Geography NotesGeneral Knowledge Notes in Bengali
পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা – PDF
List of Important Cities of West Bengal on River Banks
পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা। পশ্চিমবঙ্গের কোন শহর কোন নদীর তীরে অবস্থিত তার একটি সম্যক ধারণা তোমার আজকে এই পোস্ট থেকে পেয়ে যাবে।
পশ্চিমবঙ্গের কোন শহর কোন নদীর তীরে অবস্থিত
ক্রমঃ | শহর | নদী | জেলা |
---|---|---|---|
১ | আলিপুরদুয়ার | কালজানি | আলিপুরদুয়ার |
২ | আসানসোল | দামোদর | পশ্চিম বর্ধমান |
৩ | ইংরেজ বাজার | মহানন্দা | মালদা |
৪ | ইটাহার | মহানন্দা | উত্তর দিনাজপুর |
৫ | ইলাম বাজার | অজয় | বীরভূম |
৬ | ইসলামপুর | মহানন্দা | উত্তর দিনাজপুর |
৭ | কলকাতা | হুগলী | কলকাতা |
৮ | কাটোয়া | ভাগীরথী | পূর্ব বর্ধমান |
৯ | কালিম্পং | তিস্তা | কালিম্পং |
১০ | কৃষ্ণনগর | জলঙ্গি | নদীয়া |
১১ | কেদুলি | অজয় | বীরভূম |
১২ | কোচবিহার | তোর্সা | কোচবিহার |
১৩ | কোলাঘাট | রূপনারায়ন | পুর্ব মেদিনীপুর |
১৪ | ক্যানিং | মাতলা | দক্ষিণ ২৪ পরগনা |
১৫ | চন্দননগর | হুগলী | হুগলী |
১৬ | জলপাইগুড়ি | তিস্তা, করলা | জলপাইগুড়ি |
১৭ | তমলুক | রূপনারায়ন | পূর্ব মেদিনীপুর |
১৮ | তারাপীঠ | দ্বারকা | বীরভূম |
১৯ | ত্রিবেণী | হুগলী | হুগলী |
২০ | দুর্গাপুর | দামোদর | পশ্চিম বর্ধমান |
২১ | ধূপগুরি | জলঢাকা | জলপাইগুড়ি |
২২ | নবদ্বীপ | ভাগীরিথী | নদীয়া |
২৩ | পুরুলিয়া | কংসাবতী | পুরুলিয়া |
২৪ | বনগাঁ | ইছামতি | উত্তর ২৪ পরগনা |
২৫ | বর্ধমান | দামোদর | পূর্ব বর্ধমান |
২৬ | বসিরহাট | ইছামতী | উত্তর ২৪ পরগনা |
২৭ | বহরমপুর | ভাগীরথী | মুর্শিদাবাদ |
২৮ | বাঁকুড়া | গন্ধেশ্বরী ও ধলকিশোর | বাঁকুড়া |
২৯ | বালুরঘাট | আত্রেয়ী | দক্ষিণ দিনাজপুর |
৩০ | বেলুড় | কোপাই | হাওড়া |
৩১ | ব্যারাকপুর | হুগলী | উত্তর ২৪ পরগনা |
৩২ | মাথাভাঙা | জলঢাকা | কোচবিহার |
৩৩ | মালদাহ | মহানন্দা | মালদাহ |
৩৪ | মুর্শিদাবাদ | ভাগীরথী | মুর্শিদাবাদ |
৩৫ | মেদিনীপুর | কংসাবতী | পশ্চিম মেদিনীপুর |
৩৬ | রাণাঘাট | চূর্ণী | নদীয়া |
৩৭ | রানীগঞ্জ | দামোদর | পশ্চিম বর্ধমান |
৩৮ | শান্তিনিকেতন | অজয় | বীরভূম |
৩৯ | শান্তিপুর | চুর্ণী | নদীয়া |
৪০ | শিলিগুড়ি | মহানন্দা ও বালাসান | দার্জিলিং |
৪১ | সিউড়ি | ময়ুরাক্ষী | বীরভূম |
৪২ | হলদিয়া | হলদি | পূর্ব মেদিনীপুর |
৪৩ | হাওড়া | হুগলী | হাওড়া |
৪৪ | হাসনাবাদ | ইছামতী | উত্তর ২৪ পরগনা |
পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর থেকে কিছু প্রশ্ন ও উত্তর :
১. শান্তিনিকেতন কোন নদীর তীরে অবহিত ?
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের নিকট কোপাই নদী ও অজয় নদের তীরে অবস্থিত শান্তিনিকেতন।
২. পলাশী কোন নদীর তীরে অবস্থিত?
পলাশী ভাগীরথী নদীর তীরে অবস্থিত।
৩. শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?
শিলিগুড়ি মহানন্দা ও বালাসন নদীর তীরে অবস্থিত।
৪. কলকাতা হুগলি নদীর কোন তীরে অবস্থিত?
কলকাতা হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত।
এই নোটটির পিডিএফ ডাউনলোড অপসন নিচে দেওয়া রইলো ।
Download Section :
- File Name : পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা – PDF – বাংলা কুইজ
- File Size : 1.8 MB
- Format : PDF
- No. of Pages : 03
- Language : Bengali
- Subject : West Bengal Geograpy
আরও দেখে নাও :
- ভারতের বিভিন্ন নদ-নদী – তাদের উপনদী, শাখানদী ও অন্যান্য তথ্য
- কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত -PDF
- পশ্চিমবঙ্গের নদনদী
- ভারতের নদী তীরবর্তী প্রসিদ্ধ শহর ( PDF )
- ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল – PDF – গুরুত্বপূর্ণ নদনদী
To check our latest Posts - Click Here