QuizQuiz

বাংলা কুইজ – সেট ৫৬

Bengali Quiz – Set 56

১. গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদটির নাম কি?

উত্তর :
Song Offerings

২. অক্টোপাসের কতগুলি হৃৎপিণ্ড রয়েছে?

উত্তর :
৩ টি

৩. কাওয়ালীর জনক কাকে বলা হয়?

উত্তর :
আমির খসরু

৪. ফরাসি ধর্মযাজক হেনরি দিদনের দ্বারা সৃষ্ট ‘Citius, Altius, Fortius’ কিসের স্লোগান?

উত্তর :
অলিম্পিক

৫. ইংরেজী ভাষায় সব থেকে বেশি প্রচারিত দৈনিক সংবাদপত্র কোনটি?

উত্তর :
টাইমস্ অফ ইন্ডিয়া

৬. চালকবিহীন বাস প্রথম কোন দেশে চালু হয়েছে ?

উত্তর :
ফ্রান্স

৭. ময়ূর চিহ্নযুক্ত রূপার মুদ্রা কে প্রচলন করেন ?

উত্তর :
দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৮. ভারতের কোন রাজ্যে প্রথম মিড্ ডে মিল্ চালু হয়?

উত্তর :
তামিলনাড়ু

৯. কোন রঞ্জক পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হলুদ হয়?

উত্তর :
ইউরোক্রোম

১০. ইউনিসেফ এর রিপোর্ট অনুযায়ী কোন দেশে জন্ম গ্রহন সবচেয়ে বিপদের?

উত্তর :
পাকিস্তান

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button