QuizQuiz

বাংলা কুইজ – সেট ৭৪

Bengali Quiz – Set 74

১. কাশ্মীর-কেভ ( কাশ্মীরের গুহা ) এবং হর্স-সু ( ঘোড়ার জুতো ) কোন স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি?

উত্তর :
বাঁদুড়

২. Es সংকেতযুক্ত মৌলটির নাম কোন বিজ্ঞানীর নাম অনুসারে রাখা হয়েছে?

উত্তর :
আইনস্টাইন ( Es – আইনস্টেনিয়াম )

৩. মুসলীম সমাজের রামমোহন কাকে বলা হয় ?

উত্তর :
স্যার সৈয়দ আহমেদ খান

৪. “ইউরোপের শাশুড়ি” কোন দেশকে বলা হয়?

উত্তর :
ডেনমার্ক

৫. গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল?

উত্তর :
কণ্টক

৬. ঋকবেদে কতগুলি শ্লোক রয়েছে?

উত্তর :
১০২৮

৭. সাপ্তাহিক পত্রিকা নিউ ইন্ডিয়ার প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তর :
বিপিনচন্দ্র পাল

৮. বিজ্ঞানসম্মত নামগুলি কোন ভাষাতে লেখা হয়?

উত্তর :
ল্যাটিন

৯. ঘন ঘন চুলের স্টাইল পরিবর্তন করার জন্য কোন ক্রিকেট খেলোয়াড় “Hairy ” ডাক নাম পায়?

উত্তর :
হার্দিক পাণ্ড্য

১০. কাঠের অস্কার শুধুমাত্র একজনকেই দেওয়া হয়েছিল | তিনি কে?

উত্তর :
এডগার বার্গেন (১৯৩৮ সালে)

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button