QuizQuiz

বাংলা কুইজ – সেট ৬২

Bengali Quiz – Set 62

১. ঔরঙ্গজেবের ছেলে তাঁর মা রাবিয়া দুরানির স্মৃতিতে কোন সৌধটি বানিয়েছিলেন?

উত্তর :
বিবি কা মাকবারা

২. শরীরের কোন অঙ্গটি সবথেকে বেশি ট্রান্সপ্লান্ট করা হয়?

উত্তর :
কিডনি

৩. পার্বত্য ভ্রমণস্থল নৈনিতালের নাম শরীরের কোন অঙ্গের নামানুসারে?

উত্তর :
চোখ

৪. বাস কন্ডাকটর থেকে সুপারস্টার হয়েছেন কোন ভারতীয় অভিনেতা?

উত্তর :
রজনীকান্ত

৫. ১৮৩৫ সালের ১স্ট ফেব্রুয়ারী সিকিমের রাজা ইংরেজদের কি উপহার দিয়েছিলেন?

উত্তর :
দার্জিলিং

৬. ভারতের কোন প্রধানমন্ত্রী প্রথম ভারতরত্ন পান?

উত্তর :
জহরলাল নেহেরু

৭. আর্কটিক সার্কেল ৯৬৯৩০, রোভানেইমি – এই ঠিকানাটিতে কে থাকেন?

উত্তর :
সান্টা ক্লজ

৮. ‘Going to জেরুজালেম ’ খেলাটিকে আমরা অন্য একটি বিখ্যাত নামে জানি। এই খেলাটি খুব প্রচলিত। কি নামে আমরা খেলাটিকে জানি?

উত্তর :
Musical Chair

৯. সবথেকে নমনীয় ( malleable ) ধাতু কোনটি?

উত্তর :
সোনা

১০. রবীন্দ্রনাথ ঠাকুরের পাণ্ডুলিপিতে অক্ষর কাটাকুটি দ্বারা সৃষ্ট এক রকমের অংকন দেখতে পাওয়া যায়। এগুলিকে কি বলে?

উত্তর :
 Doodle (হিজিবিজি কাটা)

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button