Science MCQ

বিজ্ঞান MCQ – সেট ৩ – রসায়ন

Science MCQ – Set 3 – Chemistry

১. [WBCS Preli 10] নিম্নলিখিত কোনটি একটি ভৌত পরিবর্তন নয়?

(A) দুধের জন বিয়োজন দ্বারা গুঁড়ো দুধ তৈরী
(B) আয়োডিনের উর্ধপাতন
(C) চায়ে চিনি দ্রবীভূত হওয়া
(D) মোমবাতির মোমের দহন

উত্তর :
(D) মোমবাতির মোমের দহন

২. [WBCS Preli 02] নিচের যে বিক্রিয়াতে রাসায়নিক বিয়োজন ঘটে —

(A) উভমুখী বিক্রিয়া
(B) তাপশোষক
(C) উভমুখী এবং তাপশোষক
(D) উভমুখী বা অপরিবর্তনীয় এবং তাপশোষক বা তাপ উৎপাদক হতে পারে

উত্তর :
(D) উভমুখী বা অপরিবর্তনীয় এবং তাপশোষক বা তাপ উৎপাদক হতে পারে

৩. [WBCS Preli 02] রেফ্রিজারেশন খাদ্য সংরক্ষণ করে —

(A) ব্যাকটেরিয়া ও বীজাণু ধ্বংস করে
(B) খাদ্যের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার বেগ প্রভূতভাবে হ্রাস করে
(C) খাদ্যের ওপর বরফের আস্তরণ তৈরী করে
(D) এনজাইমের কাজ স্থগিত করে

উত্তর :
(B) খাদ্যের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার বেগ প্রভূতভাবে হ্রাস করে

৪. গন্ধকের গলন কি ধরণের পরিবর্তন?

(A) ভৌত পরিবর্তন
(B) রাসায়নিক পরিবর্তন
(C) ভৌত ও রাসায়নিক পরিবর্তন
(D) ওপরের কোনোটিই নয়

উত্তর :
(A) ভৌত পরিবর্তন

৫. একটি অধাতুর উদাহরণ হল —

(A) পারদ
(B) গ্যালিয়াম
(C) ক্যালসিয়াম
(D) হীরক

উত্তর :
(D) হীরক

৬. ফটো তোলার জন্য ফটোগ্রাফিক প্লেটের ওপরে আলোকপাত করা হয় | এটি একটি —

(A) ভৌত পরিবর্তন
(B) রাসায়নিক পরিবর্তন
(C) ভৌত ও রাসায়নিক পরিবর্তন
(D) ওপরের কোনোটিই নয়

উত্তর :
(B) রাসায়নিক পরিবর্তন

৭. সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে বায়ু থেকে কার্বন-ডাই-অক্সাইড এবং জলীয় বাস্প শোষণ করে স্টার্চ উৎপন্ন করে | এটি একটি —

(A) ভৌত পরিবর্তন
(B) রাসায়নিক পরিবর্তন
(C) ভৌত ও রাসায়নিক পরিবর্তন
(D) ওপরের কোনোটিই নয়

উত্তর :
(B) রাসায়নিক পরিবর্তন

৮. অক্সিজেন গ্যাসের মধ্যে নিঃশব্দ তড়িৎ ক্ষরণ করলে ওজন গ্যাস উৎপন্ন হয় | এটি একটি —

(A) তাপগ্রাহী বিক্রিয়া
(B) তাপমোচী বিক্রিয়া
(C) অসমঞ্জস বিক্রিয়া
(D) পলিম্যারিজেসন বিক্রিয়া

উত্তর :
(A) তাপগ্রাহী বিক্রিয়া

৯. নিম্নোক্ত কোন অধাতুটি তড়িৎ পরিবহনে সক্ষম —

(A) তামা
(B) গন্ধক
(C) গ্যাস কার্বন
(D) বোরন

উত্তর :
(C) গ্যাস কার্বন

১০. একটি বিরল গ্যাসের উদাহরণ হল —

(A) নাইট্রোজেন- ডাই – অক্সাইড
(B) লাফিং গ্যাস
(C) আর্গন
(D) মার্শ গ্যাস

উত্তর :
(C) আর্গন

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button