বিজ্ঞান – সেট ৬ – জীবনবিজ্ঞান
Science MCQ – Set 6 – Biology
(A) মিথেন
(B) কার্বন-ডাই-অক্সাইড
(C) CFC
(D) নাইট্রোজেন
২. উদ্ভিদদেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হল —
(A) অক্সিন
(B) থাইরক্সিন
(C) জিব্বেরেলিন
(D) সাইটোকাইনেনসিস
৩. মানব দেহের দীর্ঘতম স্নায়ু কোনটি?
(A) অপটিক
(B) অডিটরি
(C) সায়াটিক
(D) ওপরের কোনটিই নয়
৪. “V” আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়?
(A) অ্য়াক্রোসেন্ট্রিক
(B) মেটাসেন্ট্রিক
(C) টেলোসেন্ট্রিক
(D) সাব-মেটাসেন্ট্রিক
৫. মাছকে জলের ভেতরে যেতে ও ভেসে উঠতে সাহায্য করে
(A) পায়ুপাখনা
(B) মায়োটাম পেশি
(C) পৃষ্ঠ পাখনা
(D) বক্ষ ও শ্রোণী পাখনা
৬. যে অভিযোজিত বৈশিষ্ট সুন্দরী গাছে দেখা যায় না সেটি হল —
(A) শ্বাসমূল
(B) পুরু কিউটিকলযুক্ত পাতা
(C) বীজযুক্ত ফল
(D) জরায়ুজ অংকুরোদ্গম
৭. ভিটামিন K এর কাজ —
(A) চর্বিকে মাংসপেশীতে পরিবর্তন করা
(B) সেরোটোনিন তৈরী করা
(C) রক্ত তঞ্চনে সাহায্য করা
(D) ওপরের কোনোটিই নয়
৮. মাইট্রোকনড্রিয়াতে কয়টি পর্দা থাকে?
(A) ১ টি
(B) ২ টি
(C) ৩ টি
(D) ৪ টি
৯. পাকসিনিয়া গ্রামিনিস কোন ধরণের রোগ?
(A) ছত্রাকবাহি উদ্ভিদ রোগ
(B) ব্যাকটেরিয়া ঘটিত উদ্ভিদ রোগ
(C) ভাইরাস ঘটিত প্রাণী রোগ
(D) ওপরের কোনটি নয়
১০. ফাইলো কুইনোন নাম পরিচিত কোন ভিটামিন?
(A) ভিটামিন A
(B) ভিটামিন K
(C) ভিটামিন B12
(D) ভিটামিন C
To check our latest Posts - Click Here