Bengali Quiz – Set 70
১. আনন্দবন, কৌশিক, রুদ্রবাস ভারতের কোন শহরের আগের নাম ছিল?
উত্তর :
বারাণসী
২. গ্লেন মিলস কোন অলিম্পিক স্বর্ণপদক জয়ী খেলোয়াড়ের কোচ?
উত্তর :
উসেইন বোল্ট
৩. লোহিত রক্ত কণিকার কবরস্থান কাকে বলা হয়?
উত্তর :
প্লীহা
৪. রিপন কলেজের বর্তমান নাম কি?
উত্তর :
সুরেন্দ্রনাথ কলেজ
৫. কে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন?
উত্তর :
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
৬. মহম্মদ হাদিকে মুর্শিদকুলি খাঁ উপাধি কে দিয়েছিলেন?
উত্তর :
ঔরঙ্গজেব
৭. “Our Films, Their films” – বইটির লেখক কে?
উত্তর :
সত্যজিৎ রায়
৮. ‘ব্যাঙাচি’- কোন লেখকের ছদ্মনাম?
উত্তর :
কাজী নজরুল ইসলাম
৯. ‘The Master as I saw him’- বইটি কার লেখা? কার সম্পর্কে?
উত্তর :
ভগিনী নিবেদিতার, বিবেকানন্দ সম্পর্কে
১০. কোন উৎসেচক শিশুদেহে দুগ্ধ প্রোটিন পরিপাকে সাহায্য করে?
উত্তর :
রেনিন
To check our latest Posts - Click Here