ভূগোল MCQ – সেট ৬
Geography MCQ – Set 6
(A) লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে
(B) মিনিকয় ও মালদ্বীপকে
(C) আন্দামান ও নিকোবরকে
(D) ভারত ও শ্রীলঙ্কাকে
২. গ্রীনিচে যখন দুপুর ১২টা , তখন এলাহাবাদে সময় কত?
(A) সকাল ৫ টা ৩০ মিনিট
(B) দুপুর ৩ টে
(C) বিকেল ৫ টা ৩০ মিনিট
(D) বিকেল ৬ টা
৩. লাক্ষাদ্বীপ অবস্থিত
(A) ভারত মহাসাগরে
(B) আরব সাগরে
(C) বঙ্গোপসাগরে
(D) পক প্রণালীতে
৪. ভারতের স্থলভাগের পরিসীমা প্রায়
(A) ১৫,৫০০ কিমি
(B) ১৫,২০০ কিমি
(C) ৭,৫১৬.৬ কিমি
(D) ২,৯৩৩ কিমি
৫. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত হল –
(A) ১০০০:৯৩৩
(B) ১০০০:১০০০
(C) ১০০০:৯৪০
(D) ১০০:৯৩৩
৬. শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে –
(A) পক প্রণালী
(B) বেরিং প্রণালী
(C) জিব্রাল্টার প্রণালী
(D) মালাক্কা প্রণালী
৭. ভারতের কোন শহরকে “রাজপ্রাসাদের শহর” বলা হয়?
(A) চেন্নাই
(B) মুম্বাই
(C) দিল্লি
(D) কলকাতা
৮. কোন শহরকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়?
(A) গান্ধীনগর
(B) হায়দ্রাবাদ
(C) আমেদাবাদ
(D) গাজিয়াবাদ
৯. ভারত ও বাংলাদেশের মধ্যে প্রমান সময়ের পার্থক্য হল —
(A) ৫ ঘন্টা ৩০ মিনিট
(B) ৩০ মিনিট
(C) ৩ ঘন্টা
(D) ১ ঘন্টা
১০. ভারতের কোন শহর কে “প্রাচ্যের ভেনিস বা রোম” বলা হয়?
(A) কোচি
(B) কলকাতা
(C) গুয়াহাটি
(D) শিলং
To check our latest Posts - Click Here