিকে স্বর্ণ পদক ➟ অভিনব বিন্দ্রা
৯৩. ভারতের প্রথম একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপে জয় লাভ ➟ ১৯৮৩ সালে
৯৪. ভারতের প্রথম টি -২০ ক্রিকেট বিশ্বকাপে জয় লাভ ➟ ২০০৭ সালে
৯৫. ভারতের প্রথম নোবেলজয়ী ➟ রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩)
৯৬. ভারতের প্রথম অস্কারজয়ী ব্যাক্তিত্ব ➟ ভানু আথাইয়া
৯৭. ভারতের প্রথম চলচ্চিত্র ➟ রাজা হরিশচন্দ্র
৯৮. ভারতের প্রথম ভারত রত্ন প্রাপক ➟ ডঃ রাজেন্দ্র প্রসাদ
৯৯. ভারতের প্রথম হাইকোর্ট ➟ কলকাতা হাইকোর্ট
১০০. ভারতের প্রথম মেডিক্যাল কলেজ ➟ কলকাতা মেডিক্যাল কলেজ (১৮৩৫)
আরো দেখো :[ ভারত সম্পর্কে ২৫টি তথ্য যা আপনাকে গর্বিত করে তুলবে ]
১০১. প্রথম ভারতীয় মহিলার যার ছবি ডাকটিকিটে প্রকাশ পায় ➟ মীরা বাঈ
১০২. প্যারালিম্পিক পদক জয়ী প্রথম IAS অফিসার ➟ সুহাস ইয়াতিরাজ
১০৩. প্রথম ভারতীয় মহিলা বৈমানিক ➟ সরলা ঠকরাল
১০৪. প্যারা-অলিম্পিকে সোনা জয়ী প্রথম ভারতীয় মহিলা ➟ অবনী লেখারা
১০৫. ভারতের প্রথম স্মগ টাওয়ার তৈরী হয়েছে ➟ দিল্লিতে
১০৬. ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী প্রথম ভারতীয় ➟ পি ভি সিন্ধু
১০৭. ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন ➟ ভগিনী নিবেদিতা
১০৮. ভারতের প্রথম ড্রোন ফরেনসিক ল্যাব শুরু হয়েছে ➟ কেরালাতে
১০৯. ভারতের প্রথম জাতীয় উদ্যানে যেখানে স্যাটেলাইট ফোন ব্যবহার করা হয়েছে ➟ কাজিরাঙ্গা জাতীয় উদ্যান
১১০. ভারতের প্রথম ‘ওয়াটার প্লাস’ সার্টিফাইড শহর ➟ ইন্দোর
To check our latest Posts - Click Here