General Knowledge Notes in BengaliNotes

প্রাণী ও উদ্ভিদের শ্বাসযন্ত্র তালিকা – List of Respiratory Organs

Respiratory Organs of Different Animals and Plants

প্রাণী ও উদ্ভিদের শ্বাসযন্ত্র তালিকা

প্রিয় পাঠকেরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি জীবনবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্নপ্রাণী ও উদ্ভিদের শ্বাসযন্ত্র তালিকা (Respiratory Organs of Different Animals and Plants ) | নবম-দশম শ্রেণীর পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মাঝে মধ্যেই এর থেকে প্রশ্ন এসেই থাকে।

দেখে নেওয়া যাক বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের শ্বাস অঙ্গের তালিকা

বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের তালিকা

প্রাণী শ্বাসযন্ত্র 
অ্য়ামিবা, স্পঞ্জ, হাইড্রাসমগ্র দেহতল
কেঁচো, জোঁকদেহত্বক
আরশোলা, প্রজাপতি, ফড়িং১০ জোড়া শ্বাসছিদ্র এবং ট্রাকিয়া ( শ্বাসনালী )
মাছফুলকা
কই, মাগুর , শিঙি মাছফুলকা ও অতিরিক্ত শ্বাসযন্ত্র
শামুক, ঝিনুকফুলকা, পালমোনারি স্যাক
সমুদ্র শসারেসপিরেটরি ট্রি
চিংড়ি, রাজকাঁকড়াবুক গিল বা বহিঃ ফুলকা
মাকড়সা ও কাঁকড়াবিছেবুক লাং বা বহিঃ ফুসফুস
ব্যাঙাচিবুক গিল বা বহিঃ ফুলকা ও অন্তঃ ফুলকা
ব্যাঙফুসফুস, দেহত্বক, মুখবিবর-গলবিলের মিউকাস পর্দা
সরীসৃপ ফুসফুস
পাখি ফুসফুস
স্তন্যপায়ী প্রাণী ফুসফুস
মানুষ, তিমিফুসফুস
মশা, পিপড়েমশা, পিপড়ে
বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের তালিকা

উদ্ভিদের বিভিন্ন শ্বাস অঙ্গের তালিকা

উদ্ভিদ পত্ররন্ধ্র , লেন্টিসেল, শ্বাসমূল প্রভৃতি দ্বারা তাদের শ্বাসকার্য চালায়।

আরো দেখে নাও :

এক নজরে মানবদেহ । মানবদেহ সম্পর্কিত কিছু তথ্য

মানবদেহের রোগ ও রোগাক্রান্ত অংশ

রোগ ও তাদের জীবাণু

বিভিন্ন উপক্ষার ও তাদের অর্থনৈতিক গুরুত্ব

চিংড়ির শ্বাস অঙ্গের নাম কি ?

বুক গিল বা বহিঃ ফুলকা

শামুকের শ্বাস অঙ্গের নাম কি ?

পালমোনারি স্যাক

মাকড়সার শ্বাস অঙ্গের নাম কি ?

বুক লাং বা বহিঃফুসফুস

ডলফিন এর শ্বাস অঙ্গের নাম কি ?

ফুসফুস

তিমি মাছের শ্বাস অঙ্গের নাম কি ?

ফুসফুস

Download Section

  • File Name : প্রাণী ও উদ্ভিদের শ্বাসযন্ত্র তালিকা – List of Respiratory Organs – বাংলা কুইজ
  • File Size : 1.8 MB
  • No. of Pages : 03
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Life Science , Biology

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button