ভূগোল MCQ – সেট ৭
Geography MCQ – Set 7
১. কোন শহরকে “ভারতের বিজ্ঞান নগরী” বলা হয়?
(A) হায়দ্রাবাদ
(B) বেঙ্গালুরু
(C) কলকাতা
(D) পুনে
২. “দাক্ষিনাত্যের কাশী” বলা হয় কোন শহরকে?
(A) মাদুরাই
(B) পাটনা
(C) চেন্নাই
(D) ইন্দোর
৩. আয়তন অনুযায়ী, পৃথিবীতে ভারতের স্থান কততম?
(A) ১
(B) ৩
Copyright © বাংলা কুইজ – BanglaQuiz.in
(C) ৫
(D) ৭
৪. পৃথিবীর মোট স্থলভাগের শতকরা কত ভাগ ভারতে রয়েছে?
(A) ১.৪
(B) ২.৪
(C) ৩.৪
(D) ৪.৪
৫. ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম?
(A) ওড়িশা
(B) পশ্চিমবঙ্গ
(C) তামিলনাড়ু
(D) গুজরাট
৬. ভারতের মোট দ্বীপের সংখ্যা কত?
(A) ২৪৭ টি
(B) ২০৪ টি
(C) ৪০৮ টি
(D) ২০৩ টি
৭. নাগাল্যান্ডের রাজধানী কোনটি?
(A) ইম্ফল
(B) শিলং
(C) আইজল
(D) কোহিমা
৮. নিচের কোন রাজ্যটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি?
(A) ওড়িশা
(B) গুজরাট
(C) ছত্তিসগড়
(D) পশ্চিমবঙ্গ
৯. ৮ ডিগ্রি চ্যানেল কাদের পৃথক করেছে?
(A) লাক্ষাদ্বীপ ও মিনিকয়
(B) মিনিকয় ও মালদ্বীপ
(C) আন্দামান ও নিকোবর
(D) ভারত ও শ্রীলংকা
১০. মিজোরামের রাজধানী হল —
(A) ইম্ফল
(B) ইটানগর
(C) আইজল
(D) ডিগবয়
To check our latest Posts - Click Here