বিগত বছরের প্রাচীন ভারতের ইতিহাস MCQ – সেট ৯ – WBCS Special
Previous Years WBCS Ancient History MCQ
বিগত বছরের প্রাচীন ভারতের ইতিহাস MCQ
দেওয়া রইলো ১০টি বিগত বছরের প্রাচীন ভারতের ইতিহাস MCQ ।
১. [WBCS Preli 10] আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন?
(A) মৌর্য যুগ
(B) গুপ্ত যুগ
(C) পাল যুগ
(D) দিল্লির সুলতানি যুগ
২. [WBCS Preli 10] প্রাচীনতম ভারতীয় দর্শনের শাখা —
(A) যোগ
(B) সাংখ্য
(C) বৈশেষিকা
(D) কর্ম মীমাংসা
আরও দেখে নাও : ৩০০০+ ইতিহাসের MCQ একত্রে
৩. [WBCS Preli 10]বৈদিক সাহিত্য কোন সময়ে রচিত হয় —
(A) ১০০০ খ্রিষ্ট পূর্বাব্দ
(B) ৩০০০-২৫০০ খ্রিষ্ট পূর্বাব্দ
(C) ১৫০০-৫০০ খ্রিষ্ট পূর্বাব্দ
(D) ১২০০-১০০ খ্রিষ্ট পূর্বাব্দ
৪. [WBCS Preli 09] ত্রিপিটক কোন ভাষায় লেখা?
(A) ব্রাম্হি
(B) খরোষ্টি
(C) পালি
(D) সংস্কৃত
আরও দেখে নাও : ৭৫টি সিন্ধু সভ্যতা প্রশ্ন ও উত্তর – হরপ্পা সভ্যতা প্রশ্ন
৫. [WBCS Preli 09] বুদ্ধচরিত কার লেখা?
(A) নাগার্জুন
(B) অশ্বঘোষ
(C) বসুমিত্র
(D) বিশাখদত্ত
৬. [WBCS Preli 05] নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মিতাক্ষরা লিখেছিলেন?
(A) ন্যায়চন্দ্র
(B) গঙ্গাধর
(C) বিলহন
(D) বিজ্ঞানেশ্বর
৭. [WBCS Preli 05] সূর্যসিদ্ধান্ত গ্রন্থের লেখক কে?
(A) আর্যভট্ট
(B) বরাহমিহির
(C) বররুচি
(D) সুশ্রুত
৮. [WBCS Preli 04] “ফো-কুও-কিং” কে রচনা করেন?
(A) ই-সিং
(B) হিউয়েন সাং
(C) ফা-হিয়েন
(D) মেগাস্থিনিস
আরও দেখে নাও : PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর
৯. [WBCS Preli 03] সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন?
(A) প্রতিহার
(B) রাষ্ট্রকূট
(C) সেন
(D) পাল
১০. [WBCS Preli 03] অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন?
(A) সি. ডি. দাস
(B) জেমস প্রিন্সেপ
(C) বার্জেস
(D) ভিনসেন্ট স্মিথ
To check our latest Posts - Click Here