Economy MCQ

অর্থনীতি MCQ – সেট ২

Economics MCQ – Set 2

১. [WBCS Preli 10] কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি মেয়াদ পূর্তির এক বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল?

(A) তৃতীয়
(B) চতুর্থ
(C) পঞ্চম
(D) ষষ্ঠ

উত্তর :
(C) পঞ্চম

২. [WBCS Preli 09] একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার ( ২০০৭-২০১২) খসড়ায় মোট অন্তর্দেশীয় উৎপাদনের গড় বৃদ্ধির যে লক্ষমাত্রা ধার্য করে হয়েছিল তা হল —

(A) ৮%
(B) ৯%
(C) ৯.৫%
(D) ১০%

উত্তর :
(B) ৯%

৩. [WBCS Preli 09] জাতীয় উন্নয়ন কমিশনের কাজ হল —

(A) পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করা
(B) দারিদ্র দূরীকরণ করা
(C) গ্রামীণ উন্নয়ন রূপায়ণ করা
(D) উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা

উত্তর :
(A) পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করা

৪. [WBCS Preli 09] “গরিবী হঠাও” স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত?

(A) তৃতীয়
(B) চতুর্থ
(C) পঞ্চম
(D) ষষ্ঠ

উত্তর :
(C) পঞ্চম

৫. [WBCS Preli 09] কোন পরিকল্পনার সময় থেকে ভারতে প্রাথমিকভাবে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার প্রকৃত সূচনা হয়েছিল?

(A) সপ্তম
(B) অষ্টম
(C) নবম
(D) দশম

উত্তর :
(C) নবম

৬. [WBCS Preli 08] দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৌশল গ্রহণের সাথে কার নাম যুক্ত?

(A) মহাত্মা গান্ধী
(B) জওহরলাল নেহেরু
(C) প্রশান্ত চন্দ্র মহলানবীশ
(D) বি. আর. সেনোয়

উত্তর :
(C) প্রশান্ত চন্দ্র মহলানবীশ

৭. [WBCS Preli 08] দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানত নিম্নলিখিত কোন ক্ষেত্রে উন্নয়নের ওপরে অগ্রাধিকার দেওয়া হয়েছে?

(A) গ্রামীণ উন্নয়ন
(B) ভারী ও মূল শিল্পের উন্নয়ন
(C) বৈদেশিক বাণিজ্য
(D) ভোগ্যপণ্য দ্রব্য উৎপাদন শিল্প

উত্তর :
(B) ভারী ও মূল শিল্পের উন্নয়ন

৮. “ভিশন ২০২০ ” কি?

(A) UPSC থেকে প্রচারিত পুস্তিকা
(B) ২০২০ সালে ভারতের চন্দ্রাভিযানের একটি পরিকল্পনা
(C) ২০০৩ সালে যোজনা কমিশন থেকে প্রকাশিত আগামী ভারতের একটি রূপরেখা
(D) অস্কারপ্রাপ্ত একটি সিনেমা

উত্তর :
(C) ২০০৩ সালে যোজনা কমিশন থেকে প্রকাশিত আগামী ভারতের একটি রূপরেখা

৯. “Faster, More Inclusive and Sustainable Growth ” – এই ধারণাটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার?

(A) দশম
(B) দ্বাদশ
(C) একাদশ
(D) নবম

উত্তর :
(B) দ্বাদশ

১০. পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কিভাবে নিযুক্ত হন?

(A) পদাধিকার বলে
(B) রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী
(C) সংসদের সম্মতিতে
(D) উপরোক্ত কোনোটিই নয়

উত্তর :
(A) পদাধিকার বলে

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button