QuizQuiz

বাংলা কুইজ – সেট ৬৪

Bengali Quiz – Set 64

১. কে তার জীবনের শেষ ১৪৪ দিন দিল্লির ৫ নম্বর ওল্ড বিড়লা হাউস-এ কাটিয়েছিলেন?

উত্তর :
মহাত্মা গান্ধী

২. রূপকথা অনুযায়ী সান্টা ক্লজ কোনো বাড়িতে কোথা দিয়ে ঢোকেন?

উত্তর :
বাড়ির চিমনি দিয়ে

৩. ২০০৭ সালে নেপালের টাকা থেকে রাজার ছবি সরিয়ে কার বা কিসের ছবি রাখা হয়েছে ?

উত্তর :
মাউন্ট এভারেস্ট

৪. অপ্রবাসী ঘাট যেটি একটি UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট , সেটি কোন দেশে রয়েছে?

উত্তর :
মরিশাস

৫. সম্পূর্ণ গ্রানাইট পাথরে তৈরী পৃথিবীর প্রথম মন্দির কোনটি?

উত্তর :
তামিলনাড়ুর বৃহদ্যেশ্বর মন্দির

৬. “বরফের পাচঁটি সম্পদ” ( Five Treasures of Snow ) কোন পর্বতশৃঙ্গ কে বলা হয়?

উত্তর :
কাঞ্চনজঙ্ঘা

৭. ভারতের কোন শহরে বিশ্বের ৯০ শতাংশ ছোট হীরক কাটা ও পালিশ করা হয়?

উত্তর :
সুরাট

৮. কোন ধাতুকে সাদা সোনা বলা হয়?

উত্তর :
প্ল্যাটিনাম

৯. কোন ক্রিকেট স্টেডিয়ামকে ক্রিকেটের মক্কা ( Mecca of Cricket ) বলা হয়?

উত্তর :
লর্ডস ক্রিকেট গ্রাউন্ড

১০. ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনও নাইট্রোজেন ছাড়া আর কোন গ্যাস থাকে?

উত্তর :
হিলিয়াম

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button