History NotesGeneral Knowledge Notes in Bengali
ঐতিহাসিক লিপিসমূহ ( PDF ) – ঐতিহাসিক লিপি / প্রশস্তি ও তার বিষয়বস্তু
ঐতিহাসিক লিপি/ প্রশস্তি ও তার বিষয়বস্তু
ঐতিহাসিক লিপিসমূহ – ঐতিহাসিক লিপি / প্রশস্তি ও তার বিষয়বস্তু
ভারতবর্ষের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো ঐতিহাসিক লিপিসমূহ । এই লিপিগুলি প্রাচীন ভারতের সামাজিক, রাজনৈতিক বহু ক্ষেত্রে প্রচুর প্রমান আমাদের সামনে তুলে ধরে । কোন লিপি কি সম্বন্ধীয় এটি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি হট টপিক । নিচে ছকের সাহায্যে সুন্দর করে এই তথ্যগুলি তুলে ধরা হলো ।
[ আরো দেখুন : বিভিন্ন রাজার সভাকবি ]
ঐতিহাসিক লিপি / প্রশস্তি সমূহের তালিকা
ঐতিহাসিক লিপি / প্রশস্তি ও তার বিষয়বস্তু তালিকা দেওয়া রইলো ।
নং | লিপি / প্রশস্তির নাম | বিষয় / সম্বন্ধীয় |
---|---|---|
১ | এলাহাবাদ প্রশস্তি | সমুদ্রগুপ্তের কৃতিত্ব |
২ | নাসিক প্রশস্তি | গৌতমীপুত্র সাতকর্ণী |
৩ | জুনাগড় শিলালিপি | রুদ্রদমন |
৪ | গোয়ালিয়র প্রশস্তি | প্রতিহার রাজ্ ভোজ |
৫ | আইহোল প্রশস্তি | চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী |
৬ | দেওপাড়া প্রশস্তি | রাজা বিজয়সেন |
৭ | হাতিগুম্ফা লেখ | কলিঙ্গরাজ খরবেল |
৮ | কলিঙ্গ লিপি | অশোক |
৯ | সম্পত লিপি | কনিস্ক |
১০ | এরান লিপি | দ্বিতীয় চন্দ্রগুপ্ত |
১১ | তাঞ্জোর লিপি, তিরুমালাই লিপি | প্রথম রাজেন্দ্র চোল |
১২ | খলিমপুর লিপি | ধর্মপাল |
১৩ | ভিতারি লিপি | স্কন্দগুপ্ত |
১৪ | গঞ্জাম লিপি | শশাঙ্ক |
১৫ | গরুড়ধ্বজ লিপি | হেলিওডেরাস |
১৬ | বোঘাজকোই লিপি | আর্যদের সমন্ধে |
১৭ | নানাঘাট লিপি | প্রথম সাতকর্ণী |
১৮ | মান্দাশোর লিপি | যশোধর্ম |
নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিফ ফাইল ডাউনলোড করে নাও ।
Download Section
- File Name : ঐতিহাসিক লিপিসমূহ
- File Size : 121 KB
- No. of Pages : 02
- Format : PDF
- Language : Bengali
- Subject : History
আরও দেখে নাও :
ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )
ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সমূহ ( PDF )
To check our latest Posts - Click Here