বিজ্ঞান MCQ – সেট ২
Science MCQ – Set 2 – Physics & Chemistry Mixed Set
(A) বাস্তব গ্যাসের মতো
(B) বয়েল গ্যাসের মতো
(C) চার্লস গ্যাসের মতো
(D) আদর্শ গ্যাসের মতো
২. CFC , অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে —
(A) সক্রিয় ফ্লুওরিন পরমাণু
(B) সক্রিয় হাইড্রোজেন পরমাণু
(C) সক্রিয় কার্বন পরমাণু
(D) সক্রিয় ক্লোরিন পরমাণু
৩. নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?
(A) মিথেন
(B) জলীয় বাস্প
(C) কার্বন ডাই অক্সাইড
(D) অক্সিজেন
৪. বিভিন্ন উষ্ণতার পিতলের দণ্ডের দৈর্ঘ্য মাপতে কোন উপাদানের স্কেল ব্যবহার করতে হবে?
(A) পিতল
(B) লোহা
(C) কাঠ
(D) প্লাষ্টিক
৫. আধুনিক পর্যায়সারণির কোন শ্রেণীতে হ্যালোজেন মৌল গুলো অবস্থান করে?
(A) ১৬
(B) ১৭
(C) ১৮
(D) ৭
COPYRIGHT © 2018 বাংলা কুইজ
৬. আধুনিক পর্যায়সারণির কোন শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাসীয় তিন ধরণের মৌল অবস্থান করে?
(A) ১৫
(B) ১৬
(C) ১৭
(D) ১৮
৭. কোনো আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান —
(A) শুন্য
(B) অসীম
(C) ১০০
(D) ১
৮. প্রমান চাপ ও তাপমাত্রায় ১ গ্রাম- অনু গ্যাসের আয়তন —
(A) ২২.৪ লিটার
(B) ২২৪ লিটার
(C) ২.২৪ লিটার
(D) ০.২২৪ লিটার
৯. সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি?
(A) হিলিয়াম
(B) নিয়ন
(C) আর্গন
(D) ক্রিপ্টন
১০. প্রমান চাপের মান কত ( mmHg এককে) ?
(A) ৭.৬
(B) ৭৬
(C) ৭৬০
(D) ৭৬০০
To check our latest Posts - Click Here