Geography NotesGeneral Knowledge Notes in Bengali

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা – PDF

List of Important Cities of West Bengal on River Banks

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা। পশ্চিমবঙ্গের কোন শহর কোন নদীর তীরে অবস্থিত তার একটি সম্যক ধারণা তোমার আজকে এই পোস্ট থেকে পেয়ে যাবে।

পশ্চিমবঙ্গের কোন শহর কোন নদীর তীরে অবস্থিত

ক্রমঃশহরনদীজেলা
আলিপুরদুয়ারকালজানিআলিপুরদুয়ার
আসানসোলদামোদরপশ্চিম বর্ধমান
ইংরেজ বাজারমহানন্দামালদা
ইটাহারমহানন্দাউত্তর দিনাজপুর
ইলাম বাজারঅজয়বীরভূম
ইসলামপুরমহানন্দাউত্তর দিনাজপুর
কলকাতাহুগলীকলকাতা
কাটোয়াভাগীরথীপূর্ব বর্ধমান
কালিম্পংতিস্তাকালিম্পং
১০কৃষ্ণনগরজলঙ্গিনদীয়া
১১কেদুলিঅজয়বীরভূম
১২কোচবিহারতোর্সাকোচবিহার
১৩কোলাঘাটরূপনারায়নপুর্ব মেদিনীপুর
১৪ক্যানিংমাতলাদক্ষিণ ২৪ পরগনা
১৫চন্দননগরহুগলীহুগলী
১৬জলপাইগুড়িতিস্তা, করলাজলপাইগুড়ি
১৭তমলুকরূপনারায়নপূর্ব মেদিনীপুর
১৮তারাপীঠদ্বারকাবীরভূম
১৯ত্রিবেণীহুগলীহুগলী
২০দুর্গাপুরদামোদরপশ্চিম বর্ধমান
২১ধূপগুরিজলঢাকাজলপাইগুড়ি
২২নবদ্বীপভাগীরিথীনদীয়া
২৩পুরুলিয়াকংসাবতীপুরুলিয়া
২৪বনগাঁইছামতিউত্তর ২৪ পরগনা
২৫বর্ধমানদামোদরপূর্ব বর্ধমান
২৬বসিরহাটইছামতীউত্তর ২৪ পরগনা
২৭বহরমপুরভাগীরথীমুর্শিদাবাদ
২৮বাঁকুড়াগন্ধেশ্বরী ও ধলকিশোরবাঁকুড়া
২৯বালুরঘাটআত্রেয়ীদক্ষিণ দিনাজপুর
৩০বেলুড়কোপাইহাওড়া
৩১ব্যারাকপুরহুগলীউত্তর ২৪ পরগনা
৩২মাথাভাঙাজলঢাকাকোচবিহার
৩৩মালদাহমহানন্দামালদাহ
৩৪মুর্শিদাবাদভাগীরথীমুর্শিদাবাদ
৩৫মেদিনীপুরকংসাবতীপশ্চিম মেদিনীপুর
৩৬রাণাঘাটচূর্ণীনদীয়া
৩৭রানীগঞ্জদামোদরপশ্চিম বর্ধমান
৩৮শান্তিনিকেতনঅজয়বীরভূম
৩৯শান্তিপুরচুর্ণীনদীয়া
৪০শিলিগুড়িমহানন্দা ও বালাসানদার্জিলিং
৪১সিউড়িময়ুরাক্ষীবীরভূম
৪২হলদিয়াহলদিপূর্ব মেদিনীপুর
৪৩হাওড়াহুগলীহাওড়া
৪৪হাসনাবাদইছামতীউত্তর ২৪ পরগনা
List of Important Cities of West Bengal on River Banks

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর থেকে কিছু প্রশ্ন ও উত্তর :

১. শান্তিনিকেতন কোন নদীর তীরে অবহিত ?
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের নিকট কোপাই নদী ও অজয় নদের তীরে অবস্থিত শান্তিনিকেতন।

২. পলাশী কোন নদীর তীরে অবস্থিত?
পলাশী ভাগীরথী নদীর তীরে অবস্থিত।

৩. শিলিগুড়ি  কোন নদীর তীরে অবস্থিত?
শিলিগুড়ি  মহানন্দা ও বালাসন নদীর তীরে অবস্থিত।

৪. কলকাতা হুগলি নদীর কোন তীরে অবস্থিত?
কলকাতা হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত।

এই নোটটির পিডিএফ ডাউনলোড অপসন নিচে দেওয়া রইলো ।

Download Section :

  • File Name : পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা – PDF – বাংলা কুইজ
  • File Size : 1.8 MB
  • Format : PDF
  • No. of Pages : 03
  • Language : Bengali
  • Subject : West Bengal Geograpy

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button