রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ৬
Indian Polity – MCQ – Set 6
১. [WBCS Preli 99] কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়?
(A) ৩৫
(B) ৩৬
(C) ২৩
(D) ৩৯
২. [PSC Misc Preli 99] কত খ্রিস্টাব্দে সিকিম ভারতের ২২তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়?
(A) ১৯৬৫
(B) ১৯৭০
(C) ১৯৭৫
(D) ১৯৭৩
৩. [WBCS Preli 06] কোন রাজ্য ভেঙে ছত্তিসগড় রাজ্যটি গঠিত হয়েছে?
(A) বিহার
(B) মধ্যপ্রদেশ
(C) উত্তরপ্রদেশ
(D) মহারাষ্ট্র
৪. [WBCS Preli 09] দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য কোনটি?
(A) অন্ধ্রপ্রদেশ
(B) আসাম
(C) তামিলনাড়ু
(D) কর্ণাটক
৫. [PSC Misc Preli 02] ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত “শোষণের বিরুদ্ধে অধিকার” রক্ষা করে
(A) শিশুদের
(B) শ্রমিকদের
(C) সরকারি চাকরিজীবীদের
(D) আইনসভার সদস্যদের
৬. [PSC Misc Preli 02] কোন মৌলিক অধিকারটিকে আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মারূপে বর্ণনা করেছেন?
(A) সম্পত্তির অধিকার
(B) ধর্মের অধিকার
(C) সাংবিধানিক প্রতিকারের অধিকার
(D) ওপরে সবকটি
৭. [PSC Misc Preli 99] কোন মৌলিক অধিকারটি বর্তমানে একটি সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার নয়?
(A) সাম্যের অধিকার
(B) একই কাজের জন্য একই প্রারিশ্রমিক
(C) ধর্মের অধিকার
(D) আইনের চোখে সবাই সমান
৮. [PSC Misc Preli 99] নিম্নলিখিত কোন লেখটি ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে?
(A) ম্যানডামাস
(B) হেবিয়াস করপাস
(C) সাটিওয়ারি
(D) কুয়ো ওয়ারেন্টও
৯. [PSC Misc Preli 98] কোন মৌলিক অধিকার রক্ষার জন্য পাশ করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আইন?
(A) সাম্যের অধিকার
(B) শোষণের বিরুধ্যে অধিকার
(C) সাংস্কৃতিক ও শিক্ষা সংক্রান্ত অধিকার
(D) স্বাধীনতার অধিকার
১০. [PSC Misc Preli 98] ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের কয়েকটি মৌলিক স্বাধীনতা প্রদানের অঙ্গীকার করা হয়েছে?
(A) ১৪
(B) ১৫
(C) ১৯
(D) ২১
To check our latest Posts - Click Here