ইতিহাস MCQ – সেট ১৫ – আধুনিক ভারত
History MCQ – Set 15 – Modern History
71. ভাইয়াচার ভূমি ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল ?
(A) বাংলাদেশে
(B) বিহারে
(C) পাঞ্জাবে
(D) উত্তরপ্রদেশে
72. কত সালে পোস্ট আন্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয় ?
(A) ১৯০৭
(B) ১৮৫৩
(C) ১৮৫৫
(D) ১৯০৫
73. তিনটি গোলটেবিল বৈঠকের মধ্যে কোনটিতে কংগ্রেস অংশগ্রহণ করেছিল?
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) কোনোটিতে অংশগ্রহণ করেনি
74. নিচের কোন ভারতীয় রাজনীতিবিদ নরমপন্থী ছিলেন না?
(A) দাদাভাই নৌরজি
(B) বালগঙ্গাধর তিলক
(C) গোপালকৃষ্ণ গোখলে
(D) এম. জি. রানাডে
75. কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন?
(A) হরিপুরা ১৯৩৮
(B) বেলগ্রাম ১৯২৪
(C) কানপুর ১৯২৫
(D) গুয়াহাটি ১৯২৬
76. গান্ধীজি ও জওহরলাল নেহেরুর দৃষ্টিভঙ্গীর তফাৎ কোথায় ছিল?
(A) অহিংসনীতির তত্ত্ব ও প্রয়োগের ব্যাপারে
(B) বুনিয়াদী শিক্ষা
(C) ভারতের শিল্পায়ন
(D) সর্বোদয়
77. স্বরাজ্য দল কোন আন্দোলনের ব্যর্থতার পরে গঠিত হয় ?
(A) ভারত ছাড়ো আন্দোলন
(B) অসহযোগ আন্দোলন
(C) আইন অমান্য আন্দোলন
(D) স্বদেশী আন্দোলন
78. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম দিকে নরমপন্থীরা চাইতেন –
(A) শান্তিপূর্ণভাবে ব্রিটিশ সরকারকে তাঁদের দাবি জানাতে
(B) সংবিধানগত অচলাবস্থা সৃষ্টি করতে
(C) অর্থনৈতিক বয়কট করতে
(D) বিদেশ থেকে কূটনৈতিক চাপ দিতে
79. কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠীদ্বন্ধ দেখা যায়?
(A) সুরাট
(B) লাহোর
(C) বোম্বে
(D) কোলকাতা
80. কোন বড়লাটের আমলে বঙ্গভঙ্গ রদ হয় ?
(A) লর্ড কার্জন
(B) লর্ড মিন্টো
(C) লর্ড চেমসফোর্ড
(D) লর্ড হার্ডিঞ্জ
To check our latest Posts - Click Here